নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কোটা সংস্কার নাকি কোটা অভিশাপ থেকে মুক্তি? কি তাদের মনের কথা? (রিপোস্ট)

১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪১

আমরা বাংলাদেশের মানুষ । আমাদের পূর্বপরুষরাও। আমরা মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ববোধ করি। আমরা মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার রাজাকার দ্বারা নির্যাতিত পরিবার ।
দেশ স্বাধীন হয়েছে। দেশ বিজয় লাভ করেছে। বাংলাদেশের মানুষ স্বাধীন সর্বভৌম নাগরিক অধিকার নিয়ে বসবাস করবেন সে কথা মনে প্রাণে বিশ্বাস করি।
সত্য বলতে দ্বিধা বোধ করি না। আমি মনে করি দেশ স্বাধীন হয়েছে কেবল পাকিস্তান এর কাছ থেকে নয়। অন্য যে কোন রাষ্ট্র বা ব্যক্তির গোলামী থেকে। কোন বিশেষ দল বা গোত্রের গোলামী করার প্রশ্নই উঠেনা ।
দেশের শতকরা ৯৫ভাগ উচ্চ শিক্ষাত্রী অন্য সবার চেয়ে বেশি বুঝেন। যারা কোটা পদ্ধতি সংস্কারের পক্ষে আন্দোলন এ আছেন তাদের আমি সুর্যসন্তান বলি । তার চেয়ে আরও অনেক বেশি সংখ্যক শিক্ষার্থী যারা গোপনে চোখের জল ফেলছেন তাদের জন্য আন্তরিক সমবেদনা জানাই।
আর যারা সুবিধার লোভে আন্দোলন প্রতিহত করতে এদশের সন্তানদের উপর নির্যাতন চালাচ্ছে (০.০০০১%) তারা নব্য রাজাকার। তাদের স্বাধীন দেশে বাস করার অধিকার নেই। তাদের সকল প্রকার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা উচিৎ।চাকরিরতদের চাকরি কেড়ে নেয়া উচিৎ।
আরও বলতে চাই যারা কোটা সংস্কার চায় এটি তাদের পুরোপুরি মনের কথা নয়। তাদের ললাটে যাতে রাজাকারের অপবাদ না দিতে পারে সেজন্য এমন দাবী। না হলে কোটা বাতিলের কথা বলতেন। কি লজ্জা? হক কথা ও পুরোপুরি বলতে পারছে না মেধাবীরা।পাছে পাপিষ্ঠরা মন্দ বলে তাই।
আরও বলতে চাই স্বাধীনতার আগে আঞ্চলিক কোটায় এদেশের মানুষ লাভবান হতো। একজন দেশপ্রেমিক বাংলাদেশী হিসেবে সেটি সমর্থন করি। আর এখন তো আমরা স্বাধীন জাতি। ভারত আমাদের দেশে গুটি কয়েক কুকুরের প্রভু। উই ডেম কেয়ার পাকিস্তান। ইন ট্রু সেন্স উই হেট দেম ফর হুয়াট দে হ্যাভ ডান বিফোর আওয়ার লেবারেশন। উই হেট দেম এ লট।
কোন পোস্ট এ যেন রিসেন্ট দুটি বিসিএস এর ডেটা তুলে ধরা হয়েছে। তাকে ২৭ ও ২৮ বিসিএস এর পরিসংখ্যান তুলে ধরার অনুরোধ
করা হল। মুক্তিযুদ্ধা কোটা ফাঁকা রেখে নিয়োগ দেয়া হয়েছিলো।পদ ফাঁকা পড়েছিলো। কেন? আর এখন বোধ হয় ভরা হয়। কখনো
ভরবে কখনো ভরবে না। নাকি উন্মাদের খামখেয়ালিপনা?

উই ওয়ান্ট ডেমোক্রেসি উই ওয়ান্ট ফ্রিডম। সবার জন্য সমান অধিকার। ইয়াহিয়া খান সামরিক স্বৈরশাসক ছিলেন, আইয়ুব খানও ছিলেন। তাদের রক্তচক্ষু উপেক্ষা করে স্বাধীনতা অর্জন করেছে এদেশের মানুষ। ক্ষমতার মসনদে বসিয়েছে বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধুকে প্রভু বানানো হয় নাই বা এদেশের মানুষ শোষনের মেন্ডেট তাঁকে দেয় নাই; দেশের মানুষের সেবক করা হয়েছিলো। তার কন্যাকেও নয়। মতিয়াতো মান্ধাত্যার আমলে ঘাড়তেড়া। দেশের সাধারণ ছাত্রদের রাজাকার সন্তান বলে যে ধৃষ্টতা দেখিয়েছেন তার বঞ্চিত মেধাবীদের কাছে ক্ষমা না চাওয়া উচিৎ।

আমরা স্বাধীন প্রজন্ম রাজাকার হইবো কেন?

