নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ছলনা করোনা আর
তুমি জানো কতটুকু বেদনা
অনন্ত প্রতীক্ষার।
অপ্রগল্ভ প্রেমে চেয়েছি তোমায়
হাসি মুখ দেখলেই ভেবোনা,
বহিতেছে সুখের ফুয়ারা
তুমি আর জানিবেনা …
কভু হাসি ফুরোবে না এই মুখে
তিলে তিলে ক্ষয়ে যাবো-ক্ষয়িষ্ণু চাঁদের মতন।
মানুষ হাসুক
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে ভাবুক
আনন্দময় জীবন লাভ করুক…
এক বুক জ্বালা নিয়ে- সুপ্ত আগ্নেয়গিরির মত এ হৃদয়
তবু রচিবো হাসির উপাখ্যান
শ্রবণে তা হাসিবে সারা বিশ্ব
তুমিও হাসিবে
এভাবেই একদিন নিরবে ছেড়ে দেবো ধরাদাম
আমার প্রয়াণে সখি হয়ে যাবে নিঃস্ব।
তুমি জানতেও পারবে না
নিরবে ফুরোবে মোর জীবনের সব লেনাদেনা।
তুমিও হাসিবে যবে হাসিবে সারা জাহান
হাসিমুখেই হবেগো মোর নিরব প্রস্থান।
এই মোর ললাটে লেখা ছিলো
এই তোমার অমোঘ ভালোবাসার প্রতিদান!!!
১১ ই জুলাই, ২০১৮ রাত ১:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা আপনার জন্য।
কেহ যদি দেয় বিরহ কিই বা করার থাকে?
মিলনের কবিতা লিখতে কে না চায়?
কজনে তা লিখতে পায়?
২| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন:
আজ আকাশে চাঁদ উঠেছিল কী?
বিরহী কবিতা পড়ে মন খারাপ হয়ে গেল।
কবিতায়+++
১১ ই জুলাই, ২০১৮ সকাল ৭:১১
সেলিম আনোয়ার বলেছেন: হ্যা আকাশে ওঠেছিল পূর্ণিমার চাঁদ।
হৃদয়ের আকাশে বয়েছিল ফাগুনের উতলা হাওয়া।
মানুষ একা এটাই আসল।
কেউ একাকিত্ব বেছে নেই।
কেউ একাকিত্ব লাঘবের চেষ্টা করেও পারেনা ।
ভালো থাকবেন শাহরিয়ার কবির ।
৩| ১১ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৩৫
স্রাঞ্জি সে বলেছেন: আহারে!
১১ ই জুলাই, ২০১৮ সকাল ৭:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৪| ১১ ই জুলাই, ২০১৮ ভোর ৬:১৪
ব্লগ মাস্টার বলেছেন: অতুলনীয় লেখা। ধন্যবাদ প্রিয় কবি।
১১ ই জুলাই, ২০১৮ সকাল ৭:১৪
সেলিম আনোয়ার বলেছেন: এজন্যই আমি সেরা কবি।
আমার কবিতা কথা বলে নদীর মতো
আমার কবিতার কথা চিরন্তন শ্বাশত।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।
৫| ১১ ই জুলাই, ২০১৮ ভোর ৬:২৬
পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল প্রিয় কবি ভাই,
বিরহ আপনাকে রাঙিয়ে তুলেছে। তাইতো এহেন যন্ত্রনা আপনাকে মেলে ধরেছে নানান ছন্দে নানান রঙে ।
শুভকামনা জানবেন।
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা এবং নিরন্তর শুভকামনা আপনার জন্য।
৬| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৩
জাহিদ অনিক বলেছেন:
সুন্দর +
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। ভালোথাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।
৭| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৬
রাজীব নুর বলেছেন: ভাই আপনার কাছে অনুরোধ, কবিতা লেখার নিয়ম কানুন নিয়ে একটা পোষ্ট দেন। আমি কবিতা ভালোবাসি।
১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কবিতার নিয়ম কানুন নিয়ে অনেকেই পোস্ট দিয়েছেন সুপ্রিয় ব্লগার । নিয়ম কানুনের বিষয়ে অভিজ্ঞ লোকদের এই কমেন্টের মাধ্য দৃষ্টি আকর্ষণ করা হলো।
৮| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৯
লাবণ্য ২ বলেছেন: দারুন কাব্য!
১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা এবং নিরন্তর শুভকামনা।
৯| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৩
ভ্রমরের ডানা বলেছেন:
দিন আসবে কবি! শুভেচ্ছা!!
১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।
১০| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দারুণ কবিতা।
১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
১১| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩১
সনেট কবি বলেছেন: সুন্দর।+
১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:২৬
অচেনা হৃদি বলেছেন: আহারে ! এযুগের কবিরা খালি আবেগি আর বিরহী কবিতা লিখে !
মিলনের কবিতার যুগ শেষ ?
ভালো লাগলো । ++