নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
প্রার্থনা
বিষাদ সময় কাটে তাই মন বসেনা কাজে
আমার প্রিয়ার রোগে-শোকে কাটছে সময়
তারে ছাড়া বসুন্ধরা শূন্য শূন্য লাগে ।
তারে নিয়েই মোর কাব্য সাধনা—সে যে মায়ার আধার,
তার যাতনা প্রাণে সহিতে পারিতেছিনা আর ।
মহান বিধাতা তাঁরে কেন অসুখ দিলো
তিনি ছাড়া পৃথিবীটা আমার বড্ড এলোমেলো।
সহিতে পারিবে না কেন করিবে তা?
এমন পরিশ্রম তারে কে করিতে বলে?
প্রয়োজনে বিছিয়ে দেবো লাল গালিচা তাঁর পদতলে
তবু মোর প্রিয়ার গায়ে কোন ব্যথা যেন না লাগে।
স্রষ্টার কাছে করিতেছি এই প্রার্থনা—
মহান প্রভু তাঁরে কোন কষ্ট দিয়ো না,
লাঘব করো তাঁর সকল সংশয়
আমার তরে তাঁর মনে ঢালো —
অপার ভালোবাসা ওগো করুণাময়!
—আর দূর করো তার ভয়।
হে আল্লাহ!পরম-করুণাময়! প্রভু, রহিম রহমান
সুদীর্ঘ আর আরোগ্য জীবন করো গো তারে দান।
দু'টো ফুল
দু'টো গাছের দু'টো ফুল
বাড়ায় ফুল বাগানের শোভা,
হাওয়ায় দোলে রোদে পুড়ে
শেষ বিকেলে দারুন মনোলোভা।
সন্ধ্যা বেলায় কায়দা করে
পরস্পরের গায়ে পড়ে
রাতের বেলা একি কাণ্ড
লাগে যে হুলস্থুল!
ফুল দু’টোতে খুব সখ্য।তা
লাগে ভালোবাসার দোল।
ফুল দু’টোর দু’রকম ঘ্রাণ
দেখতে আলাদা,
তবু তারা ভীষণ অপূর্ণ
থাকলে আলাদা।
দূরে থাকতে চায় না তারা
হয়েছে মাণিক জুড়,
তাদের দু’জনের ভাব দেখে
সবে কোলাহল মুখর।
ব্যবধান রইলো না আর
সবাই গেল মিলে,
ফুল দুটির বিয়ে দিবে
উৎসবমুখর সকলে।
০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:২৯
সেলিম আনোয়ার বলেছেন: আমার বলা হলো...
২| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৬
বিজন রয় বলেছেন: আমি শুধু এই কবিতাটির জন্য বলিনি।
আমি বলতে চেয়েছি আপনার লেখার রীতিটাই বদলে ফেলতে। আপনার ভিতর অফুরন্ত কবিতা বাস করে। আপনি লিখেছেনও প্রচুর, আপনার বইও বের হয়েছে। এখন আপনি যদি ঠিক এই সময়ের রীতিতে আপনার কবিতাগুলো লেখেন তো সেগুলো অনেক ভাল হবে, অনেক ভাল।
শুভকামনা।
০৬ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৯
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
কবিতার তিনি ( প্রিয়া ) যেন আরোগ্য লাভ করে ফুলেদের বিয়ের উৎসবমুখর দিনটিতে হাজির হতে পারেন যথা সময়ে , আপনার সাথে সাথে এই প্রার্থনাই রইলো ।
কবিতায় আরো মনযোগী হতে হবে ।
০৬ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: প্রিয়া অথবা ফুল সে যে আরাধনা।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।
৪| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগার মতো দুটি কাব্য, গ্রেট ভাই
৫| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৩
করুণাধারা বলেছেন: প্রিয়ার সুস্থতা কামনা করছি।
৬| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৭
সেলিম আনোয়ার বলেছেন: দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে আসুক।
৭| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৫
রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে।
৮| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন।
৯| ০৬ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৪
খায়রুল আহসান বলেছেন: আবেগমাখা কবিতা, ভাল লেগেছে।
প্রিয়ংবদার দ্রুত আরোগ্য কামনা করছি।
০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
১০| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৮
জুন বলেছেন: কবিতা পড়ে মুগ্ধ হোলাম ও ভালোলাগা রেখে গেলাম।
আমি কেন যখন তখন যে কোন বিষয় নিয়ে এমন অসাধারন কবিতা লিখতে পারি না সেলিম আনোয়ার
আপনার প্রতিভায় আমি ঈর্ষান্বিত
+
০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। প্রতিভায় ঈর্ষান্বিত কেন কেন? আপনি ম্যাগা ব্লগার । আর আমি নবীশ কবি ।
ক্ষুদ্রজনেরে ঈর্ষা করতে নেই ।
১১| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৩
খনাই বলেছেন: আবার অসুক ফিরে
সে এই ব্লগের তীরে ।
অনুজ্জ্বল কেউ নয়,
লেখায় আলোঝলময়
হয়ে আসুক ।
ব্লগ হাসুক,
তার আগমনে
উৎসবে, গানে ।
©somewhere in net ltd.
১| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:২০
বিজন রয় বলেছেন: মোর প্রিয়ার রোগে-শোকে কাটছে সময়
মোর না বলে আমার বলা যেত না?
অনেক দিন ধরে লিখছেন, একটু পরিবর্তন চাই।