নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমার কেবল ইচ্ছে জাগে তোমার কাছে থাকতে
সবুজঘাসে মাদুর পেতে শুয়ে
বাহুডোরে তোমায় জড়িয়ে রাখতে
আকাশপানে চেয়ে গুনগুনিয়ে শুনাবে তুমি মধুর কোন গান
আমি সেথা মুগ্ধ শ্রোতা –ফাঁকে ফাঁকে ভিজিয়ে দেবো তোমার অধরখান
গোধূলির রবির মতো পড়বে ঢলে আমার গায়ে
আমিও তোমার বুকে কাঁঠালচাপার গন্ধ শুঁকে
ভালোবাসার সাত রঙা চা করবো সেথা পান
ভালোবাসার সূরা করবো তোমায় দান।
সমকামিতা নহে ক্ষুদ্র কোন পাপ,
গোনাহে কবীরা তা—
তওবা ছাড়া সে গুণাহের নেই কোন মাফ।
পবিত্র কোরআনে লেখা আছে,
লূত নবীর কওম থাকিতো মেতে
সমকামিতায়—
লূত নবীর সাবধান বাণী
কেহ শুনেনি হায়!
এমন সময় কয়জন বালক
নবীর ঘরে হলেন মেহমান,
দেখতে তারা খুব সুদর্শন
পাড়ার লোকে জানলে শেষে
সমকামিতায় উঠবে মেতে
লূত নবী এসব ভেবে ভয়ে কম্পমান ।
ভীরুমনে করিলেন তাদের
অন্ন পরিবেশন,
তাদের কেহ খেলোনা তা
ভয় তার গেলো বেড়ে
সেই সময়ে শত্রু কেহ এলে ঘরে
করতো না জলপান।
এমন সময় দরজাতে তাঁর সমকামীর দল
দরজা ভেঙে ঢুকতে চেয়ে করছিলো শোরগোল।
নবী তখন ভয়ে কাঁপিছে থরোথরো
মেহমানের কিছু হলে –বেজায় করোবরো।
সমকামীদের ভয়ে মেহমানেরা পেলনা কোন ভয়!
নবীকে বলিলেন তারা হে আল্লাহর নবী,
আমরা ফেরেশতা আমাদের মাঝে কেহই মানব নয়।
এখনি এ এলাকা থেকে আপনি কেটে পড়েন
আল্লাহার আজাব আসিতেছে এই খবর নেন।
আযাব নিয়ে আল্লাহ জাল্লা শানহু আমাদের পাঠিয়েছেন।
লূত নবী পালিয়ে গেলেন সেই এলাকা ছেড়ে
লূতের কওম একনিমিষে ধ্বংস হলো লোকালয় ডেড সী হলো
আল্লাহর আযাবে পড়ে।
২৭ শে জুন, ২০১৮ রাত ১:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুৃভকামনা
২| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
চাঁদগাজী বলেছেন:
একের ভেতরে দুই; বিশ্বকাপটা কোনভাবে যোগ করা যায় না?
২৭ শে জুন, ২০১৮ রাত ১:২৩
সেলিম আনোয়ার বলেছেন: একটা পোস্ট করে দিলাম।
৩| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
কাওসার চৌধুরী বলেছেন: প্রথমটি তো দারুন একখান প্রেমর কবিতা। বারবার পড়তে মন চায়। আর দ্বিতীয় কবিতাটিও তো সমকামিতা নিয়ে। আপনি ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে বিষয়টি তুলে ধরেছেন। আমিও ব্যক্তগত ভাবে এই মানসিকতাকে পছন্দ করি না। তবে, পৃথিবীর অনেক দেশে এটাকে সহজভাবে নেয়। এটি মানসিক রোগ নাকি প্রকৃতি প্রদত্ত মানসিকতা জানি না।
প্রিয় কবির কবিতায় লাইক দিলাম।
২৭ শে জুন, ২০১৮ রাত ১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: সমকামিতা ধর্মীয় দৃষ্টিভঙ্গীতে হারাম তা জানানোই ২য় কবিতার উদ্দেশ্য । আর কিছু নয় ।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
৪| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
সেলিম আনোয়ার বলেছেন: অফিস থেকে বাসায় গিয়ে সবার কমেন্টের জবাব দেবো ।
৫| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
স্রাঞ্জি সে বলেছেন: ভাল লাগল।
২৭ শে জুন, ২০১৮ রাত ১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৬| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: কোরআনের সমকামিতার ঘটনা নিয়ে নাজিলকৃত আয়াত গুলো নিয়ে কাব্যে ভাললাগা
++++
২৭ শে জুন, ২০১৮ রাত ১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: চেষ্টা করেছি কোরআনের আলোকে লেখার।
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
৭| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
রাকু হাসান বলেছেন: প্রথমে রোমন্টিকতায় মুগ্ধ তারপর ইসলামী বিষয় তুলে ধরায় ।
২৭ শে জুন, ২০১৮ রাত ২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা।
৮| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
সিগন্যাস বলেছেন: বাহ বিচিত্র জিনিস নিয়ে লেখা শুরু করেছেন তাহলে।বিশ্বকাপ জ্বর সেরেছে
২৭ শে জুন, ২০১৮ রাত ৮:০৯
সেলিম আনোয়ার বলেছেন: বিশ্বকাপ জ্বর আবার সারে নাকি? সমকামিতা ভয়াবহ পাপ। গে অথবা লেসবিয়ান দুটো পুরুষ নারীর মিউচুয়াল সেক্সের তুলনায় বেশি খারাপ ও বড় গুণাহের কাজ।
৯| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: দুটি কবিতাই ভালো লাগল। প্লাস দিলাম।
২৭ শে জুন, ২০১৮ রাত ৮:১১
সেলিম আনোয়ার বলেছেন: কবিতায় ভালোলাগায় অসংখ্য ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা ।
১০| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:৫২
রাজীব নুর বলেছেন: আমি কেন কবিতা লিখতে পারি না।
২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কেন যে পারেন না ।। গল্প তো লিখতে পারেন ।
১১| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন:
সমকামিতার ভাইরাস যেন আমাদের না আসে
কবিতাগুলো ভালো লিখেছেন।
২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
সমকামিতা ভাইরাস যেন পুরুষ বা নারীদের কলুষিত করতে না পারে।।
সবার সুস্বাস্থ্য কামনায় ।
১২| ২৮ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৬
সিগন্যাস বলেছেন: কিন্তু এই বিচিত্র বিষয়ে হঠাৎ পোষ্ট কেন?শানে নযুল বলুন পোষ্টের
২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
সেলিম আনোয়ার বলেছেন: সমাজ সচেতনতা, ধর্মীয় দৃষ্টিকোন থেকে সমকামিতা কতটা খারাপ তা উপস্থপন করা। সেক্সের জন্য আল্লাহর আযাব আসেনি কিন্তু সমকামিতার জন্য এসেছে। এটা অনেক বড় পাপ। লূত আঃ সম্প্রদায়কে বুঝাতেন তোমাদের জন্য আমার মেয়েরা আছে তোমরা সমকামিতা করো না। এটা গর্হিত এবং অনেক জঘন্য ।
ব্যস এটুকুই।
কাউকে জোর করার জন্য নয়। সমকামিতা বিষয়ে ইসলামে অবস্থান ব্যাখ্যা করা স্মরণ করিয়ে দেয়া ।
১৩| ৩০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৮
লিট্রিমিসটিক বলেছেন: ছন্দে ছন্দে ইসলামী ইতিহাসের কাহিনী খুব ভাল লাগল। ভাল থাকবেন কবি।
©somewhere in net ltd.
১| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০১
কাইকর বলেছেন: আপনার কবিতা বরাবরই ভাল লাগে।সুন্দর কবিতা প্রিয় কবি