নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
একটা কষ্ট পাহাড়
একটা কষ্ট ছবি
একটা কষ্ট আহার।
একটা কষ্ট ঘড়ি।
একটা কষ্ট ধারণা
একটা কষ্ট প্রতারনা।
একটা কষ্ট দেয়াল
একটা কষ্ট বাড়ি
একটা কষ্ট আঁখি।
একটা অশ্রু নদী সহিতে নারি।
একটা কষ্ট পথ
একটা ছোট্ট দীপশিখা
কতদূরে মানবিকা আবাস তোমারি।
ফেসবুক এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম। রোহিঙ্গা নির্যাতন কেমন লাইভ টেলিকাস্ট হলো। আর তৎক্ষণাৎ এত মানুষ জানলো ফেসবুক না থাকলে সেটা সম্ভব হতো না। কোটা আন্দোলনের রগকাটা এশা , এশার গলায় জুতার মালা তৎক্ষণাৎ ভিডিও প্রচার আর আমার মতো নবীশের কাছে তার চলে আসা শুধু ফেসবুকের কল্যাণে সম্ভব হয়েছে। তৎক্ষণাৎ আবার এশাকে রক্ষা করার নীল নকশা ও প্রচার হয়ে গেছে। উল্টো জনসমক্ষে ফেঁসে গেলো ঘৃণ্য চক্রান্ত এবং কারিগর কারা। ফেসবুক এখন এতটাই শক্তিশালী গণমাধ্যম। এর খারাপ দিক ও কম নয়। ঘরের খবর ঘরের শত্রু বিভীষণ ঘরের এবং বাইরের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে ফেসবুক উইন্ডো দিয়ে। ফেসবুক কল্যাণের সঙ্গে অকল্যাণ ও করছে। ঘর ভাঙছে ঘর গড়ছে। রোমিও জুলিয়েট এর বিখ্যাত উক্তি মিথ্যা ছড়িয়ে পড়ে দ্রুত সত্যের তুলনায়।
সত্যি প্রকাশ হতে হতে দুজনের মৃত্যু ই হয়ে গেল। তাই খবর পেয়েই বিশ্বাস করতে নেই। নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করেই সিদ্ধান্ত। পৃথিবীতে বন্ধু র সংখ্যা খুবই কম। নিজের স্বার্থ সিদ্ধি করাই মানুষের ধর্ম। তাই সাধু সাবধান।কথায় আছে না মার চেয়ে মাসির দরদ বেশি। ব্যাপারটি ভাবতে হবে কে মা আর কে মাসি। ভালো বাসার মানুষ একদিকে সারা পৃথিবী অন্যদিকে। মিথ্যে প্রলোভন এ পা দিলেন তো মরলেন। প্রধানমন্ত্রীর কোটা বাতিলের সিদ্ধান্ত সঠিক। যারা বিপক্ষে বলেছেন তাদের আয় রোজগার কমে যাচ্ছে ধরে নিতে হবে। প্রধানমন্ত্রী কেবল আবেগী নন কোটা বাতিল তার বিচক্ষণ রায়। স্বার্থান্বেষী মহল এ ক্ষেত্রে তার জন্য বাঁধা হয়ে দাঁড়াতে পারে। গোয়েবলসীয় রাজনীতির দিন শেষ।ব্যক্তির চেয়ে দল বড়। এশা কালার হলেন। বহিষ্কার হলেন। কিছু দুষ্টু লোক এশা কে পুরস্কৃত করলেন আওয়ামী লীগ কালার হলো।এক রগকাটা এশা লীগের গলা কেটে দিল। একজন মানুষ ।মনে রাখতে হবে ফেসবুক এখন শহরের গন্ডি পেরিয়ে পল্লী এলাকায় পৌঁছে গেছে। সব গুমরে ফাঁস হতে সময় লাগে না। দেশে মানুষের সঙখা বেশি। চাটুকার নগন্য।
১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১১
সেলিম আনোয়ার বলেছেন: রগকাটা নয় ছাত্রীদের উপর নির্যাতনের ভিডিও ভাইরাল হয়ে গেছে।ছবি আর ভিডিও বলে দেবে সব।
২| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৮
*** হিমুরাইজ *** বলেছেন: সত্য জানার পরও কিছু মানুষের দলকানা রোগ কখনই যাবে না।
১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: দলকানা দলের জন্য অনেক সময় ই বিপজ্জনক। তারা সমূহ ক্ষতি করে থাকেন।
৩| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৯
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এশা তো এখন দ্বীনে বুজুরগান!!
১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: ভলৈ বলেছেন। কোটা নাই ৯৭%এর । তারা সবাই এ দেশের মানুষ। উপরন্তু শুনা যায় কোটা র মধ্যে কিছু রাজাকার ঢুকে গেছে।
৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০২
রাজীব নুর বলেছেন: এমন কেউ নাই ফেসবুক চালায় না।
চায়ের দোকানদার, লিফটম্যান, মাছওয়ালা, কসাই, হোটেল বয় -----
১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৬
সেলিম আনোয়ার বলেছেন: ফেসবুক এখন তারকা তৈরি করে। ভালো বাসার বন্ধন তৈরি করে। আর ঘর ভাঙছে। যেকোনো মিডিয়ার চেয়ে এটি শক্তি শালী। এখন ভিডিও চ্যাট করা যায়। সবচেয়ে আপডেট খবর বোধ হয় ফেসবুকে পাওয়া যায়।
৫| ১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর+
২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ আপনাকে কমেন্টের জন্য।
৬| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ ধন্যবাদ আর নিরন্তর শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৮
কলাবাগান১ বলেছেন: "এক রগকাটা লীগের গলা কেটে দিল।"
কে কার রগ কেটেছে??? গোয়েবলসীয় রাজনীতি তো আপনি করছেন...এশা অপরাধ করেছে কিন্তু কারো রগ কাটেনি আপনারা তার হয়ে কাটছেন