নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
দশমাস দশদিন মায়ের উদরে—
পুষ্টি লাভ করে,
চব্বিশ মাস তাঁর স্তন্য পান করে,
আরো কতোবছর ধরে আমাদেরে
তিলে তিলে গড়েছেন আমাদের মা;
আরাম আয়েশ তুচ্ছ করে
এমন দরদী আর কেহ নেই ভবে
ঋণ তার হবেনা আর শোধ কোনোদিনো,
স্রষ্টার কাছে তাই এই মিনতি,
অগতিরে করো গতি;
হয়না যেন কোন অবিচার
আমার দ্বারা জননীর প্রতি।
জানি জননীর চোখে ঘুম আসেনা আজো
সন্তান তাঁর আছে কেমন
কী করিলে থাকিবে ভালো এই ভেবে।
মাতো বুঝেনা কিছু সন্তান ছাড়া
শ্রদ্ধা জানাই তাঁরে —তাদেরে
এজগত সংসারে আরও যত নারী আছে—
তাঁরাও মায়ের জাতি;
তাঁরাই জগতের বাতি, থাকে না যেন অনাদরে।
স্রষ্টার কৃপায় সতত থাকুক ভালো মা
এ মম মিনতি প্রাণে আজিকের এই দিনে।
১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:২১
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
২| ১৩ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: শুভ কামনায় অশেষ ধন্যবাদ। মায়ের চেয়ে বড় কেহ নেই ।
৩| ১৩ ই মে, ২০১৮ দুপুর ১২:৫৪
আবু আফিয়া বলেছেন: মার প্রতি ভালোবাসা প্রতিটি দিন, প্রতিটিক্ষণ,
ধন্যবাদ আপনাকে
১৩ ই মে, ২০১৮ দুপুর ১:০২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ আপনাকে ।
৪| ১৩ ই মে, ২০১৮ দুপুর ১২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: বেগম খালেদা জিয়া ও একজন মা। এমন মহান দিনে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে কারাগারে বন্দী রাখা হয়েছে। দেশ মাতার প্রতি শ্রদ্ধাঞ্জলি ও শুভকামনা। তার দ্রুত মুক্তি কামনা করছি।
৫| ১৩ ই মে, ২০১৮ দুপুর ১:২৫
প্রামানিক বলেছেন: মাকে নিযে চমৎকার কবিতা। খুব ভালো লাগল। ধন্যবাদ
১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।
৬| ১৩ ই মে, ২০১৮ দুপুর ১:৫৬
কাওসার চৌধুরী বলেছেন: মা দিবসে মাকে নিয়ে লেখাটি চমৎকার হয়েছে। দিনের সেরা কবিতা নিঃসন্দেহে।
১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:১৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনার কমেন্ট প্রেরণা হয়ে থাকলো ।জানি না কয়দিন লিখতে পারবো কবিতা।
৭| ১৩ ই মে, ২০১৮ দুপুর ২:১১
সোহাগ তানভীর সাকিব বলেছেন:
"মা আমার লক্ষ্মী মা কত না সুন্দর!
তোমার মুখখানা দেখলে ভরে অন্তর।"
পৃথিবীর সকল মায়ের প্রতি রইল আমার হাজার সালাম।
১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:২০
সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা জানবেন।
৮| ১৩ ই মে, ২০১৮ দুপুর ২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: মায়ের চরণতলে সন্তানের বেহেশত।
৯| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৩:১৪
মুহাম্মদ আরিফ হোসেন বলেছেন: ভালবাসা মায়ের জন্য
২০ শে মে, ২০১৮ রাত ৮:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন। আপনার জন্য নিরন্তর শুভকামনা রইলো।
১০| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৩:২৭
মোছাব্বিরুল হক বলেছেন:
বিরাম চিহ্ন বিহীন এক অতি চমৎকার কবিতা। ধন্যবাদ সুন্দর কবিতার জন্য। তবে সেলিম ভাই দয়াকরে বিরামচিহ্ন দেন -
যেন আজ এই দিনে কারো প্রাণ নাহি যায়
আবারো ধন্যবাদ। অনেক শুভ কামনা।
২০ শে মে, ২০১৮ রাত ৮:০৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
১১| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৪:২৪
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক করে দেবো।
১২| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৩
রাজীব নুর বলেছেন: কাওসার চৌধুরী বলেছেন: মা দিবসে মাকে নিয়ে লেখাটি চমৎকার হয়েছে। দিনের সেরা কবিতা নিঃসন্দেহে।
সহমত।
২০ শে মে, ২০১৮ রাত ৮:১৩
সেলিম আনোয়ার বলেছেন: লেখা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
১৩| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: ওভাবে ই লিখিয়ে নিলো। তিনি ই জানেন কেমন হলো।
১৪| ১৩ ই মে, ২০১৮ রাত ৯:১৬
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।
১৪ ই মে, ২০১৮ দুপুর ২:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১| ১৩ ই মে, ২০১৮ দুপুর ১২:২৩
মোস্তফা সোহেল বলেছেন: সব মায়েরা ভাল থাকুক।