![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
মাঝরাতে ঝড় এলো নামিলো বৃষ্টি
বৃক্ষ গুলো দুলছে
গাছের পাতা উড়ছে
তার মাঝে হয়ে গেছে কবিতার সৃষ্টি।
ভাবি বসে আনমনে
একেলা বসে এইখানে
আছো তুমি কোনখানে? হয়তো বেশ আছো
মাতাল করা বাতায়নে
কখনো কী ভেবেছো?
শাদা মেঘের ভেলা যেমন নীল আকাশে
তেমনি থাকিলে আমি তোমার পাশে
কেমন হতো ? ভালো নাকি মন্দ?
হয়তো কবিতা পেত নতুন এক ছন্দ।
তুমি আমি মিশে যেতাম নদী যেমন সাগরে।
ও জোনাকি গান গাইতে তুমি
স্বপ্ন জাল বুনে লিখতাম আমি।
ঝড়ের রাতে ঝড়ো হাওয়া বইছে
তার মাঝে টাপুর টুপুর বৃষ্টি গুলি
যেনো তোমার কথাই কইছে।
১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:০৮
দিবা রুমি বলেছেন: বিরহের কবতায় ভালোলাগা রেখে গেলাম ভাইয়া।
প্লাস+++
৩| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৩
এখওয়ানআখী বলেছেন: বিরহ আর বিষণ্যতায় বৈরাগ্যের সৃষ্টি। সুন্দর আবেগী কবিতার জন্য ধন্যবাদ।
৪| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩১
সৈয়দ তাজুল বলেছেন: আনোয়ার ভাই,
আগের মতই ভাল লাগলো, তবে বিরহ ব্যথা দিল
৫| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩১
রাজীব নুর বলেছেন: এই কবিতা কি কাল রাতেই লিখেছেন? যখন ঝড় হলো?
৬| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৬
নীলপরি বলেছেন: সুন্দর লিখেছেন । ++++
৭| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪২
আবু আফিয়া বলেছেন: ভাল লাগল
৮| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৭
পদাতিক চৌধুরি বলেছেন: বর্তমানে দেশের কোটা আন্দোলনকারীদের কবিতা বলেই মনে হল।মুগ্ধতা রেখে গেলাম।
৯| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর তখন ই লেখা
।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৮ রাত ২:০৪
চাঁদগাজী বলেছেন:
অর্ফিউসের অনন্ত বিরহের পদ্য