নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তুমি আসবে ভালো বাসবে

১৫ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৫

তুমি আসবে ভালো বাসবে
এটাই চাই,
তোমারে ছাড়া বেদনা ভরা
ভূবনটাতে থাকিতে না চাই।

এবার তবে আসো,
ভালো বাসার ডালি নিয়ে;
তুমি ছাড়া এই জীবন বড্ড অসহায়।

খোঁপার ঐ গোলাপ দিয়ে
ভালো বাসায় দিও রাঙিয়ে
আর কিছু না চাই।

তুমি আসবে কাছে টানবে
সদা করি এই প্রত্যাশা মনে;

পূর্ণিমার চাঁদ বিলোবে আলো
সকল বাধা তুচ্ছ করে দুজনে বাসিবো ভালো
মহেন্দ্র এই ক্ষণে।

মন্তব্য ২৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

অর্ক বলেছেন: বেশ লিখেছেন সেলিম ভাই, এর থেকে সহজ ভালো কবিতা হতেই পারে না! শুভেচ্ছা জানবেন, ভালো থাকবেন!

১৫ ই মে, ২০১৮ রাত ৮:১২

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ আপনাকে কমেন্টের জন্য নিরন্তর শুভকামনা রইলো।

২| ১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ আপনাকে কমেন্টের জন্য। এই কবিতা ঝুলে থাকবে অন্তত কয়েক দিন।

৩| ১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: +

১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

সেলিম আনোয়ার বলেছেন: প্রিয় কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা কামনা রইল।

আপনি সহ একঝাঁক কবি গল্পকার যাদের কাছে আমার কবিতা লিখার হাতে খড়ি সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা।
প্রথমেই গুলশান ফেরদৌস জানা এবং ও আরিলড যাদের মাধ্যমে বাংলাব্লগ এর যাত্রা শুরু তাদের কৃতজ্ঞতা জানাই।
ব্লগিং যাত্রায় যাদের হাত ধরে আমার পথচলা কবি সাইমুন , শায়মা হক, কান্ডারী অথর্ব, একজন আরমান,অন‍্যমনষ্ক শরৎ, কাল্পনিক ভালোবাসা, আরজুপনি,এ টি এম মুস্তফা কামাল, আশরাফুল ইসলাম দূর্জয়,হানিফ রাশেদীন,অলয়েজ ড্রিম, সজীব , আরজুপনি, মেহজাবিন জুন, আমিনুর রহমান, শিপু ভাই, ঘুড্ডির পাইলট নীল সাধু প্রমুখের কাছে আমি ভীষন ভাবে ঋণী।

বিশেষ করে শিপু ভাই এবং ঘুড্ডির পাইলট তাদের অবদান অসামান্য। গিয়াস উদ্দিন লিটন আহমেদ জিএস মইনুদ্দিন মঈনুল এস আর জনি সুমন কর তাদের থেকে আমি ভীষন অনুপ্রাণিত। আরেক জন হলেন মামুন রশিদ ভাই। সবাইকে অশেষ কৃতজ্ঞতা জানাই।
আপনাকে আবারো ধন্যবাদ। =p~

২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: আমার প্রথম কবিতা অষ্টম শ্রেণীতে থাকা অবস্হায় লেখা।সেটি ছিল ২১ এ ফেব্রুয়ারি নিয়ে।

৪| ১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সুন্দর কবিতার জন্য লেখককে জোড়া কবুতর উপহার দেয়া হোক!!!;)

১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: এর আগের টা আপনার কমেন্টের জবাবের জন্য লিখেছি। কবিতা টি পাঠের আমন্ত্রণ থাকলো।

৫| ১৫ ই মে, ২০১৮ রাত ৮:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আহা! কবি ভাই?

দু-একটা ছড়া লিখুন। কবিতা বুঝতে পারি না।।:(

১৫ ই মে, ২০১৮ রাত ৮:১১

সেলিম আনোয়ার বলেছেন: এটা সহজ করে লিখা না বুঝার কিছু নেই ছড়া লেখার অনেক মানুষ আছেন। অসাধারন ছড়া লিখে থাকেন তাদের টা পড়তে পারেন।

৬| ১৫ ই মে, ২০১৮ রাত ৮:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয়!
সত্যি কথা বলতে কি?
"মানুষ নাকি প্রেমে পড়লে আর ছ্যাকা খেলে কবি হয়"/ "কবিদের সংখ্যা নাকি...." কলেজে থাকতে এই দুটি কথা শোনার পরে কবিতার প্রতি আমার একটা ফোবিয়া কাজ করে।।:(


একটা সহজ কবিতা, যেটা সবাই বোঝে! কিন্তু আমার কাছে সেটা কঠিন মনে হয়!!:(
আমি আমুদে মানুষ। সবার সাথেই ঠাট্টা করি, আশাকরি রাগ হবেন না।;)

