নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কে তুমি হে কবি
আমারে লয়ে লিখিছো কবিতা
আমি তো নহি গুরুদেব কবি অথবা বিদ্রোহী নজরুল।
ভালোবাসিয়া যারে বাঁধিতে পারিনি ঘর
কষ্ট লাগে প্রাণে এই ভাবিয়া অবনীর পরে
ভালোবাসাই বুঝি ভুল।
তাঁর বিহনে শূন্য ভূবনে
কাটাইছি বেলা কত না আনমনে
দুঃখ লয়ে প্রচণ্ড অভিমানে
তপ্তমরুর বুকে।
কে তুমি হে কবি
লিখিতেছো কবিতা এই অভাগাদের নিয়া,
কতো ভালোবাসার আধার তুমি!
আমি হইতেছি হয়রান তা খুঁজিয়া খুঁজিয়া!
তোমাদের ভালোবাসায় সিক্ত হইয়া
আছিগো আমি বেঁচে আজো এই অবণীর পরে
কবিতা লিখিয়া লিখিয়া।
কে তুমি হে কবি
বাসিতেছো ভালো মুরে-নিস্বার্থ ভালোবাসা
শ্রদ্ধা জানাই তোমায় এই কবিতাখানি লিখিয়া।
...…...........
উৎসর্গ: সনেট কবি, লিখিলাম কবিতা তাঁরে ভালো বাসিয়া।
১৪ ই মে, ২০১৮ দুপুর ১২:০৬
সেলিম আনোয়ার বলেছেন: আমার পোস্ট ৯০০ হলো। কবিতা বোধ হয় লেগেছে ভালো।
কমেন্টে আর পাঠে অশেষ কৃতজ্ঞতা।
এই কবিতা পাঠ করার সময় যদি কারো চোখে অশ্রু ঝরে আমি দায়ি না।
কবিতা তো কাঁদবেই সে নিয়েছে বেছে বেনাজল।
২| ১৪ ই মে, ২০১৮ সকাল ৮:২৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার ছন্দ।
১৪ ই মে, ২০১৮ দুপুর ১:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা আর নিরন্তর শুভকামনা।
৩| ১৪ ই মে, ২০১৮ সকাল ৮:৩২
সোহাগ তানভীর সাকিব বলেছেন: একজন কবিকে নিয়ে আরেকজন কবির অমর সৃষ্টি।
১৪ ই মে, ২০১৮ দুপুর ১:৫০
সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা কমেন্ট আর পাঠে। আসলে সনেট কবির উদারতা দৃষ্টান্ত দেয়ার মতো। আমাকে নিয়ে কবিতা লিখে চির ঋণী করেছেন। কবিতার নাম দিতে পারতাম ঋণ শোধ।
আশা করি ভালো আছেন খুব। পাঠকের মন্তব্য কবির সঞ্জীবনী শক্তি ।
৪| ১৪ ই মে, ২০১৮ সকাল ৮:৪৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ছন্দ অনেক সুন্দর হয়েছে।
১৪ ই মে, ২০১৮ দুপুর ২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা রইলো।
৫| ১৪ ই মে, ২০১৮ সকাল ৮:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: আমি লিখি না কোন কবিতা সকাল বেলা এই কবিতা আমার দখিনের বাতায়নে করিতেছিল ঘুরাফেরা আমি ধরিয়া ফেলিলাম। কারে কারে লয়ে লিখিলাম ? জানিনা।
৬| ১৪ ই মে, ২০১৮ সকাল ৯:০০
সনেট কবি বলেছেন: আপনার উপহারে কৃতজ্ঞ হলাম প্রিয় কবি।
১৪ ই মে, ২০১৮ বিকাল ৪:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অশেষ কৃতজ্ঞতা। আপনার ভালোবাসার প্রতিদান কবিতায় দিলাম। সনেট কবি ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।
৭| ১৪ ই মে, ২০১৮ সকাল ৯:৩৯
রাজীব নুর বলেছেন: কবিতার প্রতিটা শব্দ বুকের গভীর থেকে উঠে এসেছে।
১৪ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
৮| ১৪ ই মে, ২০১৮ সকাল ৯:৪৬
আকতার আর হোসাইন বলেছেন: একজনের জন্যে আরেকজনের অনবদ্য কবিতা। ভালো লেগেছে।
১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো । অশেষ কৃতজ্ঞতা জানবেন সুন্দর কমেন্টের জন্য।
৯| ১৪ ই মে, ২০১৮ সকাল ১০:০৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল কবি ভাই!
আপনারা কবিতা কোন ছন্দে লিখেন? আমি অর্বাচীন বুঝতে পারি না!!!!
অমিত্রাক্ষর?? নাকি মুক্তছন্দ????
নাকি গদ্যছন্দে????
