নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এই যে জনতা, আর নহে মৌনতা—
এবার জাগো, জেগে ওঠো — সুনামির ঢেউয়ের মতো,
সক্রিয় আগ্নেয়গিরির উত্তপ্ত লাভার মতো —হও উদ্ধত।
এই যে ছাত্র, কার পাত্রে ঢালছো গায়ের ঘাম- জল?
পাপিষ্ঠের উপাসনায়,
জীবনটা আর করোনা নিষ্ফল—
তাতে নিহিত কেবল দেশের দশের অমঙ্গল।
এই যে দিনমজুর, কোথায় ঝড়ালে এত ঘাম?
ভুলের পিছনে পরিলে কেবলি হয়ে যাবে বদনাম।
এই যে সাংবাদিক —ছুটিয়া দিগ্বিদিক
কারে তবে করিছো নিবেদন?
তোমার মেধা আর অনন্ত পরিশ্রম ।
সততা আর দেশপ্রেমের পথটি ধরো
যে ধরেছে চেপে রুখে দিতে সত্যের কলম
তার টুটি চেপে ধরো , লিখনীতে—
কলমে ঝড় তুলো—দেশের মঙ্গল কামনায়,
গণতন্ত্র রক্ষা করো—
স্বৈরাচারের উপাসনা আর নয়!
এই যে মুক্তিসেনা, করিতেছো কেবল কার স্তুতি বন্দনা?
আর কাহারে করো অপমান ? স্বৈরাচারের ধ্বজা ধরে
এই যে নেতা, সর্বোত্তম পন্থা হলো সততা
মানুষের পূজা ছাড়ো— দলের চেয়ে দেশটি বড়ো
দেশের তরে সব করো।
আস্তিক নাস্তিক স্রষ্টার কাছে চাওগো ক্ষমা
বন্দী আছে দেশমাতৃকা স্বৈরাচারের কারাগারে
একজোট হয়ে লড়াই করো;
অপশক্তির বিষদাঁত ভেঙে দাও—
বজ্রকঠিন শপথ করো।
প্রিয়তমা, ছলনা আরনা।
কবিতা বাঙময় হয়ে ওঠো
প্রকৃত অর্ধাঙ্গিণী হয়ে কহো হে কবুল!
ওই যে সাহসী বীর তারে।
প্রেরণা দাও শক্তি দাও যৌবনের সবটুকু অনুরাগ —ঢেলে দাও
অপশক্তি ভাঙার মন্ত্রযপে— প্রলুব্ধ করো তারে।
আমি ভেঙে দেবো—তছনছ করে দেবো
অশুভ শক্তির সব চক্রান্ত
কলমের কালিতে তোমার কাগজে
লিখে দেবো এক অমর কবিতা অজেয়— অক্ষয়
চিরন্তন সুন্দর শ্বাশত ।
৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: চাঁদগাজী আমার ফ্যান।
আমি তো বলতে পারবো আমি লিখেছি আমি বলেছি.........
ষোলকোটি বাঙালি মানুষ হ সবার আগে......দেশপ্রেম সততা অধিকার বোধ নিয়ে।
আবার প্রতিবাদি হ ৭১ এর মত ৯০ এর মতো
গণতন্ত্রের পতাকা উড়িয়ে .......
সুপ্রিয় ১ম কমেন্টে কৃতজ্ঞতা অফুরাণ ।
২| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৭
সনেট কবি বলেছেন: আপনার পক্ষে অমর কবিতা লেখা সম্ভব।
৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৭
সেলিম আনোয়ার বলেছেন: সনেট কবি আশীর্বাদ করবেন।
একদিন যেন সত্যি লিখে ফেলি অমর কবিতা............
