নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কি লিখিবো তাঁরে লয়ে?
লিখে গেছেন যিনি সব কাব্যকরে
কত লোকে যার কবিতার শ্লোকে
তার মরণেরও অনেক পরে
আজও আছেন মন্ত্রমুগ্ধ হয়ে,
সোনার বাংলার জমিনের বুকে।
তার গানেই প্রাণের কথা দারুন মধুর অমর গাঁথা
মিশে আছে ছন্দাকারে,
সকল খেলায় আছেন তিনি তাঁর কাছে বাঙালি ঋণি
স্মরণ করি আজ তাঁরে— শ্রদ্ধাভরে।
আজি হতে শতবর্ষ আগে
লিখেছেন তিনি কলম হাতে
বলবো শুধু সেই কলমখানা আজ আমার হাতে
লিখে দিলাম পদ্য খানা তাঁর তরে
জীবন যখন বসন্তেরই অনুরাগে—
হে কবি! হে গুরুদেব! কেমন করে?
সব অসাধারণ সৃষ্টিগুলি তোমার করে
লিখে গেছো এমন করে—বিস্ময়ে মনে প্রশ্ন করি।
কেমন করে ?কেমন করে?
দিবানিশি আজও তুমি করিতেছো বিরাজন
সোনার বাংলার ঘরে ঘরে—বাঙালির হৃদয়জুড়ে
মরণেরও অনেক পরে।
...........................
উৎসর্গ: কবি গুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর
০৬ ই মে, ২০১৮ সকাল ৯:১৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২| ০৬ ই মে, ২০১৮ সকাল ৯:৩২
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন।।
০৬ ই মে, ২০১৮ সকাল ১০:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা শাহরিয়ার কবীর।
কবিগুরুর আশু জন্মদিন উপলক্ষে আলোচনা হতে পারে।তার কর্ম নিয়ে।
যেমন তার লিখা কোন গানটি আপনার সবচেয়ে প্রিয়?
কিংবা কবিতা?
বা তার কোন সৃষ্টি।
তার বহুমাত্রিক লেখক পরিচয়ের সবকিছু ছাপিয়ে তিনি কবি। কবি গুরু। কবি আর কবিতাই বোধ হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ।সবচেয়ে সম্মানের ।
বঙ্গবন্ধুও তার একজন ফ্যান ।
৩| ০৬ ই মে, ২০১৮ সকাল ৯:৩৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
রবীন্দ্রনাথকে নিয়ে আমি একটা বই লিখেছি।
'বিকল্পহীন রবীন্দ্রনাথ'।
০৬ ই মে, ২০১৮ সকাল ১১:০১
সেলিম আনোয়ার বলেছেন: দারুনতো। আসলেই জীবনে চলার পথে রবীন্দ্রনাথ বিকল্পহীন মনে হয়।
তার কোন সৃষ্টি আপনার কাছে সবচয়ে ভালোলাগার ।
৪| ০৬ ই মে, ২০১৮ সকাল ৯:৫৩
এম এ কাশেম বলেছেন: কবি গুরুকে নিয়ে সুন্দর উপখ্যান
শুভেচ্ছা জানবেন আনোয়ার ভাই।
০৬ ই মে, ২০১৮ সকাল ১১:৪২
সেলিম আনোয়ার বলেছেন: আগামীকাল ৭মে গুরুদেবের জন্মদিন । কি করবো আজকে হাওয়ায় ভেসে আসলো এই কবিতা।
কবি গুরুর কোন কবিতা আপনার প্রিয়?? এম এ কাশেম ভাই। আপনিও তো লিখেন কবিতা ।
৫| ০৬ ই মে, ২০১৮ সকাল ১০:০৭
কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার সুন্দর একটা কবিতা।
০৬ ই মে, ২০১৮ সকাল ১১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: তিনি প্রয়াত হুমায়ূন ফরীদির প্রিয় কবি। তিনি রবীন্দ্রনাথকে আত্নস্থ করেছিলেন।
আপনার প্রিয় কবির নাম কি?
আপনার ভালোলাগে কোন কবিতা ???
৬| ০৬ ই মে, ২০১৮ সকাল ১০:৪৫
তারেক ফাহিম বলেছেন: সুন্দর ++
০৬ ই মে, ২০১৮ দুপুর ১২:০০
সেলিম আনোয়ার বলেছেন: অনেক সময়ই ভাবি কেন যে লিখি কবিতা।
মনে মনে কবিতা ঘুরোঘুরি করে বেড় হয়ে যাবে।
লিখার কি দরকার??
