নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মহীয়সী রমনী বেগম জিয়ার মুক্তি চাই

১০ ই জুন, ২০১৮ রাত ১২:৪২



ছোট্ট শিশু সঙ্গে নিয়ে অসহায় মা
পালিয়েছিলেন বাড়ি ছেড়ে
পাকহানাদার ধরলে তারে
ছাড়বে না আর ; কারণ স্বামী তার
স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিসেনা,
এর চেয়ে বড়ো অপরাধ নেই তখন,
পাক-হানাদারের কাছে।

একাত্তরের সেই ফেরারি মা আজ
কারাগারে বন্দী আছেন।

একাত্তরে ধরা তিনি পড়েছিলেন
হায়েনাদের হিংস্র থাবায়
ক্ষতবিক্ষত হয়েছিলেন; দেশের তরে দশের তরে,
মুক্তিযুদ্ধে সেই ক্ষতবিক্ষত মহীয়সী জননী আজ বন্দী আছে;
প্রহসনের কারাগারে- প্রাসাদ ষড়যন্ত্রে
দেশমাতা বিধবা হলেন
দেশের মাটি রক্তলাল হলো -শহীদ জিয়ার রক্তমেখে
সেই রমনী আজ বন্দী আছে
সাধারণ এক গৃহবধু হয়ে দেশের হাল ধরেছিলেন,
স্বৈরাচারের বিষদাঁত ভেঙে ক্রান্তিকালে
আপোষ করেননি কোন অপশক্তির কাছে
সেই আপোষহীন নেত্রী আজ কারাগারে বন্দী আছে।

ললাটে তার মিথ্যে অপবাদ
দিয়েছে সব মন্দলোকে
মহৎ হৃদয় দেশমাতা গণতন্ত্রের ঝান্ডা হাতে
দেশের সেবা করে গেছেন নিন্দুকেরে তুচ্ছ করে।
সেই গণতন্ত্রের রক্ষাকবচ আজ বন্দী আছে
কুচক্রীদের কারাগারে— অনাদরে।

রাজনীতির রোষানলে পড়ে সন্তান তার হয়েছিল স্বদেশছাড়া
তাদের একজন প্রাণহারালো দূরদেশে
মুক্তিযুদ্ধার সম্মান ধূলোয় লুটালো
কুচক্রীমহলের কাছে!

মায়ের কোলে সন্তানের লাশ
এর চেয়ে বিয়োগ ব্যথা কি আর আছে?
সেই সন্তানহারা চিরদুখী মা আজ কারারুদ্ধ
গৃহটিও তাঁর নিয়েছে কেড়ে!
গৃহহারা সন্তান হারা জননীর বেদনার কি সীমা আছে?
শতচাপেও ছাড়েননি স্বদেশ, থেকে গেছেন আকড়ে ধরে
মৃত্যুর হুমকি মাথায় নিয়ে !
দেশের মানুষের কাছে ছুটে গেছেন ঘোর বিপদে মৃত্যু ভয় কী
দেশপ্রেমিকের থাকে?
স্বাধীনতার লাগি দেশের লাগি এতো অবদান যার
তারে কি পায় শোভা বন্দী থাকা ,
তাই বলি ভেঙে ফেলো প্রহসনের সেই কারাগার?
যারা মারছে মানুষ, করছে লুট বাংলার সব মানুষের ভোট
ধর্ষণের উৎসবে আছে মেতে কালোটাকার পাহাড়ে চড়ে
গণতন্ত্র হত্যা করে; তাদের করে
দেশ মাতা আজ বন্দী আছে প্রহসনের ফাঁদে পড়ে,
নির্জন এক কারাগারে।
রবির কিরণ পৌঁছেনা যেথা
অক্সিজেনের খুব স্বল্পতা প্রিজন সেলে তিলে তিলে হচ্ছে ক্ষয়
দেশমাতার জীবনটা আজ বিপন্ন প্রায় তাকে ঘিরে নিদারুন সংশয়
নির্জনতার মরণছোবলে ।
বীর জনতা ফুসলে ওঠো
গর্জে ওঠো বাঘের মতো,
ঘরে ঘরে দূর্গ গড়ে দেশমাতারে ছিনিয়ে আনো
মহান একাত্তরের মতো গণজোয়ারে
দেশমাতার অগ্রযাত্রা রুখবে যারা— গণতন্ত্রের শত্রু তারা
নব্য উপনিবেশবাদের সুতোয় বেঁধে রাখবে তারা স্বদেশটারে
গনতন্ত্রের রক্ষাকবচ লালাসবুজের ঐ পতাকা
উড়ছে কেবল তাঁর করে।

