নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
অর্থের অনর্থে
মন চিনলি শুধু অর্থ
অর্থ সব করলো রে অনর্থ
দিনে দিনে কেবল হলিরে তুই অথর্ব ।
অর্থ অর্থ আনে ভালোবাসা আনে ভালোবাসা—
ভালো বাসায় সুখ মেলে কি কভু?
তাতে যদি থাকে অনর্থ সব ঠাসা।
ও মন, মানবিক কারণে অর্থ করো দান—
দান করে তুমি যেনো হওরে পূণ্যবান।
অনর্থক অর্থ ছাড়ো—অনর্থক সবকিছু ছেড়ে
থাকো অনেক দূরে—
অর্থের অনর্থে সব ভালোবাসা ঝরে পড়ে ।
স্যাটেলাইট উড়িয়ে দিও
ভোটের আগে স্যাটেলাইট উড়িয়ে দিও
তারপর ভোট সব চুরি করে
শেয়ালের মতো করিও হুক্কা হুয়িও।
মিডিয়াতে করো প্রচার স্যাটেলাইট দেখে
লোকে ভোট দিয়েছে—
আরো উপায় আছে — পদ্মা সেতুর উদ্বোধন
যদি করতে পারো — তাহলে তো তোমাদের পোয়াবারু
জালভোটের উৎসবে তোমরা যাবে জিতে
মিডিয়াতে করবে প্রচার ভোট তো সব পদ্মা সেতুতে
আমাদের সাথে ওরা কিভাবে জেতে?
কোটি কোটি টাকা উন্নয়নের নামে
তার কত কোটি ভরছো নিজের পকেটে—
তার খবর কি কেউ রাখে?
দূর্ণীতিবাজ আর সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে
পরের দূর্ণীতি আর কুৎসা রটে যাবে
দলকানা কিছু জারজ তাতে আনন্দে লাফাবে
স্যাটেলাইট উড়িও তোমরা পদ্মা সেতু উদ্বোধন করিও
ঠিক ভোটের আগে—
তারপর চুরি করে ভোট নিয়ে— সুষ্ঠু নির্বাচন প্রচার করিও ।
মিডিয়াতে বলবে উন্নয়ন দেখে ভোট দিয়েছে লোকে
নিজোপকেটের উন্নয়ন তোমরা লুকিয়ে রেখো ।
২১ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। দেখবেন এই কবিতাতে যাদের কেবল নীতিবোধ আছে তারাই কমেন্ট করবে ।
২| ২১ শে জুন, ২০১৮ দুপুর ২:৩৯
রোকনুজ্জামান খান বলেছেন: ভোট চুরি হবে তো হবেই
গন ভোট জাল ভোট ,
আরও থাকবে
৫০০ টাকার নোট।
আমার নতুন পোষ্টে একবার ঘুরে আসার আহ্ববান রইল।
আপনাদের অণুপ্রেরণাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে?
২১ শে জুন, ২০১৮ বিকাল ৩:০৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
৩| ২১ শে জুন, ২০১৮ দুপুর ২:৪০
লাবণ্য ২ বলেছেন: চমৎকার!
২১ শে জুন, ২০১৮ বিকাল ৩:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
৪| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩০
রাজীব নুর বলেছেন: লেখকের সাথে পাঠকের যে সম্পর্ক তা কেবল জীবনঘনিষ্ঠ লেখার মাধ্যমেই স্থাপিত হতে পারে।
২১ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: দারুন বলেছেন। জীবন ঘনিষ্ঠ লেখা আবার শ্রেষ্ঠ লেখা।
৫| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৩:৪৪
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
ঠিকই বলেছেন -----
অর্থই যেমন অনর্থের মূল তেমনি ভালোবাসাও যতো অনর্থের গোড়া ।
এই স্যাটেলাইট ওড়ানোও যা আর ঘুড্ডি ওড়ানোও তা, এক্কেবারে বোকাট্টা..... ( এখন পর্যন্ত ) ।
২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনার কমেন্ট বরাবরের মত প্রেরণাদায়ক।
এরা দেশ বিক্রি করছে প্রতিনিয়ত। দেশটাকে দূর্ভিক্ষে দোর গোড়ায় না পৌছে ছাড়বেনা। ক্ষমতা আকড়ে থাকার জন্য সব দিয়ে দিচ্ছে। সম্প্রতি তবলীগ জামাতে রাজনীতির কূটচাল শুরু করে দিয়েছে। তবলীগের সম্প্রতি যে অন্তর্কূন্দল সেটিও এই সরকারের সৃষ্টি। এরা কতটা জঘন্য হতে পারে এবার বুঝেন।
৬| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৪
ওমেরা বলেছেন: অর্থই সব অনর্থের মুল ।
অর্থই সকল সুখের মূল ।অর্থ না থাকিলে জীবন নষ্ট লোকে বলে অর্থব ।
কবিতা দুইখানি সুন্দর হয়েছে , কিন্ত লাইক তো একটার বেশী দেয়া যাবে না তাই মনে দুঃখ পেলাম ।
২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪০
সেলিম আনোয়ার বলেছেন: পোস্ট প্রিয়তে নিলেই দুটো লাইকের চেয়ে বেশি হয়ে যাবে। আপনার ভালো লাগলো জেনে আমি অনু্প্রানিত হলাম ।
৭| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৫
কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার দুটি কবিতা। বাস্তব ও সময়োপযোগী। ভাল লাগলো।
২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। আমার কবিতারা দূর্বোধ্য হয় না কোন সময়।
৮| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: দারুন বলেছেন। জীবন ঘনিষ্ঠ লেখা আবার শ্রেষ্ঠ লেখা।
ধন্যবাদ আপনাকে আমার মন্তব্যের উত্তর এত দ্রুত দেওয়ার জন্য।
২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা । ২য় বার আসার জন্য অনেক অনেক কৃতজ্ঞদও ভালোবাসা জানবেন ।
৯| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: উন্নয়ন বলতে বিশেষ কিছুই..না! লুটপাটের ধান্ধা।
২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০১
সেলিম আনোয়ার বলেছেন: সেটাই।লুটপাটের চেয়েও তারা যেটি করে সেটি হলো দেশকে ঠকায়, দেশের মানুষদের ঠকায় প্রতারনা করে গুয়েবলসীয় কায়দায় দেশচালায়।
১০| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৬
সিগন্যাস বলেছেন: আগে যখন টাকা ছিলনা তখন কি লোকে সুখি ছিল?
