নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
পদে পদে পড়ো ধরা
তবে কেনো বলো—আমিতো তো নই ধ্রুবতারা,
আমি কেবলই জোনাকির আলো
অথবা খসা তারা— ক্ষণিকের আকাশে।
আমারে চাহগো তুমি —আমারে অন্বিষেগো তুমি
আমাকে ছাড়া যেনো তুমি— উষর মরুভূমি।
বিরাণ ভূমির উপর পথরসম নিথর দাঁড়িয়ে থাকো
মরা মাছের চোখের মতো—হৃদয় তোমার ক্ষত বিক্ষত
গণতন্ত্র হারিয়ে দেশবাসী যেমন।
কৃতদাসের মতন— নিরব তাদের অন্তর্দহন
একদিন উঠিবে জেগে—সুপ্ত আগ্নেয়গিরির মতো,
তুমি হয়তো উঠিবে বলে “ভালোবাসি শুধু তোমাকে
তুমিই ধ্রুব—তুমি শ্বাশত—তুমি মোর যৌবনের শিহরণ”
প্রজাপতি যেমন ফুলে তুমি হয়তো উঠিবে বলে
"ভালোবাসি শুধু তোমাকে "
সবার চোখে ধূলো দিয়ে মাল্টি নিকে
তুমি রবে নিরবে সদা অন্তরে মম।
০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: এইটা অনেক আগের কবিতা। এখনকার না .............................২০১৪ সালের
২| ০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৫
খায়রুল আহসান বলেছেন: "ধন্য আশা কুহকিনী! তোমার মায়ায় মুগ্ধ মানবের মন, মুগ্ধ ত্রিভুবন!"
০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট। আশা কুহকিনী।
বাস্তবতা নিঠুর।
৩| ০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাল্টি নিক, ইনবক্স,ইমু,ভাইবার যেখানেই হোক সে আসুক এই কামনা রইল।
০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কামনায় ধন্যবাদ। এটা অনেক আগের লেখা । দু একটা শব্দ পরিবর্তন করেছি মাত্র।
৪| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪০
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।
০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৬
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কবিভাই,
কাব্য কথায় মুগ্ধতা রেখেগেলাম।
০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:২১
ওমেরা বলেছেন: আশায় থাকেন অপেক্ষা করেন হয়ত বলবে হয়ত বলবে না ।