তাই বলি এবার জাগো বীর বাঙালী আড়ামের শয্যা ছেড়ে,
বিপ্লবের ঐ ঝান্ডা হাতে কারাগার ভেঙে ছিনিয়ে আনো তাঁরে
বেগম জিয়ার মুক্তি চাই প্রহসনের কারাগার থেকে।

..................
বেগম জিয়া মাইল্ড স্ট্রোক করেছেন জেলে। তার জন্য শুভকামনা অনেক। তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠবেন এই কামনা থাকলো। কারাগার থেকে নিঃশর্ত মুক্তি লাভ করুন। নাসির উদ্দিন পিন্টু এর আগে কারাগার থেকে অকালে মারা গেছেন। তেমন কিছু যেন খালেদা জিয়ার ক্ষেত্রে না ঘটে।

মন্তব্য ৫৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৮ রাত ১:১৮

চাঁদগাজী বলেছেন:



প্রেসিডেন্টের উচিত, দেশের প্রক্তন প্রিমিয়ার হিসেবে বেগম জিয়াকে ঘরে ফেরার ব্যবস্হা করা।

১০ ই জুন, ২০১৮ রাত ১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীর তার স্বাস্থ্য গত বিষয়ে যেভাবে কমেন্ট করেছেন তাতে তাকে বিরক্তিকর মনে হয়েছে। তাদের কারাগারে মানুষ মারা গেছে দেশের মানুষের তা জানা আছে। তাদের উপর বিশ্বাস রাখা যায় না। চাঁদ গাজী সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ আপনাকে।

২| ১০ ই জুন, ২০১৮ রাত ১:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ হাসিনা বেঁচে থাকতে খালেদা আর তারেক স্বাভাবিক রাজনীতি করতে পারবে না...

১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

সেলিম আনোয়ার বলেছেন: তাহলে শেখ হাছিনাকে ক্ষমতা ছেড়ে যেতে হবে।এমন প্রতিশোধপরায়ন হিংসুটে মনোভাব তার যদি থাকে তাহলে এর চেয়ে ভালো কিছু বলতে পারছি না। তিনি এখন ভিডিও কনফারেন্সিং করেন। বাংলার মানুষের সান্নিধ্য তার হয়তো ভালো লাগে না। তার মুক্তিযুদ্ধে কোন ভূমিকা নেই। তাই দেশের প্রতি তার মায়া কম। ভালবাসা কম। দেশের মানুষের প্রতিও।

৩| ১০ ই জুন, ২০১৮ ভোর ৬:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনাকে নিজ বাস গৃহে যেতে দেয়া উচিত। আদালত এটা করতে পারে। উনার উচিত আবেদন করা। নইলে উনি জেলে মারা যেতে পারেন যে কোন সময়।

১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

সেলিম আনোয়ার বলেছেন: উনার নিশর্ত মুক্তি দেয়া উচিৎ। এগুলো রাজনৈতিক হয়রানি এবং মাথা মোটা হাছিনার রাজনৈতিক অদূরদর্শিতা। খাল কেটে কুমির আনার মত ব্যাপার।

এটা সত্য খালেদা জিয়া দারুন অসুস্থ। জেলখানায় তার মৃত্যু হলে হাছিনার ভবিষ্যত খুব খারাপ। খালেদা জিয়া নির্বাচনে কোন দিন হারেন নি। তার রেকর্ড বলে তিনি অনেক জনপ্রিয়। মানুষের ভালোবাসায় সিক্ত থাকবেন। হাছিনা ঘৃণিত হবেন । হাছিনা প্রত্যাখাত হবেন ।সম্প্রতি কোটা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে প্রতরণা করেছে। ২৭বিসিএস এ ভাগ্যবঞ্চিত দের চাকুরী দেবার কথা দিয়ে প্রতারণা। করেছেন ।সেখানে তার নগ্ন হস্তক্ষেপ কোর্টে সাধারণ মানুষের কাছে তার ইমেজ নষ্ট করে দিয়েছে।রাজনীতি আর নোংরামো ইতরামো আলাদা জিনিস।

