নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
নয়নমণি, যাদুর খনি,
তোরাইতো এই দেশের ভবিষ্যৎ
তোদের জন্যই মাথার ঘাম পায়ে ফেলে
রোজ করছি মেহনত—
বাসযোগ্য করবো ধরা— তোদের তরে
তোদের জন্যই করেছি মোরা
এমনতরো শপথ।
রাজনীতির গোলক ধাধায়
পাপিষ্ঠরা সব গোল যে বাঁধায়—কায়দা করে
প্রতারণায় নিত্য হাসে —বিশ্বপ্রতারক।
এবার তোরাই দেখিয়ে দিলি— তোরাও পারিস
অনেক বড়ো দায়িত্ব নিয়ে —সফল হয়ে
প্রবঞ্চকের মুখে দিয়ে কালি।
পরিবর্তনের ধ্বজা ধরে
চলরে এবার এগিয়ে চলি—অপার সম্ভাবনার পথে
এই কথাটি রাখিস মনে—সমৃদ্ধ এক বাংলাদেশ গড়তে হবে।
এবার না হয় একটু থাম
নতুন পরিকল্পনা নিয়ে আবার না হয় জাগবো সবে
দূর্ণীতিবাজদের সবে কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
দেশের সমৃদ্ধি আসবে তবে।
বিচারপতির কঠোর বিচার —যেদিন হবে
জনতার আদালতে—
সেদিন অনিয়ম থাকবে না আর।
দায়িত্বশীলতার বর্ম গায়ে—দায়িত্বপালন করবে সবে।
মানবের বাসযোগ্য একটি দেশ
এমনি করেই গড়তে হবে ।
................................
ছবি: এরা আমার বন্ধুর ছেলে। বড়টি এখনই ক্রিকেট খেলার দারুন বিশ্লেষণ করে।
Az Sumon Basai neye ja. Ey deshe kono bichar nai.
Akhlaque Hassan Ha dosto...ora beshi somoi chilo na....bar bar jaite chai...tai niye gesilam..
০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪১
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন। পুরো দেশবাসি আতংকে আছে । কেমন অসহায় ।
২| ০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪০
রাজীব নুর বলেছেন:
০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: এরাই বোধহয় বাংলাদেশ । আমরা বড়রা দলকানা হয়ে শেষ।
৩| ০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৯
রাকু হাসান বলেছেন: কবিতায় ভাল লাগা ,আপনি আপনার অন্য একটি কবিতা দারুণ একটি কথা উচ্চারণ করেছেন। সেটা হলে দারুণ কিছু হবে ,এমন টা উচ্চারণ করতে দেখি নি ,এখনও কোন কবিকে ।
নিরাপদ থাকুন ভাইয়া!
০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: Areesh & Aheen ওরা যদি নামে বাবা মা কি করবে?ছাত্র জনতা নেমে গেলে বাস্তিলদূর্গের মতো পতন হবে। মাননীয় প্রধানমন্ত্রীর বুঝা উচিৎ।
৪| ০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫১
রাজীব নুর বলেছেন: কাপুরুষের দল- তোমরা যদি কোন সৎ মায়ের দুধ পান করে থাকো, তা'হলে ঐ সশস্ত্র পুলিশের সাহায্য ছাড়া নিরস্ত্র ছাত্র জনতার সামনে আসো।
০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: সবাই জেগে ওঠলে কোন ভাবেই ঠেকাতে পারবে না। বৃটিশরা বাংলা দুইভাগ করেছিল। কারণ বাঙলা ভাগ না করলে তাদের শাসন শেষ। বাংলার মাুনষ বুকে মাইন পেতে নিয়েছিল এমন সাহসী পৃথবীর কোথাও নেই ।
৫| ০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: জয় বাংলা।
অন্যায়কারীর কালো হাত
ভেঙে দাও, গুড়িয়ে দাও...
০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
সেলিম আনোয়ার বলেছেন: এইটা ঠিক আছে।
অন্যায়কারীর কালো হাত
ভেঙে দাও গুড়িয়ে দাও।
৬| ০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১২
শাহারিয়ার ইমন বলেছেন: WE WANT JUSTICE
০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১২
সেলিম আনোয়ার বলেছেন: আমরা ছোট আমাদের মারবেন না ।
৭| ০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
ঢাবিয়ান বলেছেন: কোন মূল্যেই আর বাচ্চাদের রাস্তায় দেখতে চাই না।
০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
সেলিম আনোয়ার বলেছেন: আমিও চাইনা কবিতায় তাই বলেছি ।
৮| ০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২০
কথার ফুলঝুরি! বলেছেন: ওরা আন্দোলন কি বোঝেনা, ওরা অশ্লীলতা বোঝেনা তবুও ওরা প্ল্যাকার্ড হাতে। যেমন প্ল্যাকার্ড দুটো, তেমন তার শ্লোগান তেমন শিশুদুটো, সব মিলিয়ে ছবিটা অনেক বেশী আবেগপূর্ণ। অনেক অনেক আদর আর ভালোবাসা এই কোমল শিশু দুটির জন্য ।
০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: ওরা আমার বন্ধুর সন্তান। অভিজাত ফ্যামিলির সন্তান.... কিউটের ডিব্বা। বাস্তবতা তুলে ধরলাম। ঐটুকুন বাচ্চাকেও যদি আটকে রাখা না যায়।তাহলে বুঝেন।
আর শিশুরাতো শিশুরাই। ওদের কিছু করার যোগ্যতা বাংলাদেশে কারো হয় নাই।
৯| ০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
চাঁদগাজী বলেছেন:
বাচ্ছা আন্দোলনকারীদের প্রতি জাতির সহানুভুতি কমে আসবে ক্রমেই।
০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১১
সেলিম আনোয়ার বলেছেন: আন্দোলন বেশি দিন হয়নি।
সবজি জাতির কি করার আছে ।
১০| ০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! সুন্দর কবিতা। কবির বার্মা পৌঁছে যাক প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। এক রঙিন সূর্য রাঙিয়ে দিক প্রতিটি হৃদয়কে।
নিরন্তর শুভেচ্ছা প্রিয়কবিকে।
০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও নিরন্তর শুভেচ্ছা । শুভদুুপুর ।
১১| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩১
ভ্রমরের ডানা বলেছেন:
বাচ্চাদের কাঁধে চেপে তোপ দাগানো বন্ধ হওয়া উচিত।
০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট।
তবে বাবা বড় ভা্উ এখন কয়েদি।
১২| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিচারপতির কঠোর বিচার —যেদিন হবে
জনতার আদালতে—
সেদিন অনিয়ম থাকবে না আর। সুন্দর।
গত দুদিনের ঘটনা দেখে আমি নির্বাক !!!
০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কচিকাচার মুভমেন্ট সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে ।
অনিয়