নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কে বেশি বাসিলো ভালো? আর কে বেশি করিলো ঘৃণা?
আমার মনে সযতনে সেই প্রশ্ন যেন নিত্য বাজায় বীণা।
যে থাকে চোখের আড়ালে!
নাকি যে কাছে এসে দাঁড়ায়, নানান কাজের ছলে!
দারুন কৌতূহলে অথবা ঘৃণায়;
দু’জনেই করেছেন নিবেদন; রাশি রাশি পুষ্প স্নেহের মতন
আর গুরুতর অভিযোগ।
তাদের ললাটেও জুটেছে সীমাহীন দূর্ভোগ!
তারা দুজন ছিলো দূরতম দ্বীপ নক্ষত্রের মতন।
আমি ছিলাম তাদের মাঝে খরস্রোতা নদী যেমন।
কে বেশি বাসিলো ভালো, আর কে বেশি করিলো ঘৃণা?
যে বার বার কাছে আসে ঘৃণা ভরা মন নিয়ে;
নাকি যে থেকে যায় দূরে ঢের বেশি ঘৃণা নিয়ে?
কে বেশি বাসিলো ভালো আর কে বেশি ঘৃণা?
প্রশ্ন সদা জাগে মনে
কেন সে আসেনা আর কাছে
আর কেন সে আসে সমুখে ভাসে বারে বারে।
যদি এতই করে ছল!
যদি এতই তার অবহেলা !!
ভালোবাসা কি কস্তুরী নাকি কেবলই ধূসর অথবা নিস্ফল?
.......................................
নিছক কবিতা । উদ্ভট অথবা বানোয়াট অথবা অর্থহীন সব।
০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অর্থহীন বা বানোয়াট যাই হোক কবিতা ভাল হয়েছে।
০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪২
ওমেরা বলেছেন: সুন্দর কবিতা!
০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৭
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভাল হয়েছে +
০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: পুণরবিন্যাস করা হলো । ছবি এড করা হলো ।
৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৬
রাজীব নুর বলেছেন: সত্যি সুন্দর আবেগ আর মন না থাকলে এমন লেখা সম্ভব নয়।
০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: এটা নিছক কবিতা। কবিতা মনে মনে লিখে ফেলি।
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২১
মনিরুল ইসলাম বাবু বলেছেন: সুন্দর। ++++