তিনি হয়ত ভেবে বসে আছেন খালেদা জিয়া জেলে মারা গেলে তার শত্রু নাশ হলো । তিনি কিছু মারা যাবার পর কিছু বদনাম করে জনতার কাছে খালেদাজিয়াকে প্রশ্নবিদ্ধ করবেন। সেটি হবে না । গোটি কয়ে দূর্নীতি বাজ ছাড়া কেউ শেখ হাছিনাকে সম্মান করবে না। যারা শেখ হাছিনার বদান্যতায় কোটি পতি হয়েছেন তারা হয়তো তাকে সম্মান করবে ।

৪| ১০ ই জুন, ২০১৮ সকাল ৮:৫১

সনেট কবি বলেছেন: ক্ষমতার মমতার কাছে অন্যসব তুচ্ছ। ইয়াজিদের ক্ষমতার নিরাপত্তার জন্য ইমাম হোসেনকে কারবালার ময়দানে স্বপরিবারে প্রাণ দিতে হয়েছে।

১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন। ইয়াজিদ স্বৈরাচার ছিলেন অবৈধ শাসক ছিলেন।বাংলাদেশে সেই অবস্থা বিরাজমান । তবে আশা করি অবস্থার উত্তরণ হবে । সাধারণ মানুষ বসে থাকবে না । তারা স্বৈরাচারের পতন ঘটাবে ।সুস্ঠু নির্বাচান সুনিশ্চিত করবে। সেটি করার জন্য খালেদা জিয়ার নেতৃত্ব অাবশ্যক। তাকে মুক্ত হতে হবে।

৫| ১০ ই জুন, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: আমি কোনো মন্তব্য করবো না।

১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে এবং পাঠে।

৬| ১০ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৩

মীর সাজ্জাদ বলেছেন: বিষয়টা চেপে যাওয়াই ভালো।

১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সত্য চাপা থাকে না। আর কবিতা সত্য অনুভূতির প্রকাশ।

৭| ১০ ই জুন, ২০১৮ সকাল ১০:০৭

সেলিম আনোয়ার বলেছেন: বাংলাদেশের শ্রেষ্ঠ নারী তিনি এতে কোন সন্দেহ নেই। তিনি কোন দিন সাধারণ মানুষের সঙ্গে প্রতারনা করেন নি। মিথ্যা প্রূতিশ্রুতি দেননি।

৮| ১০ ই জুন, ২০১৮ সকাল ১০:০৯

জান্নাতুল ফেরদৌস মিম বলেছেন: সুন্দর কবিতা

১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে লালগুলাপ শুভেচ্ছা ।

৯| ১০ ই জুন, ২০১৮ সকাল ১০:১৪

সালমা নাসরিন৯৯ বলেছেন: ভালো লেগেছে

১০ ই জুন, ২০১৮ রাত ৮:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা ।

১০| ১০ ই জুন, ২০১৮ সকাল ১০:২৪

অঞ্জন চন্দ্র পাল বলেছেন: ভাল কবিতা।

১১ ই জুন, ২০১৮ রাত ১২:০১

সেলিম আনোয়ার বলেছেন: শেখ হাছিনার কাঠগড়ায় গোলাম আযমের মতো বড় রাজাকার সিমপেথি পেয়েছে অথচ খালেদা জিয়া পায় না । শেখ হাছিনার পতন হওয়া উচিৎ। এরশাদের চেয়ে নির্লজ্ঝ ভাবে তিনি ক্ষমতা আকড়ে ধরে আছেন। আবার বড়ো বড়ো কথা বলছেন। মুক্তিযদ্ধের সময় উনি কি করেছেণ । বঙ্গবন্ধুর কোন সন্তানের মুক্তিযুদ্ধে আলোচিত কোন ভূমিকা নেই। ‍শুনা যায় না ।ভূমিকা আছে ব্যাংক ডাকাতি আর লুটের।