১৫ ই মে, ২০১৮ রাত ৮:২৮

সেলিম আনোয়ার বলেছেন: বলা সহজ করা কঠিন। হ্যাঁ আমরা হয় তো সবাই কবিতা লিখি কিনতু সবাই কবি ন ই।
বৃহৎ অর্থে সবাই কবি। আপনিও হতে পারেন নাহলে অন্যের ছড়া দিয়ে পোস্ট দিতেন না।
কবি নজরুল কে অনেকেই ব্যাঙ্গ করতেন। কলকাতার হিন্দু কবিরা দলবেঁধে প্রতি রবিবার তার কবিতার ব‍্যাঙ্গ করতেন।

৭| ১৫ ই মে, ২০১৮ রাত ৮:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কবি ভাই!

কাল থেকে কেন জানি বারবার লগআউট হয়ে যাচ্ছে!!(১ ঘন্টায় ৫-৬বার লগইন করলাম)
মেজাজ গরম হয়ে যাচ্ছে!! X(
কেন এটা হচ্ছে বলতে পারেন???

১৫ ই মে, ২০১৮ রাত ৮:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: এটা ব্লগ কর্তৃপক্ষ বলতে পারবেন। সার্ভারে সমস্যা থাকলে এমন টা হতে পারে। আপনি তো পুরাতন ব্লগার এসব জানার কথা। এই যে সমস্যাটি উল্লেখ করলেন দেখবেন ঠিক হয়ে যাবে ।

৮| ১৬ ই মে, ২০১৮ রাত ১:১৬

এম ডি মুসা বলেছেন: সুন্দর প্রেম মনে জেগেছ ।
সেলিম আনোয়ার ভাই, ভালো লেগেছে!

১৬ ই মে, ২০১৮ সকাল ৭:৩২

সেলিম আনোয়ার বলেছেন: এখনো আসেনি। :(

৯| ১৬ ই মে, ২০১৮ সকাল ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: যদি বাঁধা দেন বিধাতা
হবে কি তা-
কেনো করো তাগাদা
করিতে কাজ তাঁরে
যদি জেনে থাকো
জীবন তার সময়ানুবর্তিতার
ফ্রেমে বাঁধা।
যে কলম সত‍্য লিখে চলে
যে ঠুটে বলে ওঠে স্বয়ং বিধাতা।
কেন বুঝো না তা
বিধাতা করিলে অনুমোদন
বিলম্বিত হতে পারে

১০| ১৬ ই মে, ২০১৮ সকাল ১১:১২

রাজীব নুর বলেছেন: যে নেশায় বুদ হয়ে থাকি সে তো তুমি ই।

১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টের জন্য অশেষ কৃতজ্ঞতা জানবেন। কবিতা লিখলেই কবি হওয়া যায় না।
এমন কেউ থাকতে পারে যে লিখে তাই কবিতা।

কবি গুরু ও বিদ্রোহী কবি নজরুল কে আমি যে লালন করি তাদের নিয়ে কথা আমি বলতে ই পারি এ আমার অধিকার।

১১| ১৬ ই মে, ২০১৮ দুপুর ১২:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন++

১৯ শে মে, ২০১৮ রাত ৩:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।

১২| ১৬ ই মে, ২০১৮ দুপুর ১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সালমান

মগ্ধ নয়নে দেখি তারে
অপার মায়ায় গড়েছেন যারে
বিশ্ব বিধাতায়-
অপলক দৃষ্টিতে দেখি কত মিষ্টি যে
যতই দেখি তৃষ্ণা মেটে না নারে
আর কিছু না চাই।
দেখি সন্তান যখন মায়ের কোলে
যেন পূর্ণিমার ঐ শশি দোলে
নীল আকাশের গায়।

১৩| ১৭ ই মে, ২০১৮ রাত ৮:১৯

ইনাখ বলেছেন: যদি সে নাই আসে
যদি না ভালোবাসে
তবুও তার অনন্ত প্রতীক্ষায়
দিনান্তের মুহূর্তগুলো যে যায় !

কবিতায় ভালোলাগা |

২০ শে মে, ২০১৮ রাত ৮:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা রইলো।

১৪| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৮

ওমেরা বলেছেন: জী আসবে তো ভাইয়া অপেক্ষা করেন ! কবিতা সুন্দর হয়েছে ।

২০ শে মে, ২০১৮ রাত ৮:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং শুভকামনায় অশেষ কৃতজ্ঞতা জানবেন।

১৫| ২১ শে মে, ২০১৮ দুপুর ১২:৩২

বৃষ্টি বিন্দু বলেছেন: কবিতা ভাল লাগলো কবি ভাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.