রাজাকার তাদের সময়ে সৃষ্টি । মুক্তিযোদ্ধারাও । তারা হয়তো মুক্তিযুদ্ধের সমর্থক বা সংগঠক ছিলেন। যুদ্ধ তো করেননি। যুদ্ধ করে বীর প্রতীক হয়েছেন তারামন বিবি। মতিয়া নন।
যুদ্ধ করেছেন এদেশের দেশ প্রেমিক সেনাবাহিনী, যুদ্ধ করেছে কাদের সিদ্দিকি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আতাউল গণি
উসমানি একে খন্দকার আর অসংখ্য বাংলার সাধারণ মানুষ। তাদের অনেকের সন্তান ফেরিওয়ালা ।তারা কোটা সুবিধার নাগাল পাবে
কিভাবে?স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে জেলখানায় বন্দী রাখা হয়েছে । কবর ও খনন করা হয়েছিলো। এ দেশের অসংখ্য বুদ্ধিজীবীদেরও তো হত্যা করা হয়েছে। জীবন্ত কবর দেয়া হয়েছে । গুলি করে বুক ঝাঝরা করা হয়েছে।তাদের ত্যাগ কি কম। তাদের জীবন দান কি কম? তাদের রক্তদান কি কম মূল্য রাখে? আজকে যারা বৈষম্যের বিরুদ্ধে দাড়িয়েছেন তাদের ও অনেক ত্যাগ ও কষ্ট আছে নির্যাতনের ভয় আছে। কারণ

চাকুরী সুবিধা পাবে শুধু ইফফাত নামের তথাকথিত বেপরোয়া রগ কাটা নেতৃত্বের?? মেধাবীরা নন

হয়ে যাক একটি কবিতা

সমবেদনা

যারা অবরুদ্ধ আর ভয়ে বাকরুদ্ধ
যাদের বিবেক কারাবন্দি
স্বৈরাচারের অভিশাপে
তাদের জানাই সমবেদনা।
এভাবেই চলছে শাসন- শোষণ-নিপিড়ণ
এ কেমন স্বাধীনতা?
প্রবাদ আছে সত্য হলো ছাই চাপা আগুন
প্রখর সূর্যের মত একদিন প্রকাশিত হবেই
যে মেয়েটির পায়ের রগ কেটে ফেলা হলো
কি দোষ তার ছিলো? কিংবা বিশ্বজিৎ
অথবা সাগর রুনি
তারা কি একাত্তরের রাজাকার?
এ কেমন বিচার?
যারা জানে লেখা পড়া করেও কোন লাভ নেই
মানিকেরা চেটেপুটে খাবে সব
নিরবে নিভৃতে কেঁদে
একদিন বিদায় নিতে হবে তার
দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ নামক পরাধীনতার দূর্গ থেকে।
যারা ক্লাস করেনি
যারা জুয়া ভাং গাজায় আসক্ত
যাদের আছে কোটা
স্বাধীন দেশের ললাটে যারা বৈষম্যের তিলক ফোটা
তারাই চেটে পুটে খায় সব।
দুঃখভারাক্রান্ত মন নিয়ে
যারা আজ নিপিড়িত অবরোদ্ধ
অথবা ভয়ে বাকরুদ্ধ
তাদের তরে জানাই সমবেদনা ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০০

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ঢালাও ভাবে সবাই রাজাকার (!) সুবিধাভুগিদের বিরুদ্ধে কিছু বললে!

১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সবাই বুঝে। তাদের লম্বা শাসন ব্যবস্থায় তাদের কৌশলগুলো সবাই রপ্ত করে ফেলেছেন । জঙ্গি নাটক, বিদেশী হত্যা নাটক সব নাটক এখন সবাই জানে। ভোটের ব্যাপার তো প্রামান্য দলিল । মির্জা আব্বাসের মত বার বার বিক্রি হওয়া লোকগুলো তাদের সেফগার্ড হয়েছে। এভাবে কতদিন ।

তারা ভুলে গেছে দেশের শিক্ষিতের হার অনেক বেশি। কয়দিন বোকা করে রাখা যাবে ???

২| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: আমি উপরের লেখা পড়িনি। শুধু কবিতাটা পড়লাম।

১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৫

সেলিম আনোয়ার বলেছেন: খুব ব্যস্ত বোধ হয় । ইশরাতকে জুতার মালা পড়ানো হয়েছে কিছুক্ষণ আগে। সেই দৃশ্য দেখলাম ।

১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: নিজের পায়ে মারছে কুড়াল .....চামচিকে আর লোভী বিড়াল
কোটাপ্রথার গর্তে পড়ে.......দেশের ভবিষ্যৎ অন্ধ চিরকাল।

৩| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:



বর্তমানে জাতির যে পরিমাণ সম্পদ, শিক্ষা ও মানব শক্তি আছে, এতে সবার জন্য চাকুরীর ব্যবস্হা সম্ভব; কোন কোটার দরকার হবে না।

১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কোটা বিরূধীর সংখ্যা কত
এক সাগরে জল আছে যত।

ষোল কোটি মানুষের লাখ দুয়েক লোক বাদে কেউ কোটা চায় না । সেটা থাকে কিভাবে ??

৪| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৮

সেলিম আনোয়ার বলেছেন: আমার পোস্টে কমেন্ট না করলে কি হবে। কোটা ঠিক ই বাতিল হয়ে গেছে।

৫| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার করা মন্তব্যই আপনার পোস্টে করলাম। মতিয়া কি এখন শেখ হাসিনাকে রাজাকার বলবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.