নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
প্রিয়তমা,
এটা অতীন্দ্রিয় নয়
নয় কোন প্রবঞ্চনা।
প্রয়োজনে ফের পরখ করতে পারো
পার্থিব চোখে পর্দা ফেলোনা
চেয়ে দেখো আরো।
তৃষিত এই ওষ্ঠ যুগল
করেনা প্রতারণা।
এই হৃদয়ে চেয়ে দেখো
এখানে একটি নিবিড় দ্বীপ আছে
সেখানে কেবল তোমার বিচরণ।
ফুলের রানি সেথা যাদুর সুবাস ছড়াও
ভালোবাসার দু'হাত প্রসারিত করো।
ফাগুনের বাতায়নে প্রেমের আগুন ধরাও।
এ হৃদয়ের সবটুকু পাবে
এর চেয়ে বেশি হতে পারে না।
অমোঘ ভালোবাসা আস্বাদন করো
সময় তটিনীর মতো —থেমে থাকে না ।
জীবনের আয়ু ফুরাইতেছে প্রতিদিন
আকাশলীনা, শুনছো কি না কথা
নিখাদ প্রেমে চলো হইগো উদাসীন
ভালোবাসা ছাড়া এ জীবন যে বৃথা।
.................
উৎসর্গ: ঢঙ্গী তুমি কি বুঝোনা ।
২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৯
সেলিম আনোয়ার বলেছেন: আকাশলীনার খপ্পরে পড়লে কবিতা লিখতে সময় লাগে না। কবিতা লিখতে বাধ্য হলাম।
২| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৬
খায়রুল আহসান বলেছেন: "সময় তটিনীর মত--থেমে থাকেনা" - অমোঘ সত্য বাণী!
২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৯
সেলিম আনোয়ার বলেছেন: তারপরও আমরা সময়ের কদর করিনা। সময়ের প্রবাহে গা ভাসিয়ে দিই।
৩| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আকাশলীনার খপ্পরে পড়লে কবিতা লিখতে সময় লাগে না। কবিতা লিখতে বাধ্য হলাম।
ভালো বলেছেন।
২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা লিখিতে হলে গভীর প্রেমে পড়তে হবে। তারপর লিখতে লিখতে কবি। প্রেমিকা তাচ্ছিল্য করলে কবিতা, ভালবাসলে কবিতা হাসলে কবিতা ।.......
৪| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০২
চাঁদগাজী বলেছেন:
জিওলোজিক্যাল প্রেমের উপাখ্যা!
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ চাঁদগাজী।
৫| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
পদাতিক চৌধুরি বলেছেন: জীবন স্রোতস্বিনী , ফুরাইছে ক্ষণে ক্ষণে।তবুও যারা পেয়েছে অপার দ্বীপের খোঁজ,মধুময় হয় তরে।
অনেক ভাল লাগা রইল।
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৬| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩২
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লাগলো।
০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৭| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৩
সুমন কর বলেছেন: কবিতায় "তুমার" শব্দটি ভালো লাগেনি !! "তোমার" হলে ক্ষতি কি?
০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: জানিনা সুমন কর।
অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
৮| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৫
জাহিদ অনিক বলেছেন:
হৃদয়ের চোখেরর জল ও দ্বীপে হোক আজীবন বিচরণ সুজনের সাথে কুজনে
০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অশেষ কৃতজ্ঞতা ।
৯| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আহ! কি নিদারুণ বাসনা, কত গভীর প্রেমময় কাব্য!
কাব্য কথায় মুগ্ধতা ভাই,
১০| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৪
সেলিম আনোয়ার বলেছেন: এটা একটা কবিতা আর কিছু না। কবিতা পাঠে ভালো লাগিলে স্বার্থক কবিতা।
১১| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: আকাশ লীনা আমার বউ থাকে অনেক দূরে।
১২| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩২
সেলিম আনোয়ার বলেছেন: সুমন কর বদলিয়ে দিলাম। মাঝে মাঝে স্বাধীনতা ঘাড়ে চড়ে বসে।
১৩| ০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: ভাই কবিতা লেখার কিছু নিয়ম শিখিয়ে দেন।