নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
নতুন পাকিস্তান
মহান একাত্তরে,
দেশেরলাগি দিয়েছিলো যারা প্রাণ
তারাতো চায়নি কোন- নতুন পাকিস্তান।
তা্ই বলি চাটুকার আর সব দালালের
কলার ধরে জোরছে মারো টান।
ওরা চেতনার হত্যাকারি, ওরা লুটেরা মিথ্যাবাদী
রাজকোষাগার করছে ফাঁকা, করেছে লয় বিচারালয়
ওরা প্রহসণের নির্বাচন শেষে নৈরাজ্য করছে দেশে
ওরা চোরের মায়ের বড়ো গলা, মিথ্যে কথা কয়।
ওদের ঘৃণা করো, পথে ঘাটে করো হে অপমান!
আমরা যারা সবার উপর দেশকে ভালোবাসি
স্বাধীনতার পতাকাটা আকড়ে ধরে আজও বেঁচে আছি।
এখন থেকে সবখানে গণতন্ত্রের শত্রুদের
ঝাটা মেরে করবো বিদায়
লাগবে না আর তাদের জ্ঞান দান।
স্বাধীনতার কথা বলে গড়ছে ওরা নতুন পাকিস্তান।
ওরা মারছে দেশের মানুষ
ওরা লুটছে কেবল দেশের সম্মান।
কি করিবো
কি করিবো এখন আমি কি করিবো রে
কি করিলে মনের ব্যথা সহিতে পারিবো রে
অপেক্ষার প্রহর সাজিয়ে বহর বাড়ায় পরিসর
এই যাতনা আর কতোকাল সহিতে পারিবো রে।
মনের সুখে তা তা থৈ থৈ কবে নাচিবো রে।
মনের বনে লাগলে আগুন
মনের বনে লাগলে আগুন
দু'চোখ হয় নদী,
অশ্রুজল বয়ে চলে জীবন নিরবধী
সময় চলে যায়-
সময়ের ডানায় চড়ে
যৌবন ফুরিয়ে যায় কর্পূরের মতন।
তবু ফুরায়না মনের আশা
অপূর্ণ সব আশা পূঞ্জীভূত মেঘ হয়ে
মন আকাশে ভাসে।
গুমোট আবহাওয়ায় নিরবে নিভৃতে
বৃষ্টি হয়ে নামে মনের যতো আগুন;
হৃদয়ের রক্তক্ষরণ।
প্রিয়তমা পায়না তার দেখা।
মিথ্যে অভিমান বুকে নিয়ে
হয়তো সেও আছে একা।
জীবনটা এক জ্বলন্ত মোমবাতি
জীবনটা এক জ্বলন্ত মোমবাতি,
মরণে যায় ফুরিয়ে তার সকল অসংগতি।
সতত চেষ্টায় যায়না তারে পাওয়া
মরণের পরে মনে রাখিবে কে কারে?
যতোদিন আছি বেঁচে কুহকের মতো তারে
ডাকিতেছি বারে বারে।
মরণের পরে ডাকবো না আর
হিজলের বনে থাকবো না আর
মনের সুখে যেও ভুলে সকল বিড়ম্বনার ।
ছবি: নেট
২৯ শে জুন, ২০১৮ রাত ১০:৫১
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
২| ২৯ শে জুন, ২০১৮ রাত ১০:৩৭
লাবণ্য ২ বলেছেন: সুন্দর।
২৯ শে জুন, ২০১৮ রাত ১১:২৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ২৯ শে জুন, ২০১৮ রাত ১০:৪৫
রাকু হাসান বলেছেন: সত্যিই জীবন টা জলন্ত মোমবাতির মত ....বাংলাদেশের ভিতরেও পাকিস্থান অাছে ..এ নিয়ে একদিন লিখবো ...
সেলিম আনোয়ার ভাই কেমন আছেন?
২৯ শে জুন, ২০১৮ রাত ১১:২৯
সেলিম আনোয়ার বলেছেন: ভালো আছি বেশ আছি।
সত্য কথা বলতে পারছি ।
যতদিন বেচে থাকা যায় সত্য সাধনার বিকল্প নাই ।
৪| ২৯ শে জুন, ২০১৮ রাত ১১:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: পাকিশোষকরা ছিল ভিনদেশী শত্রু!! দেশী শোষকদের বিরুদ্ধে নতুন মুক্তিযুদ্ধর সময় আসন্ন!!!!!
জুলুম লুটপাট অত্যাচার সীমা ছাড়িয়ে যাচ্ছে!!!
বলা কেউ নেই! কেউ ভীত তো কেউ সমর্পিত!!!!!!!
মাৎসানায় সময়ে স্বদেশ!!!!!!!!!!!!!!!
২৯ শে জুন, ২০১৮ রাত ১১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: প্রতিটি জায়গা থেকে ওদের গলা ধাক্কা দিতে হবে। কুকুরের মত লাথি মেরে তাড়িয়ে দিতে হবে। সবাই। মিডিয়ার, সংস্কৃতি অঙ্গণের, প্রতিটি পত্রিকার সবাই মিলে ওদের সকল অপকর্ম তুলে ধরে এদেশ থেকে চিরো বিদায় করতে হবে । ওরা এদেশের শত্রু ।পাকিস্তানীদের যেভাবে এই দেশের মানুষ বিতাড়িত করেছে ঠিকই সেইভাবে। এদেশে মাটিতে ওদের ঠাঁই নাই ।ওদের অবাঞ্চিত করতে হবে ।
৫| ২৯ শে জুন, ২০১৮ রাত ১১:৩৪
ভ্রমরের ডানা বলেছেন:
জয় গুরুর জয়!
কবিতা হয়েছে খাসা
জ্বালাময়ী সুধাময়!
৩০ শে জুন, ২০১৮ রাত ১২:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে নিরন্তর শুভকামনা। শুকরদের আর ক্ষমা নাই।
৬| ২৯ শে জুন, ২০১৮ রাত ১১:৪২
সনেট কবি বলেছেন: কবিতা ভাল হয়েছে।
৩০ শে জুন, ২০১৮ রাত ১২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৭| ২৯ শে জুন, ২০১৮ রাত ১১:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! দারুণ কবিতা। তবে মোমবাতি সবকিছুকে ছাপিয়ে গেছে।
শুভ কামনা প্রিয় কবি ভাইকে। পাশাপাশি একটা ব্যাপার শেয়ার না করে পারছি না যে আমাদের প্রিয় ভ্রমরের ডানা ভাইকে এখন দারুণ ভাবে পেয়ে আমার মত অপেক্ষাকৃত নবাগতরা আনন্দিত। সত্যি ব্লগ যেন ঝলমল করছে।
শুভ কামনা প্রিয় কবিকে।
৩০ শে জুন, ২০১৮ রাত ১:৪০
সেলিম আনোয়ার বলেছেন: ভ্রমরের ডানা ব্যাক করাতে আমিও খুশি।
কবিতা ভাল লেগেছে যেনে ভালো লাগলো।
৮| ৩০ শে জুন, ২০১৮ রাত ১:৫৪
শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল।
৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কোনটা বেশি ভালো লাগলো??
৯| ৩০ শে জুন, ২০১৮ রাত ২:১০
কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! তিনটি কবিতাই কালজয়ী। চমৎকার শব্দ চয়ন ও ভাব। স্যার, আপনার কয়টি কবিতার বই বের হয়েছে?
কবিতায় ভাল লাগা। লাইক দিলাম।
৩০ শে জুন, ২০১৮ দুপুর ১:৫০
সেলিম আনোয়ার বলেছেন: ত্র একটি।
এখানে একটি কথা জানিয়ে রাখি আমার ব্লগে যত কবিতা আছে তা দিয়ে ১০ টি বই বেড় করা সম্ভব । আমি খুব অল্প কয়টি বই বেড় করবো আশা রাখি। অবশ্য ভালো প্রকাশকের আগ্রহের উপর অনেক কিছু নির্ভর করছে ।
লাইক আর কমেন্টের ক্ষেত্রে নিরপেক্ষতার খুব অভাব। যার সঙ্গে যার খাতির কিংবা গ্রপিং তারা নিজেদের মধ্যে লাইক কমেন্ট ভাগাভাগি করলেও কোয়ালিটি কনস্টান্ট। এটা মাথায় রাখতে হবে । আমি ভালো কিছু করতে পারলে আপনি প্রশংসিত হবে। শুধু তেলবাজি বেশিদিন চলেনা।
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
১০| ৩০ শে জুন, ২০১৮ রাত ২:১৩
অক্পটে বলেছেন: 'নতুন পাকিস্তান' কবিতাটি অসম্ভব ভালো লাগলো। রক্তের প্রতিটি কণিকায় একটা স্ফুরণ ঘটে গেল। দারুণ উপলব্ধি! একটা অনবদ্য কবিতা পেলাম অনেকদিন পর।
লুটেরা বুক চিতিয়ে ঘুড়ে বেড়াচ্ছে দেশ জুড়ে। আর খয়ের খাঁ'রা ওদেরই স্তুতি গাইছে নির্লজ্জভাবে। ঠিক এমনই বিরক্তিকর একটা সময়ে আপনার এই কবিতা!
৩০ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৯
সেলিম আনোয়ার বলেছেন: অকপটে সত্য কথা উপলব্ধির জন্য অশেষ কৃতজ্ঞতা। অনেকেই টাকার কাছে ক্ষমতার কাছে বিক্রি হয়েছে। তবে যিনি সত্যিকার অর্থে কবি তিনি বিক্রি হবেন না । এটাই স্বাভাবিক। কবি এদিক দিয়ে বিবেচনায় সমাজের রাষ্ট্রে দর্পন। সে দর্পনে যে প্রতিফল সেটি যুগে যুগে মানুষের পদপ্রদর্শন করতে ধ্রুবতারার মতো।
এটা বিপ্লবের সময় । এটা সেই সময় যে সময়ে বঙ্গবন্ধু বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে ঝাপিয়ে পড়।
সবােই গণতন্ত্রের মঞ্চ বানিয়ে গর্বের সাথে সেই খানে অবস্থান করতে হবে। গনতন্ত্র রক্ষা করতে হবে। নব্য পাকিস্তানীদের দেশ থেকে বিতাড়িত করতে হবে । খালেদা জিয়াকে তীব্র আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে হবে। একজন নারী, একজন মা, একজন ৭১ এ ভূক্তভূগি জেলে আছেন একজন সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে জেলে আটকে রেখেছে অবৈধ সরকার তাকে মুক্ত করতে হবে।
১১| ৩০ শে জুন, ২০১৮ রাত ২:৩৩
চাঁদগাজী বলেছেন:
পাকিস্তান বানায়েছেন জেনারেল জিয়া; জিয়া কয়জন পাকিস্তানী কর্ণেলকে হত্যা করেছেন? কমপক্ষে বাংগাদেশী মুক্তিযোদ্ধা কর্ণেল তাহেরকে তো ফাঁসি দিয়েছেন! জেনারেল জিয়া ১৯ ক্যু'তে কতজন মুক্তিযোদ্ধাকে ফাঁসি দিয়েছেন? মনে হয়, আপনিও অল্পের জন্য বেঁচে গেছেন!
বেগম জিয়া আমাদের প্রাইম মিনিষ্টার ছিলেন, নাকি পাকী মিলিটারীর কর্তৃক নিযুক্ত প্রাইম মিনিষ্টার ছিলেন?
৩০ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: বেগম জিয়া তিনবারের প্রধান মন্ত্রী। সবচেয়ে জনপ্রিয় নেত্রী। যে নির্বাচনে কোনদিন হারে নি।
১৫ ফেব্রুয়ারীর নির্বাচন দিয়ে তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছিলেন নির্বাচনী ব্যবস্থা সুষ্ঠ নিরপেক্ষ গ্রহযোগ্য করার জন্য।
শেখ হাছিনা সেটা বাতিল করে পাপ করেছেন। দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা রেখে গণতন্ত্রের প্রহসন চালু করেছেন। নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, ক্ষমতা কুক্ষিগত করে কোটি কোটি টাকা আত্নসাৎ করেছেন। দেশের গণতন্ত্র নষ্ট করেছেন।
জিয়তো বেচে নেই থাকলে এতদিন এদেশ মালয়েশিয়ার মতো উন্নত হতো। জিয়ার মতো মুক্তিযুদ্ধা যদি কোন মুক্তিযুদ্ধা মেরে থাকেন সেটা দেশের স্বার্থে মেরেছেন। এখন এমন অনেক মুক্তিযুদ্ধা আওয়ামীলীগে আছে দলকানা কালোবাজারি তাদের বাচিয়ে রাখা পাপ। তেমন লোকদের মেরে জিয়া দেশের উন্নয়ন করেছেন্।
এই যে জামাতের এত বদনাম করা হয় তারাও তত্ত্বাবধায়ক সরকার গঠনের পক্ষে ছিলেন । আওয়ামীলীগ এখন জামাতের চেয়ে খারাপ এবং জঘন্য দলে পরিণত হয়েছে । এটাই বাস্তবতা। বঙ্গ বন্ধুর আওয়ামীলীগ নেই।৭২ এর নির্বাচনে জাল ভোটের ছড়াছড়ি হয়েছে শুনেছি এখন এই সরকার প্রমান করছে কতটা খারাপ এরা হতে পারে।
১২| ৩০ শে জুন, ২০১৮ সকাল ৭:১৩
সিগন্যাস বলেছেন: সবগুলো কবিতায় বেশ হয়েছে।আপনার জীবনবোধ প্রবল।প্লাস নেন
৩০ শে জুন, ২০১৮ দুপুর ২:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । আপনার জন্য নিরন্তর শুভকামনা থাকলো।
১৩| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:১০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। সহজ সরল ভাষা।
৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা এবং নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০১৮ রাত ১০:৩২
রোকনুজ্জামান খান বলেছেন: আমরা জলন্ত মোমবাতি,
আগুনের পরশ মনি।
একদিন যাবো ফুরি,
সকল মায়া ভুলি।