নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ঐ যে ননীর পুতুল দল
যাচ্ছে করে ভুল অনর্গল।
ভিক্ষের থলি হাতে করছে হট্টগোল।
তারা নাকি মুক্তি যুদ্ধার সন্তান
দাবী তাদের রাজাকারের সন্তানেরা
যেন না পায় কোন স্থান
বিসিএস পরীক্ষায়।
রাজাকারদের মতো তাদের কথা।
আমরা জানি,
কর্ম হোক ভালো
যদিও তাদের জন্ম যথাতথা।
রাজাকার করিয়াছে মহাপাপ
সন্তানের কি দোষ তাতে?
তাই বলি
মেধা দিয়েই হোক যাচাই
চাকুরী পরীক্ষাতে।
নিজেদের তরে করিলে দাবি
কোন নিন্দা নাই,
পরের ন্যায্য যাত্রাভঙ্গ দাবি
করে কেবল দূরাচারিরাই।
নারী চায় না জেলা চায়না
মুক্তি যোদ্ধা সন্তানে চায় কোটা????
হায় কেমন ভীতু জন্ম দিলো
বীর মুক্তিযোদ্ধারা !!
কতজনে সার্টিফিকেট আজও তুলে নাই
মন থেকে তাদের তরে শ্রদ্ধা জানাই।
লক্ষ প্রাণের ত্যাগে পেয়েছি স্বাধীনতা
তার তুলনায় ক্ষুদ্র এ ত্যাগ
বাতিল হোক কোটা।
,,,.........
আমি লিখি না কবিতা। কে লেখালো কবিতা? কবিতা আমার স্বাধীনতা
২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: আমার আছে একটা পরী কোটা। একটাই কোটা ।
২| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৮
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
কোটার পক্ষে বললে চেতনা
বিপক্ষে বললে.........কার,
নিরপেক্ষ হলে মফিজ।
২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১২
সেলিম আনোয়ার বলেছেন: কোটার বিপক্ষে যারা তারা সূর্যসন্তান ।নব্য মুক্তযোদ্ধা। পরিবর্তন চাই। বৈষম্য আর কতকাল চলবে।
পক্ষে যারা তারা অথর্ব দূর্ণীতিবাজদের প্রেতাত্না ।
নিরপেক্ষ যারা তারা মৃত। অথবা বোবা বলতে পারে না ।
কেন যে এটা লিখলাম।
৯৮ ভাগ সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে আমার অবস্থান ।
৩| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৫
হাফিজ বিন শামসী বলেছেন:
মুক্তিযোদ্ধাদের সম্মান দেখানো 'কোটা' এখন 'খুটা' হয়ে দাঁড়িয়েছে। কোটা বিলুপ্তির মধ্য দিয়ে তাদের সম্মান বাঁচানো হোক।
২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কোটাধারীরাও ব্যাপরটি চাকুরীর পর লুকিয়ে রাখে। ব্যাপারটি আসলে সম্মান জনক নয় ।স্বাধীন সবাই দেশপ্রেমিক মানুষ। কেন এ কো বৈষম্য দেশকে পিছিয়ে নেয়ার জন্য । নাতি পুতি কোটা যারা বানিয়েছে তাদের মাথায় আয়োডিন কম। অথবা তার দূর্ণীতি বাজ।অসাধু লোক। কোটা বাণিজ্য বন্ধ করতে হবে তবেই এদেশের উন্নতির গতি তরান্বিত হবে ।
৪| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৭
ঢাকাবাসী বলেছেন: ভাল লিখেছেন।
২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৯
সেলিম আনোয়ার বলেছেন: + কোথায়?
এটা সহজাত কবিতা।
লিখে ফেললাম গড়গড় করে ।
আমি মেধার পক্ষে ।কোটার বিপক্ষে।
৫| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩০
পদাতিক চৌধুরি বলেছেন: কবিকে এখানে অন্য রুপে পেলাম।স্বভাব সিদ্ধ প্রকৃতি প্রেমী ছেড়ে কবি এখন সমাজ সচেতক,অন্যরুপে সমাজপ্রেমী।ভাল লাগলো।
২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৬| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০১
রাজীব নুর বলেছেন: কিছুদিন আগে মুক্তিযোদ্ধা বাছাই করার কাজ সরকার হাতে নিয়েছিল। সেখানে চলছে লক্ষ লক্ষ টাকার ব্যবসা।
২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২১
সেলিম আনোয়ার বলেছেন: হুমাযূন আযাদ স্যার সেই কবে বলেছিলেন দেশ নষ্টের অধিকারে যাবে।
কথাটি মিথ্যে বলেন নি।
৭| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৫
কাওসার চৌধুরী বলেছেন:
কোটার মজাই আলাদা।
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কোটা দিয়ে আম পেড়ে খাবো। আমাকে কি একটা কোটা দেয়া যায়?