নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
হাতে পড়িবে রঙিন চুড়ি ঠোঁটে মাখিবে লিপস্টিক,
পড়িবে জানি রঙিন শাড়ি ললাটে আঁকিবে টিপ ।
ঈদের দিনে পরীর রূপে
সাজিবে তুমি ঠিক ।
পাকা রাধুনী তুমি জানে সকল জনে
জিভে সবার আসে জল
ঈদের দিনে তোমার অন্ন পরিবেশনে।
আরো করো মধুর বাচালতা
মেকি সব নিমন্ত্রণবার্তা- আকাশের ঠিকানায়
তোমার মিথ্যে প্রলোভন
জানে সকল আমজনতা-তোমারে কে পায় ?
তারপরও বাসে ভালো প্রহসন রসিকতা
ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি থাকা ।
রমজানের ত্যাগের বিনিময়ে
অর্জিত ঈদ - ধনী গরিব মাঝে
খুশির আল্পনা আঁকে ।
পৃথিবীও অপরূপ সাজে সেজে
পৌঁছে দেয় একই বার্তা ।
ঈদ মোবারক ঈদ! প্রতিটি মানুষের জীবনে
যেন আনন্দ বয়ে আনে।
আনন্দিত হও সবে সুস্থ থাকো
অনাবিল সুখে বাকী জীবনটা কাটাও
পাঠিয়ে দিলাম এই বারতা।
আসিবে ঈদ মোবারক ঈদ
চারিদিকে আজি তাই আনন্দের ঘনঘটা।
তোমার আগমনে-বসন্তের বাতায়নে।
ঈদের দিনে
আজিকার দিনে আর
কোন উচ্চ নীচু নাই
ঈদের নামায শেষে
কোলাকুলি করবো সবাই।
হাসি মুখে বলবো কথা
ফিন্নী জর্দ্দা পোলাও সেমাই
যখন যেটা যার কাছে পাই
আনন্দ চিত্তে খাবো সেটাই।
ভেদাভেদ সব যাবো ভুলে
আজিকের এই দিনে যাবো মিলে
আমরা সবাই- ভাই-ভাই।
বিঃ দ্রঃ কি লিখলাম কেন লিখলাম না লিখাই ভালো
১৫ ই জুন, ২০১৮ রাত ৮:০৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা চাঁদগাজী ।
২| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঈদ মোবারক।
১৫ ই জুন, ২০১৮ রাত ৮:০৩
সেলিম আনোয়ার বলেছেন: ঈদ মোবারক।
৩| ১৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০১
সনেট কবি বলেছেন: ঈদ মোবারক, প্রিয় কবি।
১৫ ই জুন, ২০১৮ রাত ৮:০৪
সেলিম আনোয়ার বলেছেন: ঈদ মোবারক সনেট কবি ।ঈদের রাত্রি পুরস্কারের রাত্রি ।
৪| ১৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
নাইতো চোখে নিদ
মোবারক হো ঈদ!
টিপ, ঠোঁট, লিপস্টিক
১৫ ই জুন, ২০১৮ রাত ৮:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: মুখে ঈদের গীত
১৫ ই জুন, ২০১৮ রাত ৮:৪৫
সেলিম আনোয়ার বলেছেন:
৫| ১৫ ই জুন, ২০১৮ রাত ৮:০০
বৃষ্টি বিন্দু বলেছেন: ঈদ মোবারক সেলিম ভাই...
১৫ ই জুন, ২০১৮ রাত ৮:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা ।
৬| ১৫ ই জুন, ২০১৮ রাত ৮:৪৫
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
কি লিখলেন , কেন লিখলেন তা লিখে দেয়া ভালো না হলেও আমরা বুঝতে পেরেছি ।
ঈদের শুভেচ্ছা রইলো ।
১৫ ই জুন, ২০১৮ রাত ৮:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা ।
৭| ১৫ ই জুন, ২০১৮ রাত ৮:৫৭
জোকস বলেছেন: ঈদ মোবারক।
১৫ ই জুন, ২০১৮ রাত ১০:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা ।
৮| ১৫ ই জুন, ২০১৮ রাত ৮:৫৮
সৈয়দ তাজুল বলেছেন:
পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানবেন।
১৫ ই জুন, ২০১৮ রাত ১০:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ।
৯| ১৫ ই জুন, ২০১৮ রাত ৯:৩৭
ওমেরা বলেছেন: ভাবী, বাচ্চা সবাইকে সহ আপনাকে ইদ- মোবারক । সুন্দর হোক ইদ উৎযাপন।
১৫ ই জুন, ২০১৮ রাত ১১:০২
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ইদ মুবারক ইদ। ভালো থাকবেন নিরন্তর । আজকে ইদের রাত। পুরস্কারের রাত । আজকের রাত অনেক মর্যদাপূর্ণ রাতা
১০| ১৫ ই জুন, ২০১৮ রাত ১০:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক কবি
অনেক অনেক শুভেচ্ছা
১৫ ই জুন, ২০১৮ রাত ১১:১৮
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা বিদ্রোহী ভৃগু ।
১১| ১৫ ই জুন, ২০১৮ রাত ১০:২২
রাজীব নুর বলেছেন: “আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।”
১৫ ই জুন, ২০১৮ রাত ১১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট । কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন ।
১২| ১৫ ই জুন, ২০১৮ রাত ১১:৪৫
পদাতিক চৌধুরি বলেছেন: ঈদ মোবারক প্রিয় কবি ও পরিবারকে।
১৫ ই জুন, ২০১৮ রাত ১১:৫০
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে এবং আপনার পরিবারকেও শুভেচ্ছা ।
১৩| ১৬ ই জুন, ২০১৮ রাত ১:৫৪
মাহের ইসলাম বলেছেন:
ঈদ মোবারক।
১৬ ই জুন, ২০১৮ সকাল ৯:১৭
সেলিম আনোয়ার বলেছেন: ঈদ মোবারক।
১৪| ১৬ ই জুন, ২০১৮ দুপুর ১:১০
খায়রুল আহসান বলেছেন: কি লিখলেন, কেন লিখলেন, সেটা না লিখে দিয়ে ভালই করেছেন। যে যার মত করে বুঝে নিক!
ঈদের আনন্দে অবগাহন করুন, ঈদ মুবারক!
১৭ ই জুন, ২০১৮ রাত ১২:১৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ঈদ মুবারক।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
১৫| ১৬ ই জুন, ২০১৮ দুপুর ১:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদমুবারক ।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫২
চাঁদগাজী বলেছেন:
ঈদের শুভেচ্ছা নেবেন