১১| ১০ ই জুন, ২০১৮ সকাল ১০:৩২

মোঃ হাসান মাহমু৯৮ বলেছেন: কবিতাটি সুন্দর হয়েছে।

১১ ই জুন, ২০১৮ রাত ১২:০১

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভালো হয়েছে জেনে ভাল লাগলো ।

১২| ১০ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৭

আল ইফরান বলেছেন: আর কিছু না হোক, মানুষ হিসেবে বেগম খালেদা জিয়া শেখ হাসিনার চাইতে বহুগুনে ভালো।
ওনাকে জেলে বন্দী রেখে মেরে ফেলার ব্যবস্থা করা হচ্ছে।

১১ ই জুন, ২০১৮ রাত ১২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: শেখ হাছিনার আচরণে মূর্খতার লক্ষণ সুস্পস্ট। ওনি আছেন স্যাটেলাইট নিয়ে। স্যাটেলাইট একটা মূর্থের কাছে অপদার্থের কাছে রুপকথার গল্পের মতো শিক্ষিত মানুষের কাছে নয় । শিক্ষিত মানুষ বুঝে আর্থসামাজিক উন্নয়ন, নিরাপত্তা। লীগের লোকজন গণহারে ধর্ষণ করছেন । ইয়াবা সম্রাট হয়ে দেশকে নেশাগগ্রস্ত করে তুলছেন। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছেণ ।

এখন খালেদার অধীনের শেখ হাছিনার দলের নির্বাচনের ব্যবস্থা করলে উপযুক্ত পদক্ষেপ হতো ।

১৩| ১০ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বেগম জিয়া রাজনীতি করার অযোগ্য! তবে জামিনে মুক্তি পাবার যোগ্য! যদিও রাজনৈতিক কারণে সেটা হচ্ছে না!!


আমি হলে তাকে জরিমানা করে রাজনীতিতে নিষিদ্ধ করতাম।

১১ ই জুন, ২০১৮ রাত ১২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: খালেদা জিয়ার মতো জনপ্রিয় নেতা বাংলাদেশে একটিও নেই। তিনি একজন সামান্য গৃহবধু থেকে গনতন্ত্রকে ধারণ করতে পেরেছেন । দলের ভরাডুবির নির্বাচনেও খালেদা ৩টি আসনেই জয়লাভ করেছেন । তিনিই প্রধান মন্ত্রী হবার জন্য সবচেয়ে উপযুক্ত নেতা ।

১৪| ১০ ই জুন, ২০১৮ সকাল ১১:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"চাঁদগাজী,
আপনি যে কখন কোন মুখে কথা বলেন বলা মুশকিল!!X(
দু সপ্তাহ আগেই ম্যাডামের বিরুদ্ধে পোস্ট দিলেন! এতিমের ২-৩কোটি টাকার জন্য জান বের হয়ে যাচ্ছিলো, এখন আবার ম্যাডামের জন্য দেওয়ানা হয়ে গিয়েছেন??X(

বি. দ্রঃ এটা সামান্য একটা মামলা! এসব মামলায় জামিন পাওয়া যে কোন ব্যাপারই না, সেটা আমার মত ডোডোরাও বোঝে! আর কেন তিনি জামিন পাচ্ছেন না সেটাতো সবাই জানে!

আমি চাই প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক, অপরাধীর শাস্তি হোক!

১১ ই জুন, ২০১৮ রাত ১২:১০

সেলিম আনোয়ার বলেছেন: সময়ের প্রয়োজনে মুক্তমনারা কথা বলবেন । এটাই স্বাভাবিক। যারা দলকানা তাদের কথার দাম নাই কোন । কারণ এক কথা বলায় অভ্যস্থ ।