১৪ ই মে, ২০১৮ সকাল ১১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: এই তুমি শুনো ।
এই টা হলো সেলিম আনোয়ার প্রোডাক্ট।
অনবদ্য ছন্দ । রবীন্দ্র নজরুল কাগজে কলমে আছে
আমি জীবন্ত কলম। ঢঙ্গী হলো আমার কাগজ।
ঢঙ করে বসে থাকে।
রবি কবির ২ কবিতা
নজরুল এর ও ২টা
আমার ও তাই। ছয়টি কবিতার মধ্যে আমার একটাই সেরা কবিতা।
সব ছন্দ এর পরে আমার নিজের ও ছন্দ আছে।
এসব অর্বাচীন প্রশ্ন আমারে করবা না।
তুমি কি বুঝেছ আমি ই সেরা। যেমন সেরা আমার কবিতা।
১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: এইটা কোন ছন্দে লিখলাম????? সুপ্রিয় ব্লগার
এই তুমি শুনো আরো একবার
অজুহাত মানবোনা কোন আর
কবে আমার হবে
মরুভূমির বুকে একপশলা বৃষ্টির মতো
ঝরবে অবিরত
আমি শুধু ছুঁয়ে দিবো
তার পর ভিজে যাবো
শ্রাবণ জলে সোঁদা মাটির মতো
শুনতে পেয়েছো কিনা
আমি ছাড়া কি দাম আছে
তোমার নভোমন্ডলে
যেখানে আমিই নভোচারী
তোমার আঁধার আকাশে আমি কেবল
পূর্ণিমা তিথির চাঁদের মত
বিলিয়ে দিই রুপোলি আলো
বাকী সব হতাশার তিমির আঁধার
আমি ভেঙে দেবো বাধার পাহাড়
এক হাঁটু জল ভেঙে তুমি
হবে খেয়া পার
আরো কি শুনার আছে
এই তুমি শুনো
আমার কলমের কালি
তোমার সাদা কাগজে
লিখে দেবে একটি অনবদ্য কবিতা
তারপর পড়ে নিও রাতভর
এই তুমি শুনো
পাতিয়া কর্ণ কুহর
১০| ১৪ ই মে, ২০১৮ সকাল ১০:২৬
তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর
১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন।
১১| ১৪ ই মে, ২০১৮ সকাল ১০:৫৯
নীলপরি বলেছেন: খুব ভালো লিখেছেন । ওনার প্রতি শ্রদ্ধা ।
১৪ ই মে, ২০১৮ রাত ৮:০৮
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। সনেট কবি আমাদের অনেক কবি কে নিয়ে কবিতা লিখে তাদের সম্মানিত করেছেন। তিনি আমাদের শ্রদ্ধেয়। তাই তাকে কবিতা উৎসর্গ করা। তিনি সনেট লিখে ফেলেন অনায়াসে।১৪ মাত্রার কবিতা লেখায় তার জুরি মেলা ভার। তার উদারতায় আমি মুগ্ধ । বিমোহিত। কত জনের অহঙ্কার এ মাটিতে পড়ে না। কারো পোস্টে কমেন্ট করলে জাত যায় এমন অবস্থা। আর উনি কবিদের গুণকীর্তন করে কবিতা লিখছেন।এটা কিন্তু বিশাল ব্যাপার।
১২| ১৪ ই মে, ২০১৮ সকাল ১১:২২
কাওছার আজাদ বলেছেন: সনেট কবিতা ইজ্রিয়েল। অনেক সুন্দর হয়েছে ভাই।
১৪ ই মে, ২০১৮ রাত ৮:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। আপনার জন্য নিরন্তর শুভকামনা রইলো।
১৩| ১৪ ই মে, ২০১৮ সকাল ১১:৩২
শাহরিয়ার কবীর বলেছেন: প্রিয় দুই কবির জন্য অনেক অনেক শুভ কামনা রইল ।।
১৪ ই মে, ২০১৮ রাত ৮:২৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনার জন্য ও শুভকামনা রইলো।
১৪| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:১২
কথার ফুলঝুরি! বলেছেন: শুধু ভালো লেগেছে কিংবা অনেক বেশী ভালো লেগেছে বললে যেন কম হয়ে যাবে। ভাষা যেন খুজে পাচ্ছিনা বলার প্রশংসা করার
১৪ ই মে, ২০১৮ রাত ৯:১৫
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ কমেন্টে ও ভালো লাগায়। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
১৫| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:২২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
অনেক ধন্যবাদ।
১৪ ই মে, ২০১৮ রাত ৯:২০
সেলিম আনোয়ার বলেছেন: আবারো ধন্যবাদ আপনাকে কমেন্টের জন্য। ভালো থাকবেন সবসময় ।
১৬| ১৪ ই মে, ২০১৮ রাত ৮:৩২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবি, কবিতায় এবং সনেট কবি'র প্রতি শ্রদ্ধা।
১৪ ই মে, ২০১৮ রাত ৯:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা জানবেন। সনেট কবি আমাদের ফরিদ ভাই উদারতায় তার তুলনা নাই।
১৭| ১৫ ই মে, ২০১৮ রাত ৩:৩০
শিখা রহমান বলেছেন: দু'জন কবিকেই শুভকামনা ও মুগ্ধতা। কবিতা বরাবরের মতোই সুন্দর লিখেছেন।
১৫ ই মে, ২০১৮ দুপুর ২:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
১৮| ১৫ ই মে, ২০১৮ ভোর ৬:০২
কাওসার চৌধুরী বলেছেন: "এই কবিতা পাঠ করার সময় যদি কারো চোখে অশ্রু ঝরে আমি দায়ি না।
কবিতা তো কাঁদবেই সে নিয়েছে বেছে বেনাজল।
চমৎকার বলেছেন।
১৫ ই মে, ২০১৮ দুপুর ২:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। এটা নিছক কবিতা ।
এরকম আছে লাখো কবিতা ।
১৯| ১৬ ই মে, ২০১৮ দুপুর ২:৪১
জাহিদ অনিক বলেছেন:
যা'কে নিয়ে কবিতা লেখা হয় সে তো আরাধ্য !
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০১৮ সকাল ৮:১০
চাঁদগাজী বলেছেন:
শব্দে ছন্দে অনুপম মহিমায় বিকশিত পংক্তিমালা