দেশের মঙ্গলকামনায় সঙ্গে থাকা অফুরাণ শুভেচ্ছা ।
৩| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫১
সামিয়া বলেছেন: কবিতার মাধ্যমে প্রতিবাদ। খুব ভালো হয়েছে ভাইয়া।
৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৩
সেলিম আনোয়ার বলেছেন: তাহলে কবিতা স্বার্থক। সামিয়া ভালথাকবেন সবসময় ।
৪| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৮
পদাতিক চৌধুরি বলেছেন: কলম যেখানে তলোয়ার । কাব্য কথায় মুগ্ধতা কবিতা। ++
শুভকামনা জানবেন।
৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কলম তলোয়ারে চেয়ে শক্তিশালী। কলম হাতে দেশ বিক্রির চক্রান্ত রুখে দিতে হবে।
খালেদা জিয়া শান্তিতে নোবেল প্রাইজ পেলে অবাক হবো না।
৫| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৭
রাজীব নুর বলেছেন: ইদানিং আপনার কবিতা আমাকে আনন্দ দেয়, শান্তি দেয়, সাহস দেয়।
৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনি ঠিকই ধরেছেন। আমাকে নিয়ে মানুষ ভরসা পায়। মরতেও পরোয়া করে নি। হয়তো মরেনি। ঝুকি ঠিকই নিয়েছে। এমন কয়জন আছে ?
৬| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৫
ওমেরা বলেছেন: প্রতিবাদী কবিতা ভাল লাগল
দেশের মানুষের রক্ত বরফের চেয়ে ঠান্ডা আর জমাট বােঁধে আছে তাই কোন কাজ হবে না ।
৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২১
সেলিম আনোয়ার বলেছেন: আপনিও লিখে ফেলুন ওমেরা।
কমেন্টে এসে লিখতে পারেন। পরিরা উৎসাহিত করতে পারে দারুন ভাবে। আপনি তো পরীর মত সুন্দর ।
৭| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: জাগো বাহে কুনঠে সবাই!!!!!!!!!!!!!!!!!!
এক অপদার্থ শীতনিদ্রায় মগ্ন জাতি!
ঘুম ভাঙ্গানিয়া সুবোধ পলাতক!
জলাপাই তেলে কেবলই আঁচারের ঘ্রান!
বন্দুকে বারুদের বদলে অন্ধ চামচামি ঠাসা!
আম জনতা জেগে করবে কি কবি?????
৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০১
সেলিম আনোয়ার বলেছেন: প্রথমে স্বৈরাচারের পতন
তারপর অন্যঘটন
হতে পারে গণতন্ত্রের উত্তরণ।
৮| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৯
ঢাবিয়ান বলেছেন: এমন কবিতাই এখন এই সময়ের দাবী।
৩০ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৯| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
কবিরা সমাজের কন্ঠ, অন্যায়ের বিপক্ষে তাঁদের পংক্তিমালা স্ফুলিংগ। আজকের রাষ্ট্রীয় অত্যাচারের বিপক্ষ আপনার পংক্তিমালা ব্লগারদের মনে রেখাপাত করুক।
আপনি বলেছেন যে, বেগম জিয়া শান্তিতে নোবেল পেলে আপনি অবাক হবেন না; এটা প্রমাণ করছে যে, আপনি অনেক অনেক বাংগালীর মতো নোবেল সম্পর্কে তেমন কোন সঠিক ধারণা রাখেন না; যেই বাংগালীটি নোবোল পেয়েছেন, উনার সাথে বেগম জিয়াকে তুলনা করে দেখেন।
শেখ হাসিনা শত ভুল করলেও বেগম জিয়াকে সঠিক পুরস্কাটরটি দিয়েছে।
৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা সুপ্রিয় চাদগাজী।
যিনি নোবেল প্রাইজ পেয়েছেন ড. মুহ: ইউনুস তার ব্যাপক অবদান। তিনি অর্থনীতিতে পাননি পেয়েছেন শান্তিতে।
নোবেল প্রাইজ সম্পর্কে জানা আছে মোটামুটি খারাপ না। বিসিএস চাকুরী করি না জানলে কি হয়?
