নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আকাশ টা কেঁদেই চলছে
সে কী আজ কষ্ট পেয়েছে?
বৃদ্ধ আকাশ তার কী কোন সন্তান আছে?
অবয়বে তার শ্মশ্রু চোখে আরাধনার অশ্রু
তার মনে কী কোন ভালবাসা বাসা বেঁধেছে?
যাকে সে আগলে রাখে বেদনা সয়ে সযতনে মনে।
আজকে কি তার বেদনার বাঁধ ভেঙেছে?
আর কয়টা নদী হবে তার বেদনার জলে?
কাঁদো সুপ্রিয় আকাশ কাঁদো
প্রিয়ার হৃদয়ে দাগ কেটে
আজকে রাতে অঘোর বরষা নামো।
এখনো আছো অন্তর জুড়ে
এর চেয়ে বেশি হতে পারে না
এবার হিসাব মেলাতে পারো
এবার ভণিতা ছাড়তে পারো ।
কৌশলি হও আরো
বাজারের পণ্যের মত
বিকিওনা আর বিচ্ছেদের বাজারে
ভালোবাসাতো অনেক বড়ো।
কাঁদো আকাশ আজিকে কাঁদো
অঘোর বরষায় কাঁদিতেছে
তার ভালোবাসার বিধাতা আজো।
০২ রা আগস্ট, ২০১৮ ভোর ৫:০২
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় চাদগাজী আকাশে নাই বৃষ্টি তবু কেন করেছি অনাসৃষ্টি।হয়তো মন আকাশে বৃষ্টি।
একজন বীর মুক্তিযুদ্ধার কমেন্ট দারুন ভাললাগে।
০২ রা আগস্ট, ২০১৮ সকাল ৭:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: গতকাল অফিস থেকে বেব হওয়ার পর দুটো বজ্রপাত হয়েছে ভয়ানক বজ্রপাত। মনে হলো আমার উপর পড়লো। ওজন লেয়ার ফুটো করার জন্য দায়ী মূলত উন্নত বিশ্ব। আপনার আমেরিকা সিংহভাগ দাযী তারপর ইউরোপ। আর আমরা ততটা দোষী নই।
হ্যা এ ব্যাপরারে আমার কিঞ্চিৎ পড়াশোনা
২| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৯
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। শেষ রাতে হঠাৎ মনে হলো প্রচুর বৃষ্টি রিমঝিম রিমঝিম আকাশটা কেঁদে চলছে।
তারপর লিখলাম কবিতা।
আসলে মনে ছিল তখনকার কথা ।
৩| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটা পরিপক্ক কবিতা।
০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০১৮ ভোর ৪:৫৯
চাঁদগাজী বলেছেন:
গাড়ী থেকে নির্গত বিযাক্ত কার্বন মনোস্কাইড ও হাইড্রোকার্বন ওজন-স্তরের ক্ষতি করে আকাশের গায়ে ব্যথা দিয়েছে, আকাশ কাঁদছে