নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ভালোবাসা ভালো নয়
বলে মন্দলোকে;
ভালোবাসাহীন পৃথিবীটা
কাটে মহাশোকে।
তুমি যতই বড়াই করো
কপোটভাবে আমায় ছাড়ো
আসলে তো থাকো শোকে
বুকের ভেতর অন্তলোকে।
আমার পথ পাওনা খুঁজে
অবুঝ মন তা কি বুঝে?
স্যাতস্যাতে ভ্যাবসা গরমে
ঘামছে তনু ঘামছে মন,
বৃষ্টি হলে তো কথাই নেই
দুজনাতে ভিজবো কখন,
কাটে বেলা সেই আশাতেই।
জোনাক আলো খেই হারালো
চন্দ্রলোকে যেই হাত বাড়ালো।
ভাবি কেবল-
হিয়ায় হিয়া বাঁধবো প্রিয়া।
এই আশাতে-
ভাসাই ভেলা দু'জনাতে
যতই একেলা থাকি
মনে মনে সঙ্গোপনে
কাটে প্রহর তোমায় নিয়া ।
২৫ শে জুন, ২০১৮ রাত ২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্ট ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন।
২| ২৫ শে জুন, ২০১৮ সকাল ৭:০৫
সিগন্যাস বলেছেন: বিশ্বকাপের মধ্যে প্লেয়ারদের ব্যক্তিগত ব্যাপারস্যাপার টেনে নিয়ে আসা ঠিক না
২৫ শে জুন, ২০১৮ সকাল ৭:৪২
সেলিম আনোয়ার বলেছেন: এটা একটা কবিতা প্রচেষ্টা। মডেল হিসেবে প্রিয় খেলোয়াড়দের ছবি ব্যবহার করেছি এই যা।
৩| ২৫ শে জুন, ২০১৮ সকাল ৯:৩৬
রাজীব নুর বলেছেন: লেখা এবং ছবি চমৎকার।
তবে মেসি আর তার প্রেমিকের আরও সুন্দর সুন্দর ছবি আছে। আপনি বেছে বেছে কম সুন্দর ছবিটাই দিয়েছেন।
লেখা এবং ছবি চমৎকার।
তবে মেসি আর তার প্রেমিকের আরও সুন্দর সুন্দর ছবি আছে। আপনি বেছে বেছে কম সুন্দর ছবিটাই দিয়েছেন।
২৫ শে জুন, ২০১৮ সকাল ৯:৪১
সেলিম আনোয়ার বলেছেন: দিয়া দিলাম রাজিব নূর আপনার চোখে সেরা ছবি ।
৪| ২৫ শে জুন, ২০১৮ সকাল ৯:৪১
চাঁদগাজী বলেছেন:
২/৪ জন তারকার ভালোবাসা কোনভাবেই উদাহরণ হতে পারে না
২৫ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: এটা শুধু উদাহারণ। সবারটা দিতে গেলেতো মহা ঝামেলা........এরাই সবচেয়ে ফেভারিট জুটি ।
৫| ২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মেসির আগের ছবিটা জন্য কমেন্ট করিনি!
আপনি এত লুলিয়া কেন?(লুলিয়া আমার নিজের আবিষ্কার করা শব্দ! এর অর্থ ন্যারো মাইন্ড, অবিবেচক ও কট্টর স্বভাবের লোক!)
ছবিটা চেন্জ করার জন্য ধন্যবাদ!
৩নাম্বারে সোনালি চুলের সুন্দরীর নাম কি?
উফ্! সে যা হট!!
আমি পালাই চটপট!
২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৮
সেলিম আনোয়ার বলেছেন: হিপস ডোন্ট লাই......শাকিরা। তার জন্য ও বলদ পিকের ছবি দেয়া। কোমরে তার যাদু আছে। শেক ইট বেবী..........................
৬| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে সালা(আপনাকে বলিনি)
তাইতো বলি চেনা চেনা লাগে কেন?
এটা হট, সেক্সি
ওয়াকা ওয়াকা ও ও...
২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৯
সেলিম আনোয়ার বলেছেন: আপনি কি মনে করছেন বলদ পিকের জন্য ছবি দিয়েছি.....স্পেনের ইনিয়েস্তার খেলা আমার ভালো লাগে।
এর চেয়ে ভালো কবিতা এলিয়েন লিখে দিবে। আজকে লিখলাম দুইটা কবিতা।
নিজের উপর রাগ করে । রাত আড়াইটার সময় কেন কবিতা লিখলাম তাই ।
২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:১০
সেলিম আনোয়ার বলেছেন:
এই লন আমার কবিতা
৭| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা চমৎকার হয়েছে। + +
ছবিগুলো না দিলেও চমৎকারই হতো।
০৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৮| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩২
ভ্রমরের ডানা বলেছেন:
কবির অতৃপ্ত বাসনা পূর্নতা পাক! আমীন!!
০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০১৮ রাত ২:৪৪
রাকু হাসান বলেছেন: মনে মনে সঙ্গোপনে
কাটে প্রহর তোমায় নিয়া..লাইটি বেশি ভাল লাগলো । ট্রেন্ডিংয়ের আলোকে ছবি নির্বাচন বেস্ট হয়েছে ।