১৫| ১০ ই জুন, ২০১৮ সকাল ১১:০৩

ইমরান আশফাক বলেছেন: খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় আশেপাশে যতসব চাটুকার জুটিয়ে রেখেছিলো। ডা:বদরুদ্দোজা, মেজর হাফিয, অলি আহমেদ, ইত্যাদি পরিক্ষীত নেতাদের দূরে সরিয়ে রেখে যতসব আলু, পটল, মুলা-ফুলাদের বেষ্টনির মধ্যে থাকতো। আর তারিখ জিয়ার মত অবার্চীন পুত্র চালাতো দল, দেশ। সুযোগ বারবার আসে না, প্রচুর সুযোগ পেয়েছিলো বিএনপি কিন্তু তাদের সেই যোগ্যতা নেই দেশ চালানোর। এদের প্রতি সাধারন মানুষের আস্হা এখন কম।

১১ ই জুন, ২০১৮ রাত ১২:১৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনি যাদের নাম বললেন এরা কেউ দলের প্রতি ডেডিকেটেড ছিলেন না । তারা খালেদা জিয়া অপসারণের চেষ্টা করেছিলেন। বাংলারে মাটিতে তারা খালেদা জিয়ার সমান নন।

এখনকার ইস্যু গণতন্ত্র পুণরুদ্ধার । সেটার জন্য একমাত্র পথ ও পন্থা হলেন খালেদা জিয়া। তবে সকল রাজনীতি বিদ একাট্টা হয়ে ফেসিস্ট সরকারের পতন ঘটাতে হবে ।

১৬| ১০ ই জুন, ২০১৮ সকাল ১১:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"সেলিম আনোয়ার বলেছেন: বাংলাদেশের শ্রেষ্ঠ নারী তিনি এতে কোন সন্দেহ নেই। তিনি কোন দিন সাধারণ মানুষের সঙ্গে প্রতারনা করেন নি।"
-- পুঁটি মাছ ছাড়া কি কিছু দেখতে পান না??


সেলিম ভাই?
রাজনীতি বাদ দিয়েছি দলকানাদের জন্য! কানাবগীদের আমি পছন্দ করি না!(সে যেই দলেরই হোক, আমার কাছে দলের চেয়ে দেশ বড়:))

বি. দ্রঃ নেতাদের চরিত্র যে ফুলের মত পবিত্র, সেটা তো সবাই জানে!!X(

১১ ই জুন, ২০১৮ রাত ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: তিনি নির্বাচণে কোন আসনে হারেন নি । এদিক দিয়ে তার তুল্য কোন নেতা বাংলাদেশে এক্সিস্ট করেনা ।এটাই বাস্তবতা ।

১৭| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: বেচারির বুড়া বয়সে এসে একটা অপবাদ নিয়ে বেঁচে থাকা ছাড়া আর কিছু না।

১১ ই জুন, ২০১৮ রাত ১২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: রাজনীতিবিদদের জন্য এ অপবাদ কিছু নয় । যত মামলা ততবড়ো নেতা ।

১৮| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৯

সাহসী সন্তান বলেছেন: শহীদ জিয়ার কিছু বিষয় আমার ভালই লাগে। অন্তত প্রেসিডেন্ট হিসাবে এদেশের অনেকেই উনাকে অন্যদের তুলনায় কিছুটা মন্দের ভাল বলেই মনে করেন। তবে খালেদাকে মহিয়সী বলতে গেলে হয়তো ভাবনার গভীরতাটা আরো একটু বাড়াইতে হবে...

যদিও একজন বয়স্কা মহিলাকে এই বয়সে এসে এভাবে জেলখানায় বন্দি করে রাখাটা আমার নিজের কাছেও খারাপ লাগে। তবে একটা জিনিস এখানে পরিষ্কার। সন্তানকে সুসন্তান রুপে গড়ে তুলতে না পারলে সেই সন্তানের কৃতকর্মের দ্বায়ভার যে তার বাবা-মাকেও বহন করতে হয়, তার জ্বলন্ত উদাহরণ হল আজকের খালেদা জিয়া।

শুভ কামনা জানবেন!

