নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ওমেরা প্রতিবাদী তিনি ভালোবাসতে জানেন
পাশে থাকতে জানেন। অনেক মেধাবী ।
তার অন্তর্চক্ষু খোলা বিশাল হৃদয়ে দেখেন;
তিনি অসহায়ের সহায় হয়ে
গল্প কবিতা কাব্য লিখেন।
প্রবাসী হয়েও তার হৃদয়ে আছে দেশপ্রেম
তিনি সদাব্যস্ত – তবু যেন জীবনবাবুর বনলতা সেন।
তার ধৈর্য্য আছে তার অপরূপরূপে
মুগ্ধ সবাই। তিনি নিরহংকার।
তিনি লিখতে জানেন তিনি গড়তে জানেন
তিনি প্রেরণা হয়ে ব্যথিত হৃদয়ে প্রশান্তি দানেন।
তিনি ভালোবেসে পরকেও কাছে টানতে জানেন।
ওমেরা একরাশ শুভেচ্ছা আপনার তরে
লিখতে থাকুন আনন্দ নিয়ে অকাতরে।
..........................................................
ওমেরার মন ভাল হয়ে যাক। ওমেরা দূরদেশে বসে বাংলায় লিখছেন। এটা কম কথা নয়। ছোট্ট কবিতা ওমেরাকে উৎসর্গ করা হলো। ওমেরাকে কেন্দ্র করে ঘটে যাওয়া সকলের মনমালিন্য দূর হয়ে যাক। আমি কষ্টে আছি।
১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন।
২| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩১
সিগন্যাস বলেছেন: জ্বি আমিও সেই আশা করছি । ওমেরা লেখালেখি বন্ধ করে বসে আছে
১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৬
সেলিম আনোয়ার বলেছেন: এই কবিতা পড়ার পরে একটুও কষ্ট থাকার কথা নয়। আমি এখন সেরা কবি। ওমেরাকে নিয়ে লিখেছি কবিতা। এই খুশিতে সমস্ত ব্যথা ভুলে যাওয়া উচিৎ। অপার আনন্দ লাভ করা উচিৎ। তারপর ব্লগিং করা শুরু করা উচিৎ ।
৩| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৩
ওমেরা বলেছেন: সেলিম ভাইয়া এই কবিতা পড়ার পরও কি কারো মন খারাপ থাকতে পারে ??
আপনাদের মত কিছু ব্লগার পাশে আছে বলেই মনে সাহস নিয়েই এখনো টিকে আছি । ইনশা আল্লাহ ! সময় সুযোগ যত দিন থাকবে টিকে থাকব ।
অনেক অনেক ধন্যবাদ মন ভাল করা কবিতার জন্য ।
১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৯
সেলিম আনোয়ার বলেছেন: আশা করি আপনার মন ভালো হয়ে গেছে। আমরা আছি আপনার সঙ্গে। মন খারাপের কী আছে? অনেক সময় দুই জন ভাল মানুষের মধ্যেও ঝগড়া হয়ে যায় । একজন মন্দ হলেতো কথাই নেই।
তাই বলি মন খারাপ করবেন না। সতত ভাল থাকুন। প্রাণভরে ব্লগিং করুন। আমাকে একটা নয় ৫টা কমেন্ট করুন।
শুভকামনা থাকলো আপনার জন্য ।
৪| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৩
তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সেলিম ভাই , ওমেরা আপুর সাথে যা যা ঘটেছে তা খুবই দুখঃজনক , আপুর এবং আপনার জন্য শুভকামনা ।
১১ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনার জন্যও শুভকামনা।
ওমেরার জন্য সমবেদনা।
কারো বেদনা সহিতে পারি না ।
ওমেরা ভাল থাকুক। অনেক ভালো। দারুন সব সৃষ্টি দিয়ে মাতিয়ে রাখুক সামহুয়ার ইন ব্লগ।
৫| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: ওমেরা এবং আপনি- আপনাদের দুজনকেই অনেক শুভেচ্ছা।
আপনারা দু'জনই চমৎকার ব্লগার।
১১ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৫০
সেলিম আনোয়ার বলেছেন: আপনিও চমৎকার ব্লগার। নিরলস ভাবে একের পর এক পোস্ট করে যাচ্ছেন।সব ব্লগে কমেন্ট করে যাচ্ছেন । নতুন পুরোনো সব ব্লগার সবাইকে উৎসাহিত করছেন।
ওমেরা নতুনদের মধ্যে ভালো করছেন। একদিন সত্যি দক্ষ লেখকে পরিণত হবেন্ । তার জন্যও শুভকামনা বাংলার সাহিত্যের আকাশে ওমেরা খ্যাতি অর্জন করুক ।
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
৬| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৪
মলাসইলমুইনা বলেছেন: তার ধৈর্য্য আছে তার অপরূপরূপে
মুগ্ধ সবাই। তিনি নিরহংকার।
তিনি লিখতে জানেন তিনি গড়তে জানেন
তিনি প্রেরণা হয়ে ব্যথিত হৃদয়ে প্রশান্তি দানেন।
তিনি ভালোবেসে পরকেও কাছে টানতে জানেন।
ওমেরা একরাশ শুভেচ্ছা আপনার তরে
লিখতে থাকুন আনন্দ নিয়ে অকাতরে।
সেলিম ভাই,
ওমেরাকে নিয়ে কবিতা ওমেরার মতোই সুন্দর হয়েছে I
১১ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: ওমেরা সত্যি দারুন সুন্দরী। রুপে গুণে অনন্যা। আমি তার সার্বিক মঙ্গল কামনা করি।
আপনার কবিতা ভাল লেগেছে জেনে খুব ভাল লাগলো।
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন।
ব্লগে আপনিও দারুণ লিখছেন কমেন্ট করছেন। এখন হয়তো সাময়িক বিরতি চলছে। আশা করি আবারো নিয়মিত হবেন।
ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো।
৭| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৫
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর লিখেছেন। + +
একটু আগে শায়মাকে নিয়ে লেখা আপনার চমৎকার কবিতাটাও পড়ে এলাম।
একজন নিত্য হেনস্থাধীন সহব্লগারের পাশে এভাবে এসে দাঁড়ানোর জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি আপনার কাছ থেকে এমন উৎসাহ লাভ করে ওমেরা পুনরায় তার লেখা নিয়ে ব্লগে ফিরে আসবেন।
১১ ই জুলাই, ২০১৮ সকাল ৭:০০
সেলিম আনোয়ার বলেছেন: আপনার পরিণত লেখা ব্লগকে সমৃদ্ধ করেছে। কমেন্টে আপনার বিচক্ষণ উপস্থিতি ব্লগারদের জন্য অনুপ্রেরণা।
আশা করি আপনার কমেনে্ট ওমেরা খুশি হয়ে নতুন ভাবে আনন্দ নিয়ে ব্লগযাত্রা শুরু করবে।
আপনার জন্য একরাশ শুভকামনা।
১ম সেমি ফাইনালে ফ্রান্স জিতে গেছে। আমার ধারণা ইংল্যান্ড ফ্রান্স ফাইনাল হবে। ইংল্যান্ড জিতে যাবে। আর না জিতলেও এবার ইংল্যান্ড সমর্থন করবো।
৮| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ওমেরার জন্য শুভকামনা।
ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার।
১১ ই জুলাই, ২০১৮ সকাল ৭:০১
সেলিম আনোয়ার বলেছেন: আপনার জন্যও শুভকামনা।
একজন সহব্লগার হিসেবে তার পাশে দাঁড়নো কর্তব্য মনে করেছি।
সেখান থেকেই এ পোস্টের অবতারণা।
অশেষ কৃতজ্ঞতা কমেন্টে এবং পাঠে ।
৯| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
লাবণ্য ২ বলেছেন: প্রিয় আপুকে নিয়ে লেখা কবিতা সুন্দর হয়েছে।
১১ ই জুলাই, ২০১৮ সকাল ৭:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
তিনি আপনারও প্রিয় ব্লগার জেনে ভালো লাগলো।
ওমেরার জন্য শুভকামনা ।
১০| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৬
শুভ_ঢাকা বলেছেন: ওমেরা জন্য শুভ কামনা রইলো আর ওর কাছ থেকে নতুন লেখা পড়ার অপেক্ষায় থাকলাম। অসম্ভব ভাল থেকো বোন ওমেরা।
১১ ই জুলাই, ২০১৮ সকাল ৭:০৫
সেলিম আনোয়ার বলেছেন: ওমেরার জন্য শুভকামনায় অশেষ কৃতজ্ঞতা।
আমরা ওমেরা পাশে আছি জানলে ব্লগে তার চলার পথ সহজ হবে ।
ভাল থাকবেন সব সময় এই শুভকামনা থাকলো্ ।
১১| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:১১
জগতারন বলেছেন:
তবে চোরকে ধরা থেকে বিরত থাকাই ভালো।
১১ ই জুলাই, ২০১৮ সকাল ৭:০৭
সেলিম আনোয়ার বলেছেন: তা হবে কেন।
পরনিন্দার চেয়ে আত্নসমালোচনা প্রশংসনীয় ।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
১২| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৭
সুমন কর বলেছেন: দারুণ কাজ করেছেন।
* ওমেরা, আপনি এসব কিছু পাত্তা না দিয়ে, না দেখার ভান করে, চুপ করে অন্যদের পোস্ট পড়ুন এবং মন্তব্য করুন। মন ভালো হয়ে যাবে। আমিও মেজাজ খারাপ হলে চুপ করে থাকি। ব্লগিং করুন এবং সাথে থাকুন।
১১ ই জুলাই, ২০১৮ সকাল ৭:০৭
সেলিম আনোয়ার বলেছেন: সুপরামর্শের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা সুমন কর।
১৩| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২১
নতুন নকিব বলেছেন:
সত্যি কথা বলতে কি, ওমেরা একজন ভাল মানের ব্লগার। তার আন্তরিকতাপূর্ন লেখা, কমেন্ট মন কাড়ে। প্রবাসে থেকেও তিনি ভুলে যাননি মায়ের আঁচল। মাতৃভাষার প্রতি তার যে অসাধারন টান, তা অনুভব করা যায় এতটুকু চিন্তা করলেই যে, তিনি বাংলাকে ধারন করে আছেন বুকের গহীনে- গভীর মমতায়।
এছাড়াও তিনি একজন নারী ব্লগার। নারীরা মায়ের জাতি বলে তাদের প্রতি আলাদা একটা রেসপেক্ট থাকা উচিত। সেটা বাস্তবে সমাজ-সংসারে যেমন, ভার্চুয়াল এই লেখার জগতেও থাকা উচিত মনে করি। আমার ধারনা অন্তত: এমনটাই।
আমার ধারনা, সজ্জন প্রত্যেক ব্লগার ওমেরার পাশে রয়েছেন। তার সামনে এগিয়ে চলা সকলের কাম্য। তাকে নিয়ে লিখেছেন বলে অভিনন্দন। ওমেরাকে লিখতে যারা সাহস যুগিয়ে যাচ্ছেন তাদের জন্যও শুভকামনা।
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট।
আমরা সহব্লগাররা সহব্লগারদের পাশে দাঁড়াবো সেটাই স্বাভাবিক। ওমেরা নির্বিঘ্নে ব্লগিং করবেন সেই কামনা থাকলো ।
১৪| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনিও চমৎকার ব্লগার। নিরলস ভাবে একের পর এক পোস্ট করে যাচ্ছেন।সব ব্লগে কমেন্ট করে যাচ্ছেন । নতুন পুরোনো সব ব্লগার সবাইকে উৎসাহিত করছেন।
ওমেরা নতুনদের মধ্যে ভালো করছেন। একদিন সত্যি দক্ষ লেখকে পরিণত হবেন্ । তার জন্যও শুভকামনা বাংলার সাহিত্যের আকাশে ওমেরা খ্যাতি অর্জন করুক ।
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
সেলিম আনোয়ার বলেছেন: আবারো কমেন্ট করায় ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়।
১৫| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৭
সৈয়দ তাজুল বলেছেন: আপনি দেখছি ভিন্ন যাত্রা শুরু করলেন...
কবিতায় কবিতায় ব্লগারদের গুণকীর্তন এটা সবাই পারে না।
শুভকামনা আপনার জন্য।
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
সেলিম আনোয়ার বলেছেন: আসলে সুপ্রিয় ব্লগার ওমেরার মন খারাপ। এই সময়ে কবিতা লিখে এই প্রতিভাবান ব্লগারকে মানসিক সাপোর্ট দেয়া আর কি।
আপনার জন্যও শুভকামনা ।
১৬| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওমেরা ভাইয়ের মন ভালো হয়ে যাক!! ফিরে এসে যেন আমাদের একটা পার্টি দেন!!
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন । মন খারাপের কিছু নেই। পৃথিবীটা এমনই । ভালো থাকবেন সবসময় ।
১৭| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৩
তারেক ফাহিম বলেছেন: উভয়ে ফিরে আসুক।
সুষ্ঠ ব্লগিং কামনা করছি।
আর ও হঁ্যা কবিতার প্রশংসা, অনেক সুন্দর হয়েছে কবি।
১২ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ । নিরন্তর শু্।্ভ কামনা।
১৮| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৩
মিথী_মারজান বলেছেন: বাহ্!
একজন ব্লগারের মন খারাপ হয়ে আছে ভেবে কি সুন্দর একটা কবিতা!
এসব ছোট ছোট ভালোবাসাগুলো আছে জন্যই সামু সবার এত প্রিয়।
কবিতা খুব সুন্দর হয়েছে ভাইয়া।
১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫২
সেলিম আনোয়ার বলেছেন: একজন ব্লগারের মন ভালো থাকলে সে ভালো কিছু করতে পারবে বলেই আমার বিশ্বাস। এজন্য সম্মিলিত ভাবে আমরা যেন সবাই ভাল থাকি সে চেষ্টার ই ক্ষুদ্র প্রয়াস বলতে পারেন।
কাল্পনিক ভালবাসা প্রতিভাবান মানুষ। তিনি চেষ্টা নিলে আরও দক্ষভাবে ব্লগারদের অনুপ্রাণিত করবেন।বা করতে পারবেন।
১৯| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৪
সনেট কবি বলেছেন: সুন্দর।+
১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো।
২০| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১২:২৮
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেখা !!
অনেক অনেক ভালোলাগা।
১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
২১| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৪
খায়রুল আহসান বলেছেন: আমার ধারণা ইংল্যান্ড ফ্রান্স ফাইনাল হবে। ইংল্যান্ড জিতে যাবে। আর না জিতলেও এবার ইংল্যান্ড সমর্থন করবো। -- গতরাতের খেলাটা দেখে হয়তো আপনার আশাভঙ্গ হয়েছে। খেলা না দেখে থাকলেও হয়তো ইতোমধ্যে ফলাফল জেনে গেছেন। আমারও তাই ধারণা ছিল, যদিও আমি নির্দিষ্ট কোন দলকে সমর্থন করছিনা কারণ আমার প্রিয় দল ইতোমধ্যে বাড়ী ফিরে গেছে।
ইংল্যান্ড-ফ্রান্স ফাইনাল হলেই বোধহয় খেলাটা ভাল জমতো। তবে ক্রোয়েশিয়া দল পরিশ্রম করে এতদূর এসেছে। তাদের জন্যেও রইলো শুভকামনা----
১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: দারুন খেলা হয়েছে খায়রুল আহসান ভাই । নতুন দল হিসেবে ক্রোয়েশিয়া ফাইনালে ওঠে গেল। তাদের দৃঢ় মানসিকতা পরিলক্ষিত হয়েছে। তারা সহজে হারবে না এমন দল হয়ে ওঠেছে।
ফ্রান্স আর ইংল্যান্ড ফাইনাল হলে প্রায় সমান অভিজ্ঞ দুটি দলের ফাইনাল হতো। দুদুলই এক বার করে চ্যাম্পিয়ন।
ক্রোয়েশিয়া ভালো খেলছে।
সবাই বলছে এটা অঘটনের বিশ্বকাপ। অঘটন ঘটেই চলছে।
ফ্রান্স আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়েছে আর ক্রোয়েশিয়া ৩-০। এ বিবেচনায় ক্রোয়েশিয়া এগিয়ে থাকে।
ক্রোয়েশিয়া জিতলে অঘটনই বলবো। সেদিক দিয়ে ফ্রান্স হেরে গেলে এটা হবে অঘটনের পরিপূর্ণ বিশ্বকাপ।
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট তার দেশের খেলোয়াড়দের দারুন ভাবে অনুপ্রাণিত করছেন।
©somewhere in net ltd.
১| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৭
ঠাকুরমাহমুদ বলেছেন: ওমেরা ও সেলিম আনোয়ার ভাই এর শুভ কামনা করছি ও সকল কষ্ট - বৃষ্টির পানির সাথে ধোয়ে মুছে যাক এই প্রত্যাশায় - ঠাকুরমাহমুদ