নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
চল্লিশের আকাশে মেলেছি পাখা
একহাতে দ্রোহ মোর
আর হাতে মানবতা মাখা—
এখনো ঢের আছে কলমে কালি
এখনো হয়ে আছো প্রেরণা তুমি তাতে
নিয়ে ভালোবাসার ডালি হাতে।
একটি গোলাপ ফুল তোমার করে
ভালোবাসার বুকিটি সঙ্গী করে
রয়ে যাবে নিরবে অটুট বন্ধন
পৃথিবীর সবচোখে ধূলো দিয়ে
আমাদের দুজনের মাঝে।
হতাশার তিমিরে ও ফুটাবো বর্ণিল আলোকচ্ছটা
একদিন সাত আসমান মেঘ কেটে যাবে।
প্রস্তরে ফুটবে পলাশ শিমুল
একদিন গগণের বুক থেকে পড়বে খসে
লালসার হিংস্র থাবা।
একদিন সত্য মাথা উঁচু করে দাঁড়াবে
এই হৃদয় তোমার পথ হারানোর অনন্ত আকাশ।
বারংবার তুমি এখানেই হবে লীন
সময় পড়েছে বাঁধা ফুলেল ফ্রেমে
বৃষ্টির নূপুর পায়ে জৈষ্ঠ্যের উষ্ণতা নিয়ে
মায়ার আলিঙ্গনে।
২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:৩০
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার বয়স চল্লিশের কোঠায় পড়িল। নতুন করে শুরু করতে হবে।
২| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৩
সামিয়া বলেছেন: Nice
২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। এটাকে নবযাত্রা বলা যায়।
৩| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৬
সৈয়দ ইসলাম বলেছেন: আনোয়ার ভাই,
অসংখ্য ভালবাসা জানবেন।
ও হ্যা, ইসলামি দৃষ্টিতে আপনি এখন নেতৃত্বের পরিপূর্ণ বয়সে উপনীত হয়েছেন। নবিজী (স) কিন্তু চল্লিশ বছর বয়সেই নবুয়ত প্রাপ্ত হয়ে শুরু করেন উম্মতকে নিয়ে নতুন পথ চলা। নবীজির উম্মত হিসেবে আপনার এ নতুন পথ চলা হোক আগামী প্রজন্মের জন্য আলোকবর্তিকা।
২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট।
সুস্বাগতম লিডার শিপ।
দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সামনে এগুনোর পালা।
এখন ই শুরু হোক।
নিরন্তর শুভকামনা আপনার জন্য।
৪| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: এই টা কি? কবিতা লাগেনা ভালো?
৫| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৩
চাঁদগাজী বলেছেন:
এখন আর নতুন ভালোবাসার দিন নেই, যা আছে সেটাই আসল।
২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১২
সেলিম আনোয়ার বলেছেন: আমি ও তাই বলি। আমি কঠিনেরে ভালো বাসিলাম। কারণ কঠিন করে না প্রবঞ্চনা।
৬| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৩
নিশাচড় বলেছেন: সাবলিল উপস্থাপনা। দারুন লেগেছে, ভালো লাগা রইলো।
২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
৭| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
সনেট কবি বলেছেন: দারুণ কবিতা।
২৭ শে মে, ২০১৮ রাত ৩:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
৮| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
ওমেরা বলেছেন: সেলিম ভাইয়া কবিতা আমার পছন্দ লাগছে।
২৭ শে মে, ২০১৮ রাত ৩:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
৯| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কবি মেজাজ হট ছিল!!!
৭ নাম্বার কমেন্ট ডিলেট করেন!!
পিলিজ....
২৭ শে মে, ২০১৮ রাত ৩:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট ডিলিট করা হলো। ভালো থাকুন অনেক। ধন্যবাদ আপনাকে।
১০| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
পাখায় ভর করে আমাদের সময়ও উড়ে উড়ে যায় কল্পনা থেকে আরেক রঙিন কল্পনায় , বাস্তব থেকে আরেক কঠিন বাস্তবে । আর এমনি করেই সত্য মাথা উঁচু করে দাঁড়ায় একদিন ।
ভালো হয়েছে কবিতা ।
২৭ শে মে, ২০১৮ রাত ৩:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: আপনার কমেন্ট মানেই বিশেষ কিছু।
ভালো থাকবেন সবসময় আর মনে রাখবেন এই আমাকে। নিরন্তর শুভকামনা।
১১| ২৬ শে মে, ২০১৮ রাত ৮:২৪
অর্ক বলেছেন: অপূর্ব সেলিম ভাই, ক্লাসিক একটা কবিতা! মুগ্ধতা প্রচুর! জয় হোক কবি ও কবিতার।
২৭ শে মে, ২০১৮ রাত ৩:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা আছে এবং থাকবে। জীবন সামনে দিকে এগিয়ে যাবে। সঙ্গে কবিতা ও। হয়তো নিরবেই অথবা আযান দিয়ে।
১২| ২৬ শে মে, ২০১৮ রাত ৯:৩৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: ছবিতে আর কবিতায় মাখামাখি।
মনটা ভরে গেল।
২৭ শে মে, ২০১৮ ভোর ৫:১০
সেলিম আনোয়ার বলেছেন: একটা পাখি উড়ছে। তার দুডানায় ভর করে । একটা ডানা আমি আরেকটা ও। কবিতা এটুকুই। এটা একটা প্রতিশ্রুতি। সামনের দিকে এগিয়ে যাওয়ার। জীবন টা এমন ই। থেমে থাকবে না। থেমে থাকা মৃত্যুর মতো।
১৩| ২৬ শে মে, ২০১৮ রাত ১০:২১
সেলিম আনোয়ার বলেছেন: সনেট কবি কবিতা পাঠেও কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
১৪| ২৬ শে মে, ২০১৮ রাত ১০:৫৫
মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ ভাল লাগা
২৭ শে মে, ২০১৮ সকাল ১১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা।
১৫| ২৬ শে মে, ২০১৮ রাত ১১:৩৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতায় ভালোলাগা।
২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা।
১৬| ২৭ শে মে, ২০১৮ রাত ১২:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতায় ভালো লাগা রইলো ++++
২৭ শে মে, ২০১৮ দুপুর ১:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা।
১৭| ২৭ শে মে, ২০১৮ রাত ১:৩৩
অলিভিয়া আভা বলেছেন:
একটি গোলাপ ফুল তোমার করে
ভালোবাসার বুকিটি সঙ্গী করে
রয়ে যাবে নিরবে অটুট বন্ধন
পৃথিবীর সবচোখে ধূলো দিয়ে
আমাদের দুজনের মাঝে। - কি চমৎকার আহ্বান ! একটি গোলাপ তোমার করে ভালোবাসার বুকিটি সঙ্গী করে, আচ্ছা বুকিটি অর্থ কি ?
কবিতা ভালো লেগেছে। ভালো থাকবেন।
২৭ শে মে, ২০১৮ দুপুর ২:২৭
সেলিম আনোয়ার বলেছেন: ফুলের তোড়া।
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন আপনার জন্য নিরন্তর শুভকামনা রইলো।
১৮| ২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৪৬
রাজীব নুর বলেছেন: গত কয়েকদিন আপনার কবিতা পাইনি।
কোঠায় ছিলেন??
বেশ সুন্দর লিখছেন।
২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কবি নজরুলের সম্মানে কবিতা বন্ধ রেখেছি।
১৯| ২৭ শে মে, ২০১৮ দুপুর ২:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে,পাঠে এবং ভালো লাগায় নিরন্তর শুভকামনা।
২০| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৩:২৩
শিখা রহমান বলেছেন: সুন্দর লিখছেন কবি। নবযাত্রা শুভ হোক।
"এখনো ঢের আছে কলমে কালি" আসলেই!!
সুন্দর সব কবিতায় ভরে উঠবে ব্লগ ও জীবন এই শুভকামনা রইলো।
ভাল থাকবেন কবি।
২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
২১| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:১৭
বিজন রয় বলেছেন: আপনি এত এত কবিতা লিখলেন তবু নিজেকে ভাঙতে পারলেন না।
নাকি ইচ্ছে করে করেন এসব, জানিনা।
নতুনত্ব চাই।
২৭ শে মে, ২০১৮ রাত ১০:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কেমন নতুনত্ব চান ? সবতো সময়ের সঙ্গে বদলায়।
২২| ২৮ শে মে, ২০১৮ সকাল ১০:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: দেশের পক্ষে মানুষের পক্ষে আদর্শের পক্ষে হবে।
২৩| ২৯ শে মে, ২০১৮ সকাল ৯:১৩
অলিভিয়া আভা বলেছেন:
কবিতাটি আবার পড়তে এলাম !
সময় পড়েছে বাঁধা ফুলেল ফ্রেমে
বৃষ্টির নূপুর পায়ে জৈষ্ঠ্যের উষ্ণতা নিয়ে
মায়ার আলিঙ্গনে। এই লাইনগুলো চমৎকার
২৯ শে মে, ২০১৮ সকাল ৯:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: যতবার খুশি পড়তে থাকুন সে যে আমার শীতের চাদর গ্রীষ্মের দাবদাহে দখিনের হাওয়া।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন।
ভালো থাকবেন সবসময়।
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:২৭
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় অনেক ভাললাগা রইল ।