নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তোমার খোঁপার ফুল গো

০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:০১

তোমার খোঁপার ফুল গো

ভাসাও যদি নদীর জলে
দুঃখ তুমি পাওগো- দুঃখ তুমি পাও।
বেদনার বেনাজলে—
তোমার কাজলকালো দুনয়ন যদি ভাসেগো
সহিতে নাহি পাইগো,
জলে ভাসা খোঁপার ফুল তুমি খোঁপায় তুলে নাও গো,
খোঁপায় তুলে নাও।

সুগন্ধি তেল মেখে তোমার দীঘল কালো কেশে
হাওয়ায় হাওয়ায় সুবাস তুমি ছড়াওগো
সুবাস তুমি ছড়াও।
ভালো বাসার ফুল তুমি খোঁপায় তুলে নাও।

রেখোনা অনাদরে ভালোবাসাটারে
তাঁরে বুকে জড়িয়ে নাও গো
কাছে টেনে নাও।

তোমার নাকের সোনা সেতো চাঁদের কণা
নাকে পরে নাও গো তারে রেখোনা অনাদরে
তোমার খোঁপার বাঁধন করিয়া যতন
ফুল খোঁপায় তুলে নাও
ফেলনা আর জলে তারে অবহেলে
ভালোবাসার ফুল বুকে জড়িয়ে নাও।

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে+


কবিতার ছবি কই ? :P

০২ রা জুন, ২০১৮ রাত ১০:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: ছবি দিলাম নেট থেকে । এখন খুশিতো?? :)

২| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:২৯

কাইকর বলেছেন: বাহ+++++

০২ রা জুন, ২০১৮ রাত ১০:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইলো ।

৩| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:৫২

অলিভিয়া আভা বলেছেন: তোমার নাকের সোনা সেতো চাঁদের কণা দারুণ ইমেজেরি। খুব ভালো লাগলো কবি

০২ রা জুন, ২০১৮ রাত ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য ।

৪| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

সনেট কবি বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা।

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।

৫| ০১ লা জুন, ২০১৮ রাত ৮:১৭

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্ট ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন আপনার জন্য নিরন্তর শুভকামনা রইলো।

৬| ০১ লা জুন, ২০১৮ রাত ১০:৫৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালোবাসার কবিতা।। কবিতা ভালো লেগেছে।

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা ।

৭| ০২ রা জুন, ২০১৮ সকাল ১০:৫২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৮| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন আপনার জন্য নিরন্তর শুভকামনা রইলো রাজীব নুর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.