১১ ই জুন, ২০১৮ রাত ৯:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সাহসী সন্তান তারেক রহমান তার বাবা হারিয়েছেন কতো বছর বয়সে? তিনি যখন অনেক ছোটো। একমাত্র মা অভিভাবক তবু একটা বড়ো দলের নেতা। সন্তানকে সময় দেবার সময় কোথায়? তারেক রহমান একজন মানুষ তিনি ভুলের উর্ধ্বে নন। মাহাথির একসময় দল থেকে বহিস্কার হয়েছিলেন ।কিন্তু তিনিই মাহাথির্ । তারেক রহমান শেখ হাছিনার মতো প্রতারক হন নি ।ফ্রট হন নাই। শেখ হাছিনার বাবা যখন মারা গেছেন তখন হাছিনা বুড়ি। কচি খুকি নন্ ।তিনি শুধু ফুরুৎ ফুরুৎ করেন। দেশের বাহিরে তার বেশি ভালো লাগে।

তিনি মরণ নাটক করেন্ তিনি গোয়েবলসের শ্বাশুড়ি। আর খালেদা জিয়া সারাবিশ্বে গণতন্ত্রের অহংকার। প্রাতিষ্ঠানিক শিক্ষা কম থাকা সত্ত্বেও গুড উইল দেশ প্রেম একজন মানুষকে কত উপরে তুলতে পারে তার উদাহারণ খালেদা জিয়া ।

খালেদা জিয়া খালেদা জিয়াই।প্রচন্ড ব্যক্তিত্ব সম্পন্ন রমনী। ফালতু বকবক তিনি করেন না ।

খালেদা দৃষ্টান্ত হয়ে থাকবেন সকল গণতন্ত্রকামী মানুষের কাছে ।

১৯| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৯

সাইন বোর্ড বলেছেন: ক্ষমতা হারানোর ভয় বড় ভয়ংকর ।

১১ ই জুন, ২০১৮ রাত ৯:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: ক্ষমতা তো তার নাই ।তিনি একজন অপশক্তি। অপক্ষমতা । এই ক্ষমতা না থাকা ভালো ।

১৯৮৪ সালে স্বৈরাচার এরশাদের সঙ্গে আতাত করেছিলেন, ক্ষমতায় যেতে পারেননি। ১/১১ সরকারে পা চেটে ক্ষমতায় গেছেন। ফকরুদ্দিনরা বিএনপি ভেঙ্গে খন্ড বিখন্ড করেছে আর আওয়ামীলীগকে প্রতিষ্ঠিত করেছে। অবৈধ ক্ষমতা অভিশাপ। আর যারা অভিশাপ ভালো বাসে তার ধিকৃত হবে এটাই স্বাভাবিক।

আমার কলম ফেটে সত্য বেড় হবে । কবির কলম প্রিয় অপ্রিয় সত্য বলবেন । তা না হলে কিসের কবি।

এই রক্ত কোন দিনও মাথা নত করে।

বিদ্রোহী কবির ভাষায় চির উন্নত মম শির ......
কবি নজরুল ছিলেন বলেই আমরা বোধহয় স্বাধীনতা পেয়েছিলাম ।

২০| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন:
মিথ্যা যখন ভিত্তি হয়ে যায়
আমজনতা তখন জেলেই কাটায়
ছাপ্পান্ন হাজার বর্গমাইল হয়ে যায় কারাগার
স্বৈরাচারিতার পতন এভাবে ত্বরান্বিত হয়

জুলুম আর সীমাহীন অনাচারে
নিজের ভাগ্য নিজেই গড়ে
স্বাধীনতার উপহাস করে দলান্ধ চেতনা
মুক্তির পথে দ্রোহ ফেটে পড়ে ভলকানো লাভায়।

১১ ই জুন, ২০১৮ রাত ১১:০০

সেলিম আনোয়ার বলেছেন: এমন পতন হবে নিশ্চিহ্ন হবে।পথে ঘাটে নাজেহাল হবে সাধারণ মানুষের কাছে। ভাবেন তো কতটা ভয়াবহ ভবিষ্যৎ হাছিনার জন্য অপেক্ষা করছে ।

২১| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৫:০১

সিগন্যাস বলেছেন: সুন্দর + ;)

১৩ ই জুন, ২০১৮ রাত ১২:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২২| ১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

ধ্রুবক আলো বলেছেন: বেগম জিয়ার সুস্থতা কামনা করছি।

১৩ ই জুন, ২০১৮ রাত ১২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা শবে ক্বদরের রাতে ।