২২ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: টাকা না থাকলেও সেরকম কিছু একটা ছিল্ ।
দুই ভাইয়ের বিবাদের শুরু মেয়ে নিয়ে ।সুন্দরী মেয়ে । কাবিল আর হাবিল আদম আঃ এর সন্তান। তাদের ঝগড়া আর হত্যা হলো জীবন সঙ্গী সুন্দরী হওয়া চাই এ বিষয় নিয়ে ।
১১| ২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
চাঁদগাজী বলেছেন:
জেনারেল জিয়া যে গাছ বপন করে গেছেন, সেটা ফল খাচ্ছেন এখন।
২২ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: জেনারেল জিয়ার অনুসারী হাছিনা ভালই বলছেন। যারে দেখতে নারি তার পথে হাছিনার চলা লাগবে কেন? জোর করে ক্ষমাতার গদি দখল তরা লাগবে কেন ??
১২| ২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
শাহরিয়ার কবীর বলেছেন: কিচ্ছু বলার নাই ....
যা হচ্ছে তাই ঠিক, এ মেনে নেওয়ার ছাড়া আর কিছু করার নাই ।।
২২ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০১
সেলিম আনোয়ার বলেছেন: প্রতিবাদ করতে। বিপ্লব করতে হবে। অপশক্তি বিতাড়িত করতে হবে। কাউয়া কাদের যার বক্তব্য কোন সময়ই সুষ্পষ্ট নয় তিনি বলেন বিএনপি কি বলছে বুঝা যায় না। গণতন্ত্রের অর্বিটের বাহিরা যাওয়া যাবে না। ভুতের মুখে রাম নাম । স্বৈরাচার আছে গণতন্ত্র নিয়ে গবেষণায় ।
১৩| ২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
২২ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।
১৪| ২১ শে জুন, ২০১৮ রাত ৮:০৭
সুমন কর বলেছেন: যত সব দোষ ঐ অর্থের !!! ...............হাহাহাহাহ। ভালো হয়েছে। +।
আর ২য়টির জন্য, "চুপ" !!
২২ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা সুমন কর । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১৫| ২১ শে জুন, ২০১৮ রাত ৮:১৭
মেমননীয় বলেছেন: স্যাটেলাইট কি জাগায় সেট হইছে?
আর কোন খবর পাইনা কেন?
জানতে চাই, কারন জানার শেষ নাই!
২২ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
সেলিম আনোয়ার বলেছেন: আমারও জানা নাই। কেউ জানলে জানানুর অনুরোধ থাকলো। প্রধান মন্ত্রী কোন লবিং এ চলেন আল্লাহ জানে ।
১৬| ২২ শে জুন, ২০১৮ রাত ১:২৯
সনেট কবি বলেছেন: চমৎকার কবিতা।
২২ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১৭| ২২ শে জুন, ২০১৮ ভোর ৬:০৬
খনাই বলেছেন: পান্থ ক্ষ্যান্ত হও, দেখো সাতান্নধারার পথ
নীতি কথায় এ' জামানায় পুড়ে যায় মনোরথ !
আমি কিন্তু কবি উদ্বেগ প্রকাশ করলাম আপনার জন্য। দুটো কবিতায়ই দু'শো করে ভালোলাগা !!
২৩ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
কবিরা সবসময়/ সবাই নির্বোধ নয়। বরং সবচেয়ে প্রতিভাবান। জাতীর বিবেক। তারা মানুষের অন্তরের চক্ষু খুলিয়া দিবেন। সেজন্য কবিদের বিচক্ষণ হওয়া জরুরী। নাহলে আলোর দিশারি তিনি দিবেন কিভাবে ?
১৮| ২২ শে জুন, ২০১৮ সকাল ৯:৩২
সেলিম আনোয়ার বলেছেন: ব্রডব্যান্ড এ সামহোয়্যার ইন ব্লগ পাওয়া যাচ্ছে না। প্রত্তুত্তরে বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ করছি।
১৯| ২২ শে জুন, ২০১৮ সকাল ১১:২৯
সিগন্যাস বলেছেন: আজব কথা।ব্রডব্যান্ড এ সামু না পাওয়ার কি আছে?
২৩ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: এই কমেন্টের পর পাওয়া যাচ্ছে। শেষ পোস্টটি আমি করেছিলাম মুঠোফোন দিয়ে।
©somewhere in net ltd.
১| ২১ শে জুন, ২০১৮ দুপুর ২:৩১
কাইকর বলেছেন: বেশ সুন্দর