নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
শপথ নিলাম আজ
সমালোচনা করিবোনা আর
দেশের তরে দশের তরে
জনম ভরে করে যাবো কাজ
নিজে ভালোতো জগৎ ভালো
ভালো কাজই দেখায় সাফল্যের আলো
দেশের তরে দশের তরে
করিবো কাজ জনম ভরে
এভাবে ছোট্টজীবন একদিন যাবে ফুরিয়ে।
অন্যায়ের প্রতিবাদ করতে হবে
অন্যায় পরিত্যাগ করতে হবে।
সঠিক পরিকল্পনা দক্ষ ব্যবস্থাপনা
সুনিশ্চিত করতে পারলে
স্বদেশ হবে খাঁটি সোনা
দেশের উন্নয়ন দেখে দুনয়ন যাবে জুড়িয়ে ।
১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৬
লাবণ্য ২ বলেছেন: সুন্দর লিখেছেন।
১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হমুকি টুমকি দিছে নাকি কেউ ভায়া
বিপ্লব ছেড়ে উন্নয়ন গাঁথা
শপথ ভাল। যদিও দুর্জনেরাও এমন শপথ করতো!
+++
১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা আরও পরেন। এখনকার সবচেয়ে বড় সমালোচক কে ভাবেনতো । উত্তর পেলে আপনি বুঝবেন। অন্তত কবিতা পড়ে শপথ করলে ভালো হওয়ার কথা একবার মুখে মুখে বলতে হবে ।
১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা আরও পড়েন। এখনকার সবচেয়ে বড় সমালোচক কে ভাবেনতো । উত্তর পেলে আপনি বুঝবেন। অন্তত কবিতা পড়ে শপথ করলে ভালো হওয়ার কথা একবার মুখে মুখে বলতে হবে । আমরা স্কুলে পড়ার সময়ি এসেম্বলীতে শপথ করতাম। আমি শপথ করিতেছি যে.........তাতে ভাল হওয়ার একটা তাগিদ থাকতো ।
৪| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। তার চেয়েও সুন্দর হয়েছে এর কথা গুলো।
সঠিক পরিকল্পনা দক্ষ ব্যবস্থাপনা সুনিশ্চিত করতে পারলেস্বদেশ হবে খাঁটি সোনা।
.... এটাই হল আসল কথা।
সেলিম ভাই,
প্যাঁচাগাজী বলেছেঃ আপনি(আমি) যেভাবে আনন্দ ব্লগিং করছেন, এই নিকটাও বিপদে পড়তে পরে।
.. আপনাদের টানে আজ দুপুরে না খেয়ে ব্লগে আসলাম। আমি আমুদে মানুষ, ব্লগে এসে একটু হাসিঠাট্টা না করলে ভালো লাগে না। আমার জন্য একটু ছাড় দেয়া যায় না।
পিলিজ....
আমি আপনাদের জান্টুস ছোটভাই, হিরো!
সে কেন ব্লগে এসে হয়ে রব জিরো??
১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১১
সেলিম আনোয়ার বলেছেন: হিরো তো হিরো
হিরো কেমনে হয় জিরো।
১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: সতর্ক করার জন্য ধন্যবাদ।
১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: চলেন দুজনেই সতর্ক হয়ে যাই নো মোর ফান। সময় ভালো না।
বিপদ কেটে যাক।
৫| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৮
রাকু হাসান বলেছেন: আমিও এটা চাই । কবিতায় মত শেষ নিশ্বাস এভাবেই ত্যাগ হোক । কবিতা ++
১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২০
সেলিম আনোয়ার বলেছেন: শেষ ভালো যার সব ভালো তার। এখনতো বয়স হয়েছে কয়দিন পর পগারপাড়।
৬| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৭
রাকু হাসান বলেছেন: দাদা ভাই পহেলা শ্রবণের শুভেচ্ছা
রাগ করলেন না তো ভাইয়া এটা ডাকাতে
১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও পহেলা শ্রাবণের শুভেচ্ছা ।
১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে বোধ হয় দাদা ভাই নিক আছে। তিনি মাইন্ড করতে পারেন।
৭| ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয়কবিভাই,
গত কয়েকটি কবিতায় দেখছি কবির মনে দারুণ দ্রোহ। যদিও কবির নুতন রুপেও বিমোহিত আমরা। পাশাপাশি প্রেমের কবিকে চিরায়ত প্রথায়ও দেখতে চাই। কবিতায় মুগ্ধতার ছাপ রেখেগেলাম। ++
শুভকামনা প্রিয়কবিভাইকে।
১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২২
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট করেছেন।
আমি তো প্রেমের কথাই বলতে চাই। তারজন্যই আসা। শূন্যতার সঙ্গে কিভাবে যে করবো?/
ব্যাড লাক ধরা যেতে পারে।
অনেক ধনাঢ্য রমনী প্রেমের কারণে সবকিছু বিসর্জন দেয় বা দিয়েছে ইতিহাস স্বাক্ষী । আমার তো নাই কমতি। তারপরও কি হলো?? শুধু শুধূ বৃদ্ধ হলাম। সময়ের অপচয় চলো। বিটার এক্সপেরিয়েন্স ছাড়া আর কোন অভিজ্ঞতা কি আর হলো???
কমেন্টে এবং পাঠে অশেষ ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৮| ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৬
রাজীব নুর বলেছেন: জুলুম,জালিম, নিপীড়ন
রুখো, বাংলার জনগণ।
১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৬
সেলিম আনোয়ার বলেছেন: বাংলার মানুষ আজ বঞ্চিত। বাংলার জনগণ তাদের অধিকার ফিরে পাক।
নৈতিক শিক্ষা খুব গুরুত্বপূর্ণ । প্রধানমন্ত্রী থেকে শুরু করে ব্লগের মডু সবার এই জিনিসসটা দরকার। প্রত্যেক ব্লগারের দরকার। নাহলে তারা দেশের দশের মানুষের উপকার কিভাবে করবে ???
৯| ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১০
সিগন্যাস বলেছেন: লটারি জিতেছেন নাকি?
১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: লটারি জিতিনি । সময় খুব অল্প। সময় অপচয় অনেক হয়েছে । আরনয় সময় অপচয় ।
১০| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৬
এ.এস বাশার বলেছেন: অসাধারণ লেখা এবং শিক্ষণীয়।
১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৮
সেলিম আনোয়ার বলেছেন: এটা আমার দুই মিনিটে লেখা কবিতা ।
১১| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৮
ঠাকুরমাহমুদ বলেছেন: সেলিম আনোয়ার ভাই,
নিজেকে পরিবর্তন করা অনেক কঠিন কাজ তবে সমাজ তো দুরে থাকুক নিজের পরিবারের মানুষই পরিবর্তন করা হিমালয় পর্বতসম কঠিন মনে করি আর সেখানে সমাজ, দেশ !!! তারপর ও আমরা পরিবর্তনের আশা করি স্বপ্ন দেখি একটা সুন্দর দিগন্তের সুন্দর দেশের - আপনার সাথে আমিও শপথ নিলাম আজ, সঙ্গে আছি-থাকবো ।।
১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০২
সেলিম আনোয়ার বলেছেন: নৌকা না চলুক
বৈঠা তো ঠিকই মারি।
ওতেও শান্তি আছে ।
অবলা মনের কাছে
সত্য বলার দাবী করি ।
কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৬
স্রাঞ্জি সে বলেছেন: আহা কবির স্বপ্ন, উপরওয়ালা কবুল করুক।
কবিতায় ভাল লাগা +++