২৩| ১১ ই জুন, ২০১৮ রাত ২:২৭

মনিরা সুলতানা বলেছেন: বাপ রে আপনি তবুও সাহস করে লিখে ফেলেছেন,আমি তো সাহস করে পড়তে ও পারিনাই :(
মানবিকতা মুক্তমনা নারীর প্রতি সহিংসতা এমন সব শব্দ'ই কেবল মাত্র এক জায়গায় এসে থমকে দাঁড়ায়।
বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ,জনপ্রিয় নেত্রী সব কিছু'ই বাদ দিলাম মানবিক দিক থেকে ও তো একজন সাধারন নাগরিক বাংলাদেশের নুন্যতম চিকিৎসা পাবার দাবীদার।

১৩ ই জুন, ২০১৮ রাত ১২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: নারীর অধিকার,মানবাধিকার,প্রাক্তন প্রধানমন্ত্রীর অধিকার, গণতন্ত্রের সর্বোচ্চ লেভেলের ধারকের অধিকার। তাই লিখলাম। মানুষটা মরে গেলে কতটা খারাপ হবে ভাবেন তো । আমার আশংকা স্লো পয়জনিং এ তাকে মেরে ফেলে কিনা ।

২৪| ১১ ই জুন, ২০১৮ রাত ২:৩২

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: প্রহসনের এই কারাগার ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে যাবেন বাঙালি হৃদয়ে পরম মমতার চিহ্ন হিসেবে।

১৩ ই জুন, ২০১৮ রাত ৩:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

২৫| ১১ ই জুন, ২০১৮ রাত ৩:৫৪

শামচুল হক বলেছেন: পড়লাম

১৩ ই জুন, ২০১৮ রাত ৩:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

২৬| ১৩ ই জুন, ২০১৮ রাত ২:৫৯

রাফা বলেছেন: ছি ছি ছি, এর চাইতে মরে যাওয়া অনেক ভালো।অন্যদের দলকানা না বলে নিজের দিকে তাকান।স্বঘোষিত দুর্ণিতিবাজ আর খুনিদের হয়ে দালালি করে সন্তান অথবা কেনা গোলাম কিংবা আত্মিয়রা।মিথ্যাচারে পরিপুর্ণ এই লেখা।

১৩ ই জুন, ২০১৮ রাত ৩:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় রাফা আমি দলকানা নই । শুধু একটা বিগ ফিগারের মৃত্যু আশংকা করছি। আমি এখন তার দিকে ইনক্লাইনড। আসিফ মহিউদ্দিনকে মৃত্যুর হাত থেকে আমি বাচিয়েছি। শেখ হাছিনার কারাগারে পিন্টু মারা গেছেন । খালেদা জিয়া অসুসস্থ । তিনি এত বড়ো অন্যায় করেননি যে তাকে জেলে মরতে হবে । মিগ ২৯ আমাদের কি কাজে লেগেছে? অর্থের অপচয় কি দূর্ণীতি নয় । এরকম প্রতিবেশি রাষ্টে্র স্বার্থ উদ্ধারে সামরিক চুক্তি কি সুনিতি। নাকি ভারতের মতো ধনী দরিদ্রের ব্যাপক বৈষম্য রাস্ট্রসম্বলিত ব্যবস্থা আমাদের লক্ষ্য। আপনি ভূমি অফিসে যান,থানায় যান দেখেন দূর্ণীতি কারে বলে। আওয়ারীগের নেতাদের সম্পদের হিসাব নেন।সত্য বেড় হয়ে যাবে।কালো বিড়াল মারা গেলেও অন্য সব বিড়াল টাকার পাহাড় গড়েছেন। আজকে মাদকের অবস্থা এত ভয়াবহ কাদের জন্য? দ্রব্য মূল্য বৃদ্ধি কাদের দোষে???

