নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কবিতায় আটকে গেলাম
সামনে চলার পথ হারালাম,
কবিতা লিখে কাটাই প্রহর
কবিতা আমায় দেয়না অবসর।
কবিতাতো দেয়না দেখা,
কবিতা কয়না কথা
জানিনা যে কি শত্রুতা?
কবিতা দেখায় না পথ
কবিতা ডাকে না কাছে
জানিনা কবিতার মনে কী দ্বিধা আছে ?
শুধু জানি যেতে হবে দূরে
কবিতা আমার হওয়ার পরে
বেলা যে পড়ে এলো
কবিতা কি তবে আটকে দিলো?
ঘাড়টি বোধ হয় মটকে দিলো!
তবু ডাকলো না কাছে ।
আরোতো কাজ আছে
আমার আরোতো কাজ আছে।
উজ্জ্বল ভবিষ্যত ডাকছে আমায়
শুধু অপেক্ষায় আছি কবিতা ডাকলে আমায়
চুকিয়ে নেবো লেনাদেনা - তারপর আরকিছু
যদি কবিতা ডাকে কাছে
জানি আগুনের পরশমণি আমার আছে ।
২০ শে জুন, ২০১৮ রাত ১১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন । নিরন্তর শুভকামনা আপনার জন্ং ।
এইটা কি হয়েছে কবিতা ??
২| ২০ শে জুন, ২০১৮ রাত ১১:০৬
কথাকথিকেথিকথন বলেছেন:
অবলীলায় এতো কবিতা লিখে যাওয়ার পরও আপনার এই কবিতা ক্ষুধা কবিতার প্রতি আপনার তীব্র অনুরাগেরই বহিঃপ্রকাশ। কবিতার ছন্দে থাকুন....
২১ শে জুন, ২০১৮ সকাল ৯:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।
৩| ২০ শে জুন, ২০১৮ রাত ১১:২২
পদাতিক চৌধুরি বলেছেন: আজ কবির কবিতা কবিকে দূরে রাখলেও রবিঠাকুর কবিকে কিছুটা দিশা দেখালেন। তাইতো কবি স্মরণ করলেন, চুকিয়ে দেবো লেনাদেনা , আগুনের পরশমণির ছোঁয়া।
অনেক শুভ কামনা প্রিয় কবিকে।
২১ শে জুন, ২০১৮ সকাল ৯:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কবিগুরু সব সময় দিশা দেখায় তবে আমাকে না কবিতাকে। তার জন্য অমন শব্দের অবতারণা্ । মানুষ স্বভাবতই পূজারী কবিরা রবীন্দ্র নজরুলের পূজা করেন । রাজনীতিবিদরা ভাসানী,বঙ্গবন্ধুর পূজা করেন। আরবে আইয়ামে জাহেলিয়াতের সময় ৩৬০ দিনের জন্য ৩৬০ মূর্তি করেপূজা করেন। পূজা আর আরচনা মানুসের সাধারণ নেচার । বঙ্গ বন্ধু কবিতা লিখতে পারতেন না। কিন্তু তিনি যে বক্তব্য দিতেন তা কবিতার চেয়ে কম নয়। তিনি হৃদয়ে ধারণ করেছিলেন রবীন্দ্রনাথকে, কবি নজরুলকে তিনি বাংলাদেশে নিয়ে এসেছিলেন কি পরিমাণ ভালোবেসেছিলেন বাংলার মানুষ জানে। অনেকে বঙ্গবন্ধুকে কবি বলেন । জিয়াউর রহমানও কবি।কবি তিনি যিনি সৃষ্টি করার ক্ষমতা রাখেন্ । আমিও কবি কবিগুরু, নজরুল তাদের মত। অথবা তাদের চেয়ে বড়ো কবি।আমি হয়তো বঙ্গবন্ধুর চেয়ে কম নই কবিতা লেখায় বক্তৃতায় । কিন্তু আমি তাদের অনুজ এটাই কাল হলো। আমি যে তাদের চেয়ে বড়ো হতে পারি সেটা অনেকের হিসেবে নেই।সবাই ভাবছে আরে কবি ররি কতসালে জন্ম নিয়েছেন সব কিছু লিখেছেন ।আরে আমিও তো থেমে নেই। আমিও লিখছি। রবিকে কেন আনি? নাকি ভালবাসাকে কেন টেনে আনি?নেতা হিসেবে আমার পটেনশিয়ালিটি দেখে বর্তমান প্রধানমন্ত্রীর উপদেষ্টামন্ডলীর একজনের আফসোসই আছে। যিনি বঙ্গবন্ধু ছাড়া কাউকে নেতা মানতে নারাজ ।নেতা নাকি আমার মতো হওয়া উচিৎ।
আমি কি আর যেন তেন কবির কাতারে পড়ি।
আমি চির উন্নত মম শির
৪| ২০ শে জুন, ২০১৮ রাত ১১:৫৭
ওমেরা বলেছেন: কবিতা তো আপনার অনেক আছে !
২১ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা তো একটাই আছে। বাকী সব অন্য কবিতা।
২১ শে জুন, ২০১৮ দুপুর ১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: আসলেই তো কবিতাতো অনেক আছে
৫| ২০ শে জুন, ২০১৮ রাত ১১:৫৮
চাঁদগাজী বলেছেন:
শ্বেতভুজা আপার উপর ভর করেছে
২১ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩২
সেলিম আনোয়ার বলেছেন: ভয়ানক ব্যাপার !!!!!!
৬| ২১ শে জুন, ২০১৮ রাত ১২:১০
মনিরা সুলতানা বলেছেন: বাহ !!
আগুনের পরশমণি তো আপনার কাছে'ই
আপনি যে কবিতাতেই আছেন।
২২ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।
আমি বাস করি কবিতার জগতে।
ধরে ফেলি হাওয়ায় ভেসে থাকা কোন কবিতা?
৭| ২১ শে জুন, ২০১৮ সকাল ১০:০১
পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় কবি ভাই। মন্তব্যসূত্রে আবার এলাম। আপনার অত্যন্ত সুন্দর মন্তব্য হৃদয় ছুঁয়ে গেল।
আপনার আগামী দিনগুলি আরও মধুর হোক, কামনাকরি।
২১ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: শুভ কামনায় অশেষ কৃতজ্ঞতা জানবেন। ব্লগে বারবার আসবেন।
৮| ২১ শে জুন, ২০১৮ সকাল ১০:৩৯
রাজীব নুর বলেছেন: একজন আমাকে বললেন, কবিতা লিখে আর কি হবে- বাজারে জিনিসপত্রের দাম কি কমবে?
২১ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন।
৯| ২১ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: এইটা হলো ফ্লাওয়ার বার্ড । বাঙলা করলাম
২১ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৬
সেলিম আনোয়ার বলেছেন: ফুল পাখি
১০| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতায় আপনাকে ডাকছে। আপ্নি সাড়া দিয়ে চলুন। আমরা পাঠক হয়ে আপনার কাছাকাছি থাকবো।
২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা এবং নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ২০ শে জুন, ২০১৮ রাত ১০:৫৭
সুমন কর বলেছেন: কবিদের আর কিছু না থাকুক.....কবিতা আছে !!
সুন্দর হয়েছে। +।