নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ক্রীতদাস ও স্বাধীনচেতা
ক্রীতদাসের হাসি বড্ডো ভালোবাসি
তারেই দেবো সব যে আমার তরে
উঠে —বসে, করে কলরব।
ঐ যে স্বাধীনচেতা—শুনেনা মোর কথা,
ক্ষমা করে দেয়াই তারে মহান উদারতা
সুযোগ পেলে কান দুটি তার দেবোই মলে
আমার সাফ কথা।
কেনোগো আছো দূরে?
কেনোগো আছো দূরে? রেখে আমায় অনাদরে
কেনোগো সখি?
হয়েছো শোকপাখি, তবে কি তা অতীত মন্থনে?
হয়তো মন খারাপ করে আছোগো তুমি দূরে
কেনো অযাচিতের মতো , প্রেম নিবেদনে শুধুই তোমারে
আমি যে চির উদ্ধত বারে বারে…
কভু কি ভেবেছো তুমিও বাসো ভালো ঢের,
হৃদয়ের গহীনে শুধুই আমারে, বাকীটুকু ছল
কেন কষ্ট করো থেকে দূরে দূরে
কখনো কি ফেলোনি দু'ফোটা অশ্রুজল?
কবে ফেলবে? তবে কি আমার মরণের পরে!!
কখনো কী ভাবোনি আমার এই করখানি
তোমার ঐ করে রচিয়া সুখের আকড়;
অথবা দীঘল কালোকেশে, অথবা তোমার গন্ডদেশে।
কখনো কি ভাবোনি ? তোমার ঐ রূপে
পানকৌড়ির মত আমি
দিতে পারি জলডুব।
কখনো কি ভাবোনি?
আমরা দু’জনে পাখির কূজনে বসে আছি আনমনে।
তোমার বোধের দেয়ালে কড়া নেড়ে নেড়ে
কখনোকি পাইনি অতল তল আমি?
ডুব সাতারে।
আকাশলীনা, তুমি রহস্য দ্বীপ!
আমি তার রহস্যের সন্ধানী
আমারে কি কভু খুজিয়াছো তুমি
যৌবনের মৌবনে?
নাকি ভেবে ভেবে করছো বেলা পার,
কিসের লাগিয়া তোমার তরে এত উদ্ধত প্রেম আমার!!
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা ।
২| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৫৬
চাঁদগাজী বলেছেন:
দুরত্বটা থেকেই যাচ্ছে!
০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০২
সেলিম আনোয়ার বলেছেন: জীবনটা বোধ হয় এমনই। আমি শুধু লিখে রাখি ।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:০৮
সৈয়দ তাজুল বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম।
কবিতা দু'টাই ভাল হইছে।
ভালবাসা ও মুগ্ধতা কেড়ে নিলেন, সাথে ভালবাসার প্লাসগুলোও
♥প্লাস++++....
০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩৯
দিবা রুমি বলেছেন: চমৎকার কবিতা ভাইয়া।
শুভকামনা অফুরান
০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৫| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৮
শূন্যনীড় বলেছেন: চমৎকার একটি পোষ্ট,
অসাধারণ কাব্যে মুগ্ধতা জানিয়ে যেতে পারিনি রাত্রে সময়ের অভাবে।
০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ, নিরন্তর শুভকামনা ।
৬| ০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতায় +++
ভালো লিখেছেন সেলিম ভাই ।
০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৭| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৫
জাহিদ অনিক বলেছেন:
সুন্দর +
১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৪৮
শাহিন বিন রফিক বলেছেন: ওয়াও প্রেমময় কবিতা।