২৭| ১৭ ই জুন, ২০১৮ সকাল ৭:৩৯

রাফা বলেছেন: আমি আপনাকে একজন বিবেক সম্পন্ন মানুষ মনে করতাম।কিন্তু এখন দেখছি ২১ বছরের নষ্ট প্রজন্মের প্রতিনিধিত্বকারিদের একজন।এখানে জেনারেল জিয়া,এরশাদ আর খালেদা জিয়ারা স্বার্থক।আপনাদের মত কিছু একটা তৈরি করতে পেরেছ.।এই দেশে নিজামি/সাকা'র মত জারজরাও নির্বাচিত হয়েছে ।তাই খালেদা জিয়া সকল আসনে নির্বাচিত হয়ে কি প্রমাণ করে ফেললো সেটা আমার বোধগম্য নয়।মিগ ২১ নয় আমাদের আরো বেশি কিছু প্রয়োজন ছিলো।সেটা নেই বলেই বার্মার মত দেশও আজ আমাদের কাছে হুমকি।আসলে এগুলো বোঝার মত ঘিলু আপনার মাথায় নেই বলেই এখন আমার বিশ্বাস করতে হোচ্ছে।আমি মনে করিনা ১টি বা ২টি টার্মেই দেশের সব জন্জাল দুর হয়ে যাবে।আর একটা দলের সবাই ফেরেস্তা সেটাও মনে করিনা।এই দেশটা এখন পর্যন্ত অধিকাংশ সময় অপরাজনিতী ও পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসি মানুষ নামের পশুদের দ্বারা পরিচালিত হয়েছে।তাই শেখ হাসিনার সময়ে সবকিছু নিস্কলংক হয়ে যাবে এটা ভাবার কোন কারণ নেই।এবং সেটা শেখ হাসিনা জানেন এবং বুঝেন বলেই বলেছেন আওয়ামি লীগের সবাইকে পয়সা দিয়ে কিনে ফেলা যাবে।শুধু নির্ণয় করতে হবে কে কত'তে বিকাবে।

আসলে তুলনা করা যেতো তখনি যদি শেখ হাসিনা ২১শে আগষ্ট /১৫ই আগষ্ট কিংবা হাওয়া ভবনের মত কিছু সৃষ্টি হতে দিতেন।আপনারা বাংলাদেশে সেই রাজনিতীটাই আসলে চাইছেন।কালো বিড়ালদের পক্ষে সাফাই কিন্তু গায় নাই শেখ হাসিনা।আর বিশেষ কিছু বলতে চাইনা।বললে আপনার পোষ্টের চাইতে বড় হয়ে যাবে আমার জবাব।এই লেখার প্রতিটি লাইনের জবাব আমার কাছে আছে।কিন্তু সেটা দল-কানাদের মনোভাব বদলাতে পারবেনা।তাই অযথা সময় নষ্ট করা হবে।ধন্যবাদ,মি.সে.আনোয়ার।

১৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৭

সেলিম আনোয়ার বলেছেন: ফেয়ার বিসিএস মুভমেন্ট নাম করে ঐ বাস্টার্ডরা আমার ২৭ তম বিসিএস এর পুলিশ ক্যাডার চাকুরি খেয়েছে ১৫ আগস্ট জিয়া করে নাই। তখন আবার বঙ্গবন্ধু একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছেন। দেশে ৭৪ এর দুর্ভিক্ষ তাদের কারণে হয়েছে। ২১শে আগষ্ট গ্রেনেড হামলার বিচার ঠিকই হবে তখন বুঝা যাবে আসল কাহিনী। তৎকালীন সরকার পুলিশ বা আর্মি লেলিয়ে দিয়ে তা করে নাই। এই ফ্যাসিস্ট সরকার হাজার হাজার মাদ্রাসার ছাত্র এক রাত্রে গুম হত্যা করছে। তারা তো মানুষ না । মানুষ হলো দারা যারা মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে লুটপাটের রামরাজত্ব কায়েম করেছে????

আমি কারো দাস বা গোলাম নই।

প্রশ্নপত্র ফাস, মাদকের বিস্তার , ধর্ষন বিপ্লব, চার হাজার কোটি টাকা লুট কিছুইনা, ক্রসফায়ারে নির্মম হত্যা তাদের সমর্থন না দিলে পাকিস্তান পন্থী ।দারুনতো।

কারো কাছে মাথা নত করিনা। দেশের জন্য যে ক্ষতিকর তারে বর্জন করতে এক মুহুর্ত সময় নেই না।

রাফা আপনি ভাল থাকেন ? আপনি কার আদর্শে আছেন? আপনি কি মুক্তমনা? নাকি দল কানা??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.