শেখ হাছিনা খালেদা জিয়ার নোবেল পাওয়ার সম্ভাবনায় সহায়তা করছেন আটকে রেখে। সারা পৃথিবীর ক্ষমতাধর মানুষ জানে খালেদা জিয় গণতন্ত্রের লড়াইয়ে আছেন কারাগারে বন্দী আছেন। সরকার যে স্বৈরাচার সেটাও বিশ্বস্বীকৃত। এখন শেখ হাছিনা যদি বিতর্কিত নির্বাচন করেন আর খালেদা জেলে আটকা থাকেন। নোবেল প্রাইজ পাবেন গণতন্ত্র রক্ষায় নেতৃত্ব দেয়ার জন্য। সারা বিশ্বে শান্তিতে নোবেল প্রাইজ পাওয়ার উপযুক্ত কমই আছে। সেটাতো জানেন ।
এবার অপেক্ষা করেন।
শেখ হাছিনার পুরস্কার যখন নোবেল প্লাইজ হবে তখণ স্বৈরাচারি প্রধানমন্ত্রী হয়ে খালেদা জিয়া জিন্দাবাদ বলতে হবে।
খালেদা জিয়া জেলে গিয়ে বড় থেকে আরও বড় নেতা হয়েছেন।
শেখ হাছিনার বিরুদ্ধে ১৫ টি মামলা ছিল ১/১১ সরকারে সময়ে খালেদার ছিল ৫টি। পালাবদলে তার খেসারতে ১০০ বছর জেল হতে পারে হাছিনার। হাছিনাকে জামিন দেয়া যাবে না কারণ সে পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ১/১১ এ একবার দেশ ছেড়েছিল। খালেদা জিয়া ছাড়েনি । তাকে দেশ ছাড়ানো যায়নি। দেশ থেকে তিনি পালাবেন না কোনদিন।
যাক ভাগ্যে পুরষ্কার পেলে ঠেকায় কে? আর সেটা যদি শান্তিতে নোবেল হয় তাহলে তো কথাই নেই।
১০| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩১
চাঁদগাজী বলেছেন:
ব্লগার স্রাঞ্জি সে বলেছেন, "... আপনার প্রত্যাশা জানি না কবুল হবে কিনা । দেশের মানুষ নামের পশুগুলো স্বৈরাচারীর পূজারী। "
-আপনার ধারণা, দেশের মানষগুলো "পশু"? আপনার ভাবনাশক্তি মেরামত করুন
৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৮
সেলিম আনোয়ার বলেছেন: সবাইকে বলেনি তো। আল্লাহ তায়ালা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে বানিয়েছেন আবার আমলের বদৌলতে অনেকে পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায় বলে কোরআনে বর্ণিত হয়েছে।
স্বৈরাচার সমর্থন করা চাটুকারিতা করাতো রাজাকারি করা। ব্লগার স্রাঞ্জি সে স্বৈরাচারের সমর্থনকে নিরুৎসাহিত করেছেন।ভালই করেছেন।
তিনি একজন নবীন ব্লগার হয়েও ভুল কমেন্ট করেন নি।
আপনার ধারণা দেশের সবাই আওয়ামীলীগ করে। তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন দেবারসাহস হয় না। ৩০ টা সিট ও তারা পাবেনা। সেক্ষেত্রে কম লোককেই খারাপ বলেছেন।
জনসাধারণ যা বলে তা শুনলেতো হার্ট এটাক করবেন। একজন ব্লগার বলেই সুন্দর কমেন্ট করেছেন।
১১| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩২
সাইন বোর্ড বলেছেন: বাস্তব অবস্থা ও ক্ষোভের কথা, এ ক্ষোভ শুধু অাপনার একার না, সচেতন সব মানুষের, কিছু মেরুদন্ডহীন প্রাণী বাদে ।
৩০ শে জুলাই, ২০১৮ রাত ১১:০১
সেলিম আনোয়ার বলেছেন: মেরুদন্ডহীন আর সুবিধাবাদি চাটুকার বাদে দলকানা বাদে।
সুন্দর কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১২| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৬
খায়রুল আহসান বলেছেন: ভালো লিখেছেন এ প্রতিবাদী কবিতা। বিদ্যমান পরিস্থিতিতে এটাও একটা অত্যন্ত সাহসী উচ্চারণ।
যে মানুষটি এমন একটা হৃদয়বিদারক দুর্ঘটনার জন্য দায়ী, পাল্লা দিয়ে চালানো বাস চালকদের বিরুদ্ধে যথাযথ ভাষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা না বলে দুর্ঘটনাটিকে পাশের দেশের সাথে তুলনা করে ৩৩ঃ২ সংখ্যাতত্ত্ব দিয়ে বিচার করেন এবং দেশবাসী যখন কাঁদছে তখন দাঁত বের করে হাসেন, তার মত একজন জানোয়ারসুলভ ব্যক্তির "মাদার অভ হিউম্যানিটী" এর ক্যাবিনেটে বহাল থাকাটা অশোভনীয়। আমি অবিলম্বে তার এই অবিবেচনাপ্রসূত আচরণের জন্য তাকে ক্যাবিনেট থেকে বরখাস্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানাচ্ছি।
৩০ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: প্রায় সব মন্ত্রীর একই অবস্থা। মাননীয় প্রধান মন্ত্রী এ বিষয়ে আরো কয়েক ধাপ এগিয়ে। কার কাছে কার বিচার চাইবেন। তিনি হয়তো বেডরুম পাহাড়া দিচ্ছেন। কিংবা রেগে মেগে তত্ত্ববাধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের কথা বলে আবার হাইকোর্ট দেখানোর পরিকল্পনা করে বসে আছেন ।
১৩| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১২:০০
ভ্রমরের ডানা বলেছেন:
দেশে শান্তি থাকুক! শান্ত নির্বাচনে দেশবাসী ঠিক করুক দেশের কর্ণধার! তবে আবার কোন মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির গাড়িতে বাংলাদেশের পতাকা দেখতে চাই না।
৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার বলেন তো ছাত্রলীগে কয় পার্সেন্ট শিবির ? আমি জানি। মুক্তিযুদ্ধের বিপক্ষ এখন শ্রেফ রাজনৈতিক ভাবে প্রতিপক্ষকে
কোন ঠাসা ব্যবহার করা হয়।
যারা দেশকে ভারতের তাবেদার রাষ্ট্র বনিয়েছে তারা স্বাধীনতার বিপক্ষ শক্তি বলতে পারেন। পাকিস্তান নেই আর। ভারতকে হিন্দু পাকিস্তান বলেছেন এ ক কংগ্রেস নেতা। এরা এতটা কন্ট্রোল করলে আমাদের স্বাধীনতা কোথায় থাকে?
১/১১ এর পরে এতটা খারাপ হলো সার্বভৌমত্বের।
এত মানুষ গুম হলো, এত হুজুর মারা গেল মুক্তি যুদ্ধের বিপক্ষ টিকে থাকলো।
এখন বদরোদ্দোজা, কাদের সিদ্দীকি, ড. কামাল সব এক হয়ে গেছেন। এখানে একটাই প্রধার ব্যাপার গণতন্ত্রের শত্রু হঠাতে হবে। আর জনসাধারণের প্রতিনিধিত্ব মূলক সরকার হতে হবে।
দেশের মানুষ নির্ধারণ করবে কে নেতা হবে।
নির্বাচন কমিশন কব্জা করে. একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে জনগনের মিডিয়ার পত্রিকার এমন কি ফেসবুকের স্বাধীন মতামত প্রকাশে নিয়ন্ত্রন আনা সরকারকে নির্বাসন দিতে হবে।
গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। দুঃখের বিষয় হলো সেটা আওয়ামীলীগের হাত থেকে।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন।
১৪| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ২:১৫
চঞ্চল হরিণী বলেছেন: সকল মন্তব্য পড়লাম। খুবই সময়োপযোগী শক্তিশালী একটি কবিতা লিখেছেন। আমি দেশের শাসন ব্যবস্থায় নতুন কাউকে চাই। খুব জোরালোভাবে চাই। এজন্য আপনার মত কলম সৈনিকদেরকেই অমর কবিতা লিখতে হবে। অপেক্ষায় থাকলাম সেই কালোত্তীর্ণ কবিতা পড়ার।
৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। যেন লিখতে পারি তা ।
১৫| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩০
জুনায়েদ বি রাহমান বলেছেন: সময়োপযোগী কবিতা। জনগণের সকলপ্রকার অধিকার, ন্যায়বিচার ফেরাতে হলে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। বিচারের নামে প্রহসন, ক্ষমতার অপব্যবহার দেখতে দেখতে সাধারণ মানুষ ক্লান্ত।
০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
১৬| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি ঠিকই ধরেছেন। আমাকে নিয়ে মানুষ ভরসা পায়। মরতেও পরোয়া করে নি। হয়তো মরেনি। ঝুকি ঠিকই নিয়েছে। এমন কয়জন আছে ?
ধন্যবাদ।
০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
মরণে ডরেনা বীর।
১৭| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৫
ঢাবিয়ান বলেছেন: ''বন্দী আছে দেশমাতা স্বৈরাচারের কারাগারে''
আপনি কি দেশমাতা বলতে দেশ না খালেদা জিয়াকে বুঝিয়েছেন? খালেদা জিয়া কি এই পদবির যোগ্য? খালেদা জিয়ার দুঃশাষন কেউ ভুলে যায়নি। তিনি তার প্রাপ্য শাস্তিই ভোগ করছে। যে কারনে জনগন তার মুক্তির প্রতিবাদে পথে নামেনি। শেখ হাসিনা শুধু এই একটি কারনে ধন্যবাদ পেতে পারে যে তিনি এই শাস্তির ধারা তৈরী করেছে। এক সময়ে তাকেও এই ধারার মধ্য দিয়ে যেতে হবে।
০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫২
সেলিম আনোয়ার বলেছেন: এটাতো সবার জন্য লেখা কবিতা। কোন ব্যক্তি বিশেষ নিয়ে নয় ।
১৮| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৯
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
অজেয়, অমর , অক্ষয় একটি প্রতিবাদ । [ এই লাইনটি লেখা হয়েছে "বন্দী আছে দেশমাতা স্বৈরাচারের কারাগারে'' যেখানে আমি "দেশমাতা" বলতে দেশটাকেই বুঝেছিলুম । ]
কিন্তু ঠিক উপরেই ঢাবিয়ান যে বলেছেন - ''বন্দী আছে দেশমাতা স্বৈরাচারের কারাগারে'' । আপনি কি দেশমাতা বলতে দেশ না খালেদা জিয়াকে বুঝিয়েছেন?
তাই দেশ না হয়ে যদি অন্যকিছু হয় তবে কবিতাটির মর্মকথায় একটু টোল পড়ে গেলো , কবিতার পুরো অর্থটাই উল্টে গেলো ।
০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: আরো কয়েকটি কমেন্টের অপেক্ষায় ছিলাম। কবিতা হতে হয় সর্বজনীন। কবিতার কমেন্ট দাতা কেমন ব্যখ্যা করেন বা বুঝেন সেটিও একটা ব্যাপার। যেমন বিএনপির সমর্থকদের কাছে এটা তাদের নেতা, জনগণের কাছে নাগরিক অধিকার রাজনীতিদের কাছে দেশ গণতন্ত্র । সরকারের কাছে জনগণ....কেনো যে তাদের উপর ভোটে আস্থা রাখা যায় না
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৭
স্রাঞ্জি সে বলেছেন: বাস্তবতারর নিরিখে তুলে ধরা প্রতিটি পঙক্তি।
আপনার প্রত্যাশা জানি না কবুল হবে কিনা । দেশের মানুষ নামের পশুগুলো স্বৈরাচারীর পূজারী।
আরেকটা কথা, চাঁদগাজী ভাই এই কবিতা টা পড়লে, মমনে হহয় তাঁর মাথা খাপড়ায়ে যাবে ।