নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
শূণ্য ঘর, শুণ্য মোর বাহুডোর,
ওগো, শূণ্যের সুনিপুণ কারিগর,
এই কী জীবন তবে ?
মায়া মমতা ভরা ভালোবাসার অমোঘ কারিগর,
কোথা আছে এই ভবে ?
মনের ঘরে বসত গড়ে কেবল রচিতেছো
বেদনার উপাখ্যান; হৃদয় শূণ্য করে
এই কি সুখ তবে?
কেঁদে মরে প্রাণপাখিটা বিরাণ খাঁচায় বন্দী যেন!
সুখপাখিটার অন্বেষণে প্রতীক্ষার দহনে- সতত দাহ প্রাণ
-কেবল করিতেছে আনচান।
ওগো দাহ আশার প্রদীপ শিখা , আলোয় পুর্ণ করো তিমির নিহারিকা।
আর ফেলবো না অশ্রজল,
যেমন সফেদ ফেনিল উর্মিমালা আছড়ে পরে
সাগরের বুকে থেকে সমুদ্র সৈকতে
মৌমাছির গুঞ্জণে ফিরে এসো হৃদয়ে আমার।
০৯ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য। কবিতা কেমন লাগলো ।
২| ০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৭
রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পড়তে ভালো লাগে।
০৯ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কম্প্লিমেন্ট। আমিই বোধ হয় সেরা কবি। তিনজনের একজন না। একজনের একজন হবো।
৩| ০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:২০
সনেট কবি বলেছেন: কবিতা বেশ পরিপাটি।
১০ ই জুন, ২০১৮ রাত ১২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাশে অশেষ কৃতজ্ঞতা শ্রদ্ধেয় সনেট কবি ।
৪| ০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৫
ওবায়দুল হক বলেছেন: ভালো লিখেছেন....
১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা এবং নিরন্তর শুভকামনা ।
৫| ০৯ ই জুন, ২০১৮ রাত ৯:২৯
ওমেরা বলেছেন: এত কাতরাইতেছেন কেন সালমানের আম্মু কোথায় গিয়েছে।
কবিতা ভাল হয়েছে।
১১ ই জুন, ২০১৮ রাত ৯:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৬| ০৯ ই জুন, ২০১৮ রাত ৯:৫০
শিখা রহমান বলেছেন: এতো বিষণ্ণ, এতো বিরহকাতর কেন কবি? কবিতায় প্রিয়জনের জন্য আকুলতা হৃদয় ছুঁয়ে যায়।
ভালো থাকবেন কবি।
১১ ই জুন, ২০১৮ রাত ৯:৫০
সেলিম আনোয়ার বলেছেন: আপনিও সতত ভাল থাকুন । নিরন্তর শুভকামনা ।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন।
৭| ০৯ ই জুন, ২০১৮ রাত ১১:৩৯
জাহিদ অনিক বলেছেন:
অন্ধকারই চিরন্তন, বরং আলোই ক্ষনস্থায়ী।
১১ ই জুন, ২০১৮ রাত ৯:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট জাহিদ অনিক ।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুন, ২০১৮ দুপুর ২:৫০
আকিব হাসান জাভেদ বলেছেন: ভালোবাসার মহয়া ভুলা যায় না । ভালোবাসার স্মৃতি হারায় না অগচরে । ফিরে আসুক প্রাণ পিঞ্জিরার পাখি ।