৭| ০৬ ই মে, ২০১৮ সকাল ১১:৫১
চাঁদগাজী বলেছেন:
অনেকদিন পর, প্রিয়তামার বিরহহীন একটি কবিতা পেলাম কবি থেকে।
০৬ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। কোনটা আপনার প্রিয় কবিতা ?
৮| ০৬ ই মে, ২০১৮ দুপুর ১২:০০
কাওসার চৌধুরী বলেছেন: একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। এ যুগের আধুনিক কবিতার বেশিরভাগের অর্থ, ভাব আমি বুঝি না। এটা আমার ব্যর্থতা। রবীন্দ্রনাথের কবিতা বরাবরই আমার প্রিয়। এছাড়া জীবনানন্দ দাশ, জসিম উদ্দীন। আর এ সময়ের নির্মুলেন্দু গুণ।
তবে ব্লগে আপনি সহ আর দুই তিনজনের কবিতা পড়ি। ভাল লাগে।
০৬ ই মে, ২০১৮ দুপুর ১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: আমি বলছিলাম কবি গুরুর কথা ।
কবি কাজী নজরুল ইসলাম আর আমারো প্রিয় কবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর।
বিদ্রোহী কবিকে কবিগুরু অনেক স্নেহ করতেন । রাত দিন চব্বিশ ঘন্টা বিদ্রোহী কবির জন্য কবিগুরুর দরজা খোলা থাকতো।
এখন কবিগুরু বেচে থাকলে হয়তো আমার জন্যও থাকতো ।
কবিগুরুর কাছে যেতাম..তারপর কবিতা নিয়ে ঝগড়া বাঁধিয়ে তবেই ফিরতাম।
নির্মুলেন্দু গুণের কয়েকটি কবিতা ভালো।
আর আমি কবিতা লিখি না।
কে লেখায় আমারে দিয়ে কবিতা??
আমার কবিতারা একদিন আকাশ স্পর্শ করবে।
একজন ভূবিজ্ঞানীর চারপাশে উদাসী বাতায়নে ঘুরে ফেরা কবিতা। ভূবিজ্ঞানী শুধু ধরবে। উল্লেখ্য আমি একজন ভূবিজ্ঞানী.....হতে পারি আগামীদিনের বাংলাদেশের সেরা ভূবিজ্ঞানী....আর তাই বলি আমার কবিতা মঙ্গল গ্রহ পারি দেবে পারি দেবে প্রক্সিমা সেন্টারাই.....অথাবা বিগ ব্যাং থিওরি উল্লেখিত কবিরা যা পারে নাই ।
০৭ ই মে, ২০১৮ ভোর ৬:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: আসলে আমি নবীশ কবি।একটু মজা করলাম।কবি গুরুর জন্মদিন বলে কথা ।হা হা হা।
ব্লগে অনেকে ভালো কবিতা লিখেন। আমার অংবঙ কবিতা। আরে যাকে নিয়ে লিখতাম সে কিন্তু অংবঙ না।
আমার অহংকার নেই কোন? মনের আনন্দে কবিতা লিখি দু:খে লিখি ।
সত্যি করে বলতে গেলে আমি লিখতে পারি না কবিতা। স্রষ্টা লিখিয়ে নেন।
৯| ০৬ ই মে, ২০১৮ দুপুর ১২:০২
কাওসার চৌধুরী বলেছেন: Click This Link
০৬ ই মে, ২০১৮ দুপুর ১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: পাঠ করেছি এবং কমেন্ট করেছি। অশেষ কৃতজ্ঞতা শেয়ারে ।
১০| ০৬ ই মে, ২০১৮ দুপুর ১:১৪
প্রামানিক বলেছেন: রবীন্দ্রনাথকে নিয়ে চমৎকার কবিতা। ধন্যবাদ
০৬ ই মে, ২০১৮ দুপুর ২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১১| ০৬ ই মে, ২০১৮ দুপুর ২:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কবিকে অনেক শুভেচ্ছা। জন্মদিনে গুরুদেবের প্রতি সেরা নৈবেদ্য। চলুক অমন বন্দনা ।
অনেক ভাল লাগা কবিকে ।
০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কবির কোন কবিতা বেশি ভালো লাগে?
গান হলে কোনটি ? তিনি আবার বাংলা সাহিত্যে প্রথম স্বার্থক ছোট গল্পকার।
তিনি ছিলেন হুমিও ডাক্তার। কত কি যে ছিলেন ।
বৃষ্টির দিনে তার কবিতা পড়িবে মনে......
ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে ......
১২| ০৬ ই মে, ২০১৮ দুপুর ২:৫৮
আবু আফিয়া বলেছেন: অনেক ভাল লাগল, ধন্যবাদ
০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ আবু আফিয়া।
কবিগুরু ছাড়া আজও কোন বক্তব্য পূর্ণতা পায় না । বঙ্গবন্ধু তার বক্তৃতায় কবিগুরু কবিতা উপমা ব্যবহার করতেন ।
১৩| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৩১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবিতার চেয়ে বড় শ্রদ্ধাঞ্জলি আর কী হতে পারে!
কবিগুরুর প্রতি যথার্থ উৎসর্গ।
০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: আজি হতে শতবর্ষ পরে
কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি
কৌতূহলভরে--
আজি হতে শতবর্ষ পরে।
আজি নববসন্তের প্রভাতের আনন্দের
লেশমাত্র ভাগ--
আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান,
আজিকার কোনো রক্তরাগ
অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে
তোমাদের করে
আজি হতে শতবর্ষ পরে।
তবু তুমি একবার খুলিয়া দক্ষিণদ্বার
বসি বাতায়নে
সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহি
ভেবে দেখো মনে--
একদিন শতবর্ষ আগে
চঞ্চল পুলকরাশি কোন্ স্বর্গ হতে ভাসি
নিখিলের মর্মে আসি লাগে--
নবীন ফাল্গুনদিন সকল বন্ধনহীন
উন্মত্ত অধীর--
উড়ায়ে চঞ্চল পাখা পুষ্পরেণুগন্ধমাখা
দক্ষিণসমীর--
সহসা আসিয়া ত্বরা রাঙায়ে দিয়েছে ধরা
যৌবনের রাগে
তোমাদের শতবর্ষ আগে।
সেদিন উতলা প্রাণে, হৃদয় মগন গানে,
কবি এক জাগে--
কত কথা পুষ্পপ্রায় বিকশি তুলিতে চায়
কত অনুরাগে
একদিন শতবর্ষ আগে।
আজি হতে শতবর্ষ পরে
এখন করিছে গান সে কোন্ নূতন কবি
তোমাদের ঘরে?
আজিকার বসন্তের আনন্দ-অভিবাদন
পাঠায়ে দিলাম তাঁর করে।
আমার বসন্তগান তোমার বসন্তদিনে
ধ্বনিত হউক ক্ষণতরে
হৃদয়স্পন্দনে তব ভ্রমরগুঞ্জনে নব
পল্লবমর্মরে
আজি হতে শতবর্ষ পরে।
কবিতা পড়ে যে কেউ ভাববে কবি তার মৃত্যু পরবর্তী সময়ের কবিদের ভাবনায় তিনি থাকবেন কিনা সে বিষয়ে দারুন কৌতুহলী ছিলেন ।
কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা ।
১৪| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: দারুনতো। আসলেই জীবনে চলার পথে রবীন্দ্রনাথ বিকল্পহীন মনে হয়।
তার কোন সৃষ্টি আপনার কাছে সবচয়ে ভালোলাগার ।
রবীন্দ্রনাথের প্রেম পর্বের গান গুলো আমার কাছে অসাধারন লাগে।
০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: ১ নম্বর ভালোলাগা কোনটি ???
আমার প্রিয় গান
আমারো পরাণ যাহা চায় ।।
১৫| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৩
মনিরা সুলতানা বলেছেন: একজন কবি'র জন্য এর চাইতে বড় পাওয়া আর কি !!!
চমৎকার লিখেছেন !!!
০৬ ই মে, ২০১৮ রাত ১১:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: তা ঠিক । তাইতো কবিগুরুর জন্য আমার এই কবিতা ।
০৭ ই মে, ২০১৮ ভোর ৬:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনিও দারুন সব কবিতা লিখছেন আজকাল। ব্লগে অনেক কবি ব্লগার আছেন । আমি কেবল কমেন্ট আর লাইক দাতা। আমিই বোধ সবচেয়ে বেশি লাইক প্রদান করে থাকি।
১৬| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
সনেট কবি বলেছেন: কবির প্রতি দারুণ সম্মান জানিয়েছেন।
০৭ ই মে, ২০১৮ রাত ১২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা । আজ কবিগুরুর জন্মদিন ।
০৭ ই মে, ২০১৮ ভোর ৬:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: চেষ্টা করেছি সনেট কবি। আপনি তো এক নিমিষে লিখে ফেলেন সনেট। বিস্ময়কর প্রতিভা।
কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমি আবেগাপ্লুত ।
১৭| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লাগল ।
০৭ ই মে, ২০১৮ সকাল ৭:০৯
সেলিম আনোয়ার বলেছেন: কবির জন্মদিনে কেহ কেকের কথা বলেন না ।
০৭ ই মে, ২০১৮ সকাল ৭:১০
সেলিম আনোয়ার বলেছেন:
১৮| ০৬ ই মে, ২০১৮ রাত ৮:৪১
দৃষ্টিসীমানা বলেছেন: আমাদের প্রিয় ব্লগটি মনে হয় আমার মত ছন্দ হারিয়ে ফেলেছে ।
০৭ ই মে, ২০১৮ সকাল ৭:৪৩
সেলিম আনোয়ার বলেছেন:
কবিগুরুর জন্য এই কেক।Princess Ariel Doll Cake
১৯| ০৬ ই মে, ২০১৮ রাত ১০:০৬
পবন সরকার বলেছেন: ভালো লাগল।
০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:২৬
সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগতেই হবে। কাকে নিয়ে লেখা দেখতে হবে ?
আমিও কিন্তু কম নই। রবীন্দ্র-নজরুল-জীবনানন্দ - সেলিম আনোয়ার কেমন মনে হয় ?
আমি কিন্তু লিখে দেবো কবিগুরু যা লিখে নাই।
আফসোস কবিগুরুতো এখন আমাদের মাঝে নাই।
নাহলে কবি নজরুলের মতো আমিও কবিগুরুকে শুনিয়ে দিতাম গুরুদেব আমি আপনাকে হত্যা করেছি.......
এই লও কলম ।
২০| ০৭ ই মে, ২০১৮ সকাল ৮:২৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবিতাটি আজও আমাকে অতীত-কাতর করে তোলে। ভবিষ্যতের প্রতি কবির কৌতূহল পাঠককে কবির জীবদ্দশায় ফিরিয়ে নিয়ে যায়। প্রথম পাঠের অনুভূতি আমি এখনও ভুলতে পারি না।
সেই অমূল্য কবিতাখানি আবারও তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপনাকে, কবি
০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ আবারো ব্লগে আসার জন্য ।
কবিগুরুর এই ১৪০০ সাল কবিতাটি একটু ব্যতিক্রম মনে হয়েছে ।
অবশ্য গানেও তা মৃত্যুর পর বিষয়ে ভাবনা প্রকাশ পেয়েছে "যেদিন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ' গানটির মাধ্যমে।
যাই হোক আমার সবচেয়ে ভালো লাগার গান আমারো ও পরাণ যাহা চায়......
বসন্তের মোহনায় নাচেই ভালো লাগে শুনতে অতটা নয় ......
সুপ্রিয় সোনাবীজ ভাইও আমার কবিতার ভক্ত ব্যাপারটি কিন্তু সামান্য নয়.....
২১| ০৭ ই মে, ২০১৮ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ১ নম্বর ভালোলাগা কোনটি ???
আমার প্রিয় গান
আমারো পরাণ যাহা চায় ।।
এইভাবে বেছে বলতে পারব না।
০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কবি প্রয়াণের পূর্বে ছবি আঁকাআঁকিতে মনোনিবেশ করেছিলেন। বয়স হলে আমারো আকাআকির ঝোক আমাকে পেয়ে বসে কিনা কে জানে ?
২২| ০৭ ই মে, ২০১৮ রাত ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: আমায় ছেড়ে দূরে থাকে সে কী করে
রাতের আধারে দিনের আলোয়
তারে ছাড়া মোর বিরাণ আলয়
মন যে কেমন করে।
দেখলে তারে নয়ন জুড়ায়
দুঃখ ব্যথা কোথায় যে লুকায়
থাকি যতই অনাদরে।
না দেখিলে তারে
হাজার খানেক সংশয়ে এ মন
দুনয়নে ঘুম আসে নারে।
আমার গানের বুলবুলিটা
আমায় ছেড়ে দূরে থাকে কেমন করে
দিনের বেলা ভেবে ভেবে কাজে মন বসে নারে
আমার গানের বুলবুলিটা একেলা থাকে কেমন করে।
©somewhere in net ltd.
১| ০৬ ই মে, ২০১৮ সকাল ৯:১২
সুইসাইড বিশেষজ্ঞ মাসুম বলেছেন: ধন্যবাদ