নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
লওগো অবসর
ক্ষণিকের অবসর লওগো সখি
কর্ম যজ্ঞ থেকে—
প্রতিক্ষার দহনে পুড়ছি যেন
প্রাগৈতিহাসিক কাল থেকে।
থাকে যদি মোর অপরাধ—
করোগো মোরে ক্ষমা,
খোদার কসম ভালোবাসা নহে অপরাধ।
মিনতি করি অনন্ত প্রতীক্ষার করগো অবসান,
ভালোবাসার অর্ঘ্য সখি করোগো মোরে দান।
ভালোবাসার কতো কথা জমাটবাঁধা এই বুকে
একসাগর তৃষ্ণা যেন জমেছে মোর চোখে।
তোমায় ভালোবাসবো বলে আছি যে কৌতূহলে
ভালোবাসা মম উছলিয়া ওঠে যৌবনের অনুরাগে।
তোমার মনের গোপন কুঠুরিতে দাওগো মোরে স্থান
অঙ্গ আমার যায় জ্বলিয়া করিতে সেথা স্নান।
রহিতে পারিনা, সখি সহিতে পারিনা,
তোমার তরে আমার মনে পুঞ্জীভূত প্রেম
যেন আজি খোলা আসমান।
রূদ্ধ কপাট খোলো
নিজেকে কেনো আড়াল করো ?
মেঘলা রাতে মেঘের আড়ালে
লুকোনো চাঁদের মতো।
আদরিনীগো এই উতলা মন
অশান্ত এখন, শুধু তোমার লাগি,
আছে জেগে রুপোলি চাঁদ আর আমি জাগি,
সাগরের বুকে জেগে উঠা দ্বীপের মতো।
যেমতি যৌবন জাগে ভরানদীর বাঁকে বাঁকে
সজনী গো তেমনি অনন্ত যৌবনা তুমি যৌবনের অনুরাগে।
দু'চোখে মোর লেগেছে যে নেশা,
নিশিদিন সেথা কেবল তোমার অন্বেষা।
এমন বাদল দিনে, তৃষ্ণা লাগিছে মোর প্রাণে,
খেলিবো প্রাণের খেলা তোমারে বুকে লয়ে
ভ্রমরের গুঞ্জনে।
ভোরের রবির মতো তুমি হওগো প্রকাশিত
মোর হৃদয়ের গগণে নিত্য অবিরত।
রূদ্ধ কপাট খোলো সখি সহিতে পারিনা আর
গগণ ফারিয়া বলো হে— আমিই মরদ তোমার।
০২ রা জুন, ২০১৮ রাত ১০:২৮
সেলিম আনোয়ার বলেছেন: সত্যি দারুন সে ভালবাসা দারুন সেই ক্ষমা ।
২| ০২ রা জুন, ২০১৮ সকাল ১১:০৩
চাঁদগাজী বলেছেন:
এই কবিতা পড়লে পাথরের বুকে ফুল ফুটবে
০২ রা জুন, ২০১৮ রাত ১০:৪০
সেলিম আনোয়ার বলেছেন: ফুল ফুটুক। তাহলে বসন্ত জমবে।
চাঁদগাজী কবিগুরুর কলম এখন আমার হাতে। রবীন্দ্রকন্যার তো ভালো লাগারই কথা।
দিনে দিনে কলম শক্তিশালী হবে। কবিতাও হবে অসাধারণ। কবিতার চেয়ে ভালোজিনিস আর কি কিছু আছে। বাকী সবতো নশ্বর।
সুন্দর কমেন্টে ও পাঠে অশেষ ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ০২ রা জুন, ২০১৮ সকাল ১১:১৯
শায়মা বলেছেন: হা হা না হেসে পারলাম না!!!!
০২ রা জুন, ২০১৮ রাত ১০:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: আমার ব্লগ বাড়িতে সুস্বাগম।পাশে থেকো এভাবে জনম জনম। তোমার খুশিতো অমৃতসমান। প্রাণ খুলে হাসো।তোমার মুখে হাসি ফুটাতে কবিতা ।তাই ধরে নাও । তোমার পদতলে লালগালিচা বিছিয়ে দিলাম।
৪| ০২ রা জুন, ২০১৮ সকাল ১১:৩৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আহ্! কি চমৎকার আহবান! এমন কবিতা তার কাছে পৌ্ঁছুলে সে সাড়া না দিয়ে পারবেই না।
০২ রা জুন, ২০১৮ রাত ১১:১০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।
৫| ০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:৪২
শিখা রহমান বলেছেন: দ্বিতীয় কবিতাটি বেশী ভালো লেগেছে। ছবিগুলো মনকেমন করা। প্রথম ছবিটা আমার প্রিয়। একটা কবিতার সাথে আগে ব্যবহার করেছিলাম (ব্লগে পোস্ট করিনি অবশ্য)।
শুভকামনা। ভালো থাকবেন কবি।
০২ রা জুন, ২০১৮ রাত ১১:১৩
সেলিম আনোয়ার বলেছেন: ছবিগুলো নেট থেকে নেয়া। আর আসলেই মন কেমন করা।
আপনার জন্যও শুভকামনা। আপনি তো দারুন সব পোস্ট করছেন। ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।
৬| ০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন:
শায়মা বলেছেন: হা হা না হেসে পারলাম না!!!!
সূর্য মামা আজ কোন দিকে উঠলো !!
শায়মা আপা হাসো কেরে?? কবিতা তো ভালো হয়েছে
০২ রা জুন, ২০১৮ রাত ১১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ওপাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।
রবি উদিত হয় পূর্বে। মেঘলা আকাশে তা দেখা না গেলেও সেদিকদিয়েই ওঠবে।
৭| ০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:৪৫
নীলপরি বলেছেন: দুটো কবিতাই ভালো লাগলো ।
০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় নীল পরি কমেন্ট ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
৮| ০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:৫৪
জাহিদ অনিক বলেছেন: শুধু অবসরেই না, সব সময়েই খোলা থাক রুদ্ধ কপাট। রুদ্ধতাপীয় নয় চাই সমোষ্ণ তাপীয় প্রক্রিয়া।
কবিতা সুন্দর আছে
০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা কবি।
৯| ০২ রা জুন, ২০১৮ দুপুর ১:৩৯
সফেদ বিহঙ্গ বলেছেন: সুন্দর কবিতা।
০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেনে্ট ও পাঠে অশেষ কৃতজ্ঞতা
১০| ০২ রা জুন, ২০১৮ দুপুর ১:৫৯
শায়মা বলেছেন: ৬. ০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:৪৪ ০
শাহরিয়ার কবীর বলেছেন:
শায়মা বলেছেন: হা হা না হেসে পারলাম না!!!!
সূর্য মামা আজ কোন দিকে উঠলো !!
শায়মা আপা হাসো কেরে?? কবিতা তো ভালো হয়েছে
মধুসুধনীয় কবিতা যেমতি/কেমতি দেখে প্রথম থেকেই পড়ে হাসছিলাম তবে লাস্ট লাইনের খেত্তুমী দেখে ইন্নিনিল্লাহ পড়ছি......
০৭ ই জুন, ২০১৮ সকাল ১০:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা। আই এম দা ম্যান হলে ভালো হতো তাইতো । খাটি বাংলা অমনই হবে ।
১১| ০২ রা জুন, ২০১৮ দুপুর ২:০৫
কথার ফুলঝুরি! বলেছেন: বাহ! বাহ! কি চমৎকার রোমান্টিক কবিতা এই রোমান্টিক পাঠকের মনে আরও প্রেম জাগিয়ে দেয়
০৭ ই জুন, ২০১৮ সকাল ১০:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা ।
১২| ০২ রা জুন, ২০১৮ রাত ১০:৫৩
পবন সরকার বলেছেন: চমৎকার কবিতা, খুবই ভালো লাগল।
১৩| ০২ রা জুন, ২০১৮ রাত ১০:৫৮
আখেনাটেন বলেছেন: কবি কবিতায় তো আবেগের বিস্ফোরণ ঘটিয়ে ফেলেছে। যথার্থ মন্তব্য করেছেন চাঁদগাজী, 'এই কবিতা পড়লে পাথরের বুকে ফুল ফুটবে'।
আহ কী তীব্র হৃদয় মথিত করা অাবেগ? চলুক কবির পাগলা আবেগের ঘোড়া লাগামহীন। আমরাও সাথে আছি।
১৪| ০৩ রা জুন, ২০১৮ রাত ১২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: এখন ঘুমোবো। সেহেরী খেতে উঠা লাগবে।
১৫| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় নীল পরি কমেন্ট ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
১৬| ০৩ রা জুন, ২০১৮ রাত ৯:০৯
বৃষ্টি বিন্দু বলেছেন: "যেন আজি খোলা আসমান"
কবিতার লাইনটি অনেক ভালো লাগলো।
পুরো কবিতাই সুন্দর। মনোস্কামনা পূর্ণ হোক...
©somewhere in net ltd.
১| ০২ রা জুন, ২০১৮ সকাল ১০:৫৮
রাজীব নুর বলেছেন: যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?