নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
সামহুয়ারইন ব্লগে তিনি না থাকিলে
কমেন্ট করে প্রেরণা না দিলে ব্লগটা মনে হয় মৃত্যুপুরী
কতজনে অধীর হয়ে তার ব্লগে করে কমেন্টের ছড়াছড়ি
কবে আসবে কবে আসবে কবে আসবে বলবে কথা
তার প্রতীক্ষায় কত ব্লগার আছেন যেন ব্যস্ত সদা।
হৃদয়ে তার সতত উদারতা। সবজনে তুমি বলে সম্বোধন করেন তিনি
এতেই যায় বুঝা সবাইকে কতো আপন ভাবেন তিনি।
ওয়েব সাইট থেকে গান নাচ লিংক এনে
জুড়ি মেলা ভার তাঁর তা পরিবেশনে।
চাঁদের বুড়ির মতো কথায় কথায় কাটেন ছড়া
কথা তাঁর মিঠে কড়া যখন যেটা লাগে মিলিবে ত্বরা।
সবাইকে ভালোবাসা অকাতরে দেন তিনি বিলিয়ে
প্রয়োজনে কন্টকসম কাঁঠালটা পাকান হাত দিয়ে কিলিয়ে।
প্রস্তরখন্ড অথবা ফুল
যখন যেটা লাগে দুটোই ছুড়ে দিতে নেই তার কোন তুল।
উৎসবে পার্বণে জিভে জল আনবেই
বাহারি রান্না পরিবেশনে তার কোন জুড়ি নেই।
কবিগুরু তার প্রাক্তন প্রেমিক
নৃত্য,অংকন আর রবীন্দ্রসংগীত
এই নিয়ে বেঁচে আছেন নশ্বর ধরাতেই।
.............।
দৃঃ আঃ শায়মা প্রাণ খুলে ব্লগিং করো। সবাইকে মাতিয়ে রাখো। তোমার জন্য বিরতী নামুঙ্কিম । ব্লগের সবাই মহাটেনশনে।
১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১২
সেলিম আনোয়ার বলেছেন: সারাদিন কাটায় কমেন্ট করে। ব্লগ গরম সেই করে। আমি ব্লগ ঠান্ডা করি।
শায়মা সুস্থতা লাভ করুক ।
২| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৪
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।
একজন ব্লগারের প্রতি অন্য একজন ব্লগারের এমনই আন্তরিকতা থাকা উচিত।
১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১০
সেলিম আনোয়ার বলেছেন: সহব্লগার বলে কথা । তার অনেক ব্লগার অস্থির চিত্তে খুজিয়া মরিতেছে।
৩| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৪
খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন। + +
দোয়া করি, উনি যেন দ্রুত সুস্থ হয়ে পুনরায় ব্লগে ফিরে এসে আগের মত পূর্ণোদ্যমে ব্লগিং শুরু করতে পারেন। আশাকরি, ফিরে এসে উনি আপনার এ কবিতা পড়ে মুগ্ধ হবেন,এবং যেথায় যথা প্রযোজ্য, উত্তরও দিবেন।
একজন সহ ব্লগারের প্রতি এ আন্তরিক সহমর্মিতা দেখে মুগ্ধ হ'লাম।
১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১২
সেলিম আনোয়ার বলেছেন: আপনার কমেন্টে আমিও মুগ্ধ সুপ্রিয় খায়রুল আহসান। আপনি দারুন সব পোস্ট করে অনেকে দৃষ্টি কেড়ে নিয়েছেন।
সে জন্য আপনাকে ধন্যবাদ।
সহব্লগারদের পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি পাক। মুক্তমনা হয়ে তারা সত্যের ধ্রুবতারা হয়ে বিরাজ করুক জ্ঞানের রাজ্যে ।
৪| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৭
ভ্রমরের ডানা বলেছেন:
উনার জন্যে শুভকামনা!!
১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
সেলিম আনোয়ার বলেছেন: শায়মাকে যারা পছন্দ করে তারা সবাই কমেন্ট করবে। শায়মা খুশি হয়ে সুস্থ হয়ে যাবে ।
৫| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৩
সিগন্যাস বলেছেন: সুন্দর লিখেছেন । আমি প্লাস দিসি ।
১১ ই জুলাই, ২০১৮ সকাল ৭:১৫
সেলিম আনোয়ার বলেছেন: প্লাস দেয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা ।
৬| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন।
১১ ই জুলাই, ২০১৮ সকাল ৭:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।
৭| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১১:১০
শায়মা বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা
এতদিনে এক খানা ছড়িতা পড়িয়া হাসিতে হাসিতে মরিলাম!!!!
সবাইকে ভালোবাসা অকাতরে দেন তিনি বিলিয়ে
প্রয়োজনে কন্টকসম কাঁঠালটা পাকান হাত দিয়ে কিলিয়ে।
গুড গুড ! একদম পারফেক্ট বিশ্লেষন!!!!!!!
প্রস্তরখন্ড অথবা ফুল
যখন যেটা লাগে দুটোই ছুড়ে দিতে নেই তার কোন তুল।
একদম!!!!! একদম!!! একদম!!!!!!!!!!
১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫১
সেলিম আনোয়ার বলেছেন: যাক ভালো আছো জেনে ভাল লাগলো। দিনে দিনে আরও সুস্থতা লাভ করো।
এটা তাহলে ছড়িতা হয়েছে।
ছড়িতা পড়িয়া হেসেছো জেনে ভাল লাগলো।
এই অংশগুলো তোমার ভালো লাগার জন্যই ওভাবে লেখা।
আশা করি ব্লগে নিয়মিত হবে। তোমার বিহনে ব্লগবাসী নিরানন্দ আছে।
১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: তুমি কমেন্ট করাতে মন ভালো হয়ে গেছে। বিরহের কবিতা আগে লিখেফেলেছিলাম। এখন আমি দারুন খুশি ।
৮| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩২
সনেট কবি বলেছেন: সুন্দর।+
১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৮
তারেক_মাহমুদ বলেছেন: শায়মা আপু সামু ব্লগের আইকন,তিনি তার লেখা এবং মন্তব্যে মুগ্ধতা ছাড়ান সবসময় ।আপু সুস্থ হোন এবং আবারো ব্লগিং করুন এটাই সৃষ্টি কর্তার কাছে দোয়া কবি ।
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ সেলিম ভাই ।