নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মাহে রমযান

০৪ ঠা মে, ২০১৮ রাত ১০:০৪



মাহে রমযান আসিতেছে আমাদের ডাকিতেছে
স্রষ্টার কৃপা লাভ যেন করিতে পারি এইমাসে।

রমযান মাহিনায়
পাপের পাহাড় করিবেন ক্ষমা প্রভু
স্রষ্টারে ডাকিলে ব্যর্থ হবেনা কভু
বিশ্বাসী বান্দায়—
দিনভর রোযা আর রাতভর ইবাদত
তার সাথে হলে যোগ মানবের খেদমত
তারাবীর নামাযে স্রষ্টার তুষ্টি যে
রমযান তাই রহমতের বৃষ্টি যে।

নফলের মর্তবা এইমাসে ফরযের সমান
রমযান মাসের তাই করি আজি গুনগান
মাহে রমযান পেয়েও পেল না যে জন ক্ষমা
তার চেয়ে হতভাগা নেই আর কোন জনা।

মাহে রমযান আসিতেছে আমাদের বলিতেছে
জান্নাত যেন করি লাভ এই মহিমান্বিত মাসে।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১০:১৯

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

০৪ ঠা মে, ২০১৮ রাত ১০:২৭

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

রমযান মাস প্রতিটি মুসলমানের জন্য অতীব গুরুত্বপুর্ণ।

এই মাসে শয়তানকে শৃঙখলাবদ্ধ করা হয় ।

২| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১০:৩০

ব্লগার_প্রান্ত বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে রমজান পর্যন্ত পৌছে দিক।

০৪ ঠা মে, ২০১৮ রাত ১০:৩১

সেলিম আনোয়ার বলেছেন: আমিন।

রমযান আমাদের জন্য রহমত মাগফিরাত আর নাযাত নিয়ে আসে।

৩| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:১১

অর্থনীতিবিদ বলেছেন: অনেক সুন্দর করে আমাদের মাহে রমযানের কথা স্মরণ করিয়ে দিলেন।

০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: তা শুনিয়ে দিলাম।

এই লও কলম কবিতা প্রকাশ করবো কবিগুরুর জন্মদিনে সেটাও জানিয়ে দিলাম। :)

৪| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:২৬

আকতার আর হোসাইন বলেছেন: কবিতা ভালো লাগেনি... তবে কবিতার অর্থ বা কথাগুলো ভাল লেগেছে...

০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভালো লাগেনি জেনে ভালো লাগলো না :)

এই লও কলম ভালো লাগবে ।

৫| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন: আসছে রমজানে আমরা রমজানের মর্যাদা অক্ষুন্ন রাখবো, খাদ্যে ভেজালদ্রব্য, নোংরামী, অশালীন আচড়ন থেকে নিজে বিরত থাকবো এবং অন্যদের ও বিরত রাখবো - সম্ভব কি ? দেশ কি এই ব্যাবস্থা নিবেন ?

০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: খুব সম্ভব । সবাই মিলে প্রচষ্টা নিলে সম্ভব। রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যক মুসলমানের কর্তব্য ।

৬| ০৫ ই মে, ২০১৮ রাত ১:২৪

ওমেরা বলেছেন: আহলান সাহলান-শাহরু রামাদ্বান। পবিত্র রামাদ্বানের শুভেচ্ছা। ত্যাগ, পরিশ্রম আর তাক্বওয়াতে ভরে উঠুক আমাদের জীবন। আমরা যেন হই সত্য ও সুন্দরের পথে নিবেদিত।

০৫ ই মে, ২০১৮ রাত ১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: আমিন ।

৭| ০৫ ই মে, ২০১৮ সকাল ১১:১৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৬ ই মে, ২০১৮ দুপুর ২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৮| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৮

নতুন নকিব বলেছেন:



মাহে রমাদান নিয়ে অনন্য সুন্দর কবিতায় মোবারকবাদ।

০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও মোবারকবাদ কবিতা পাঠে ও কমেন্টে । মাহে রমাদান একে বারে আসন্ন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.