নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
বৃষ্টি কী হইবেনা ?
শীতল বাতাসও কী বহিবে না?
তোমার হৃদয়ে।
ভ্যাবসা গরম প্রাণে আর সহে না।
সখিগো দাওনা দেখা!
হৃদয়টা যেন আজ বড্ড একা- বিরানপুরে;
এবার এক পশলা বৃষ্টি নামুক হৃদয়জুড়ে।
বৃষ্টির ঝাপটায় বেদনা গুলো যাক উবে
শরত বেলার মেঘের মতো অনেক দূরে।
ভালোবাসার রঙিন নেশার লাল সূর্যটা
এবার উঠুক তোমার ঐ দুনয়নজুড়ে।
মনে রেখো ছলনার পৃথিবীতে এক সত্য
আমাদের দুজনার প্রেম,
আজিকেই যেন নামেগো ভালোবাসার বৃষ্টি
এই ফরিয়াদ পাঠিয়ে দিলেম,
মহান স্রষ্টার তরে।
১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১৫
সেলিম আনোয়ার বলেছেন: সহজ একটা কবিতা লিখলাম। যে কেউ যেন বুঝে ।
২| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১৫
নীলপরি বলেছেন: ভালো লিখেছেন । ++
১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১১
সেলিম আনোয়ার বলেছেন: আপনি যেহেতু ভালো বলেছেন। ধরে নিলাম ভাল হয়েছে। সহজ সরল কবিতা না বুঝলে সে কেমনে হয় কবিতা। আমার মাথাই নষ্ট।
কেমন করে??
৩| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২১
ওমেরা বলেছেন: এই কবিতাটা সহজ ই হয়েছে।
১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৩
সেলিম আনোয়ার বলেছেন: দারুন ভ্যাবসা গরম। বৃষ্টিতো আসে নাই ।
আমার কীবোর্ডে ই লেখা অনেক কঠিন।
৪| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২১
এ.এস বাশার বলেছেন: শুভ সকাল সেলিম ভাই........কবিতাটা বেশ হয়েছে.......
বৃষ্টির ঝাপটায় বেদনা গুলো যাক উড়ে
শরত বেলার মেঘের মতো অনেক দূরে......
১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩২
সেলিম আনোয়ার বলেছেন: শুভদুপুর।
শ্রাবণবেলা যাচ্ছে কেটে
মরুর তৃষ্ণা লেগেছে বুকে
বৃষ্টির ছটা একটু আয়
আমাকে নে নে ঘিরে
একটুখানি ভালবাসায় ।
কমেন্টে এবং পাঠে অশেষ ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২২
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
আপনার কবিতা পড়ে দিন শুরু করলাম।
১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০০
সেলিম আনোয়ার বলেছেন: শুভদুপুর। ভ্যাপসা গরম যাচ্ছে না। প্রিয়ার মন বোধহয় গলছে না ।
৬| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৪
মোঃ খুরশীদ আলম বলেছেন: দেখা যাক, ফরিয়াদ কবুল হয় না।
১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: বৃষ্টি আসার আগ পর্যন্ত এই কবিতাই চলিবে। নো নতুন কবিতা ।
৭| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৮
কাইকর বলেছেন: চমৎকার প্রিয় কবি ।+++
১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৩
সেলিম আনোয়ার বলেছেন: তিনি বৃষ্টি বিলাসী ছিলেন
শ্রাবণমেঘের দিনে —কী সুখ মাঝির?
নৌকো বিহণে— একটু ভাবেন।
নৌকো ভাসে নদীর বাণের জলে
নৌকোমাঝি ভাটিয়ালী গান তুলে
পৃথিবীর সব মায়া পিছণে ফেলে ।
মায়াবতী তার আছে একজনা
জীবন নদীর সাতমোহনায়
জীবনসাগর এইতো কাছে
সেইখানে স্বর্গসুখের হানা— কানায় কানায়।
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
৮| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৮
লাবণ্য ২ বলেছেন: দারুন!
১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০০
সেলিম আনোয়ার বলেছেন: মনে মনে হইলে মিলন
রুখিবে কে তারে?
যতদূরেই থাকি দূজনা
কথা হবে অন্তরে অন্তরে।
ঝগড়া ঝাটি যতই হোক
দিনের শেষে রাতের বেলা
আমারেই তার পড়বে মনে
ভালোবাসার কুঞ্জবনে।
সবার চোখে ফাকি দিয়ে
আমার সঙ্গেই করবে খেলা
হিয়ায় হিয়ায় লাগুক টান
অভিমান ভেঙে খান খান ।
৯| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩২
রায়হানুল এফ রাজ বলেছেন: এতো ভালোবাসা!!!!
১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২২
সেলিম আনোয়ার বলেছেন: স্বৈরাচারের উপাসনা আরনা আরনা ।
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
বৈরি আবহাওয়া মানুষদের কষ্ট দেবার জন্য । মানুষের আত্নশুদ্ধি দরকার ।
১০| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৩
সিগন্যাস বলেছেন: সমস্যা নাই সেলিম ভাই মেয়েটাকে পুরান ঢাকা থেকে পুচকা এনে দিলেই দেখবেন ভালবাসা বৃষ্টি হয়ে ঝড়বে । এটা পরীক্ষিত
১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: ফুচকা দিলে যদি হতো
তবেতো কথাই নেই..
ফুচকা খাইয়ে করতাম জয়
তার অবাধ্য হৃদয়।
তবু সুযোগ পেলে খাওয়াবো তাকে
ফুচকা চটপটি একসাথে।
শাহি বিরানিও খাওয়াবো
কাবাব মোগলাই আরো যা চায়
সবি দেবো তবু সে আসুক হেথা
ফেলে সব কঠোরতা
আমার ভাঙা নায় ।
বেলীর ফুলে মালা দেবো
ঝুমকো জবা কানের দূল তাও দেবো।
তবু যেনে কাছে এসে ভালোবাসে
শুধু আমায়।—
কেমন হলো কবিতা।
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন । নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য ।
১১| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৬
নাজিম সৌরভ বলেছেন: সাবলীল কবিতার ভাষা!
১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।
১২| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২১
কামরুননাহার কলি বলেছেন: খুব ভালো লেগেছে কবিতা।
১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
১৩| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৬
কুঁড়ের_বাদশা বলেছেন: সন্দুর+
১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৪| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এমন কাঠফাটা রোদ্দুরমাখা নিষ্ঠুর গরম-দুপুরে এত এত ভালোবাসা কেমনে যায়! আহ! ভালোবাসার কি গভীরতম প্রতিচ্ছবি কাব্য কথায়
১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ কবি ।
ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।
১৫| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০২
পদাতিক চৌধুরি বলেছেন: আহা !! এমন ভালোবাসার জন্য হাজার মাইল পাড়ি দেওয়া যায়।
শুভকামনা জানবেন।
১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১০
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন। সুপ্রিয় পদাতিক চৌধুরি ।
১৬| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫০
কাওসার চৌধুরী বলেছেন: দারুন রুমান্টিক আবেদন!!!
১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১১
সেলিম আনোয়ার বলেছেন: আপনি বললে তাই।
এখন দেবে কী সাড়া
হবে কি সে প্রেমে পাগলপারা?
১৭| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:২২
করুণাধারা বলেছেন: স্নিগ্ধ কবিতা, ভালো লাগলো।
২০ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।
হুমায়ূন আহমেদ স্যার স্মরণে
তুমি আনন্দ দিলে তুমি ব্যথা দিলে
গল্পে গল্পে একদিন তুমি
আমাদের হৃদয়টা কেড়েনিলে
হে বৃষ্টি বিলাসীমন কেমন করে লিখেছো তুমি?
রহস্য ঘেরা সকল মানবমন।
তুমি চলে গেলে তবু তুমি রয়ে গেলে
মানুষের মনে-যেখানে পেতেছো সিংসাহসন।
দূরের মানুষ হয়েও তুমি আমাদের আপন জন।
১৮| ২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০০
ব্লগ মাস্টার বলেছেন: ভালো লাগল প্রিয় কবি।
২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৯| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় স্নিগ্ধ শোভন কেমন আছেন। বহুদিন পর ব্লগবাড়িতে পেয়ে ভাল লাগলো ।
২০| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৭
স্রাঞ্জি সে বলেছেন: চলনসই কবিতা। ভাল লাগা কবিতাময়।
২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২১| ২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০২
খায়রুল আহসান বলেছেন: আপনি যখন কবিতাটা লিখেছিলেন, তখন হয়তো অসহ্য ভ্যাপসা গরম ছিল। আজ আমি যখন তা পড়ছি, তখন আকাশ থেকে বৃষ্টি ঝরছে। মনে হচ্ছে, এ যেন আপনার সেই ফরিয়াদের বৃষ্টি!
কবিতা ভাল লেগেছে। + +
মন্তব্যে মন্তব্যেও অনেক কবিতা লিখে ফেলেছেন! সেগুলোও ভাল হয়েছে।
২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫০
সেলিম আনোয়ার বলেছেন: অসহ্য ভ্যাপসাগরম ছিল। হঠাৎ মনে হলো বৃষ্টি না হলে কবিতা আর লিখবো না।
বৃষ্টি ঠিকই হলো। রিম ঝিম বৃষ্টিতে ভিজলাম। দারুন এক অনুভূতি ।
কবিতা ভাল লেগেছে আমারও ভালো লাগলো ।
নিরন্তর শুভকামনা সুপ্রিয় ব্লগার ।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১১
জাহিদুল হক শোভন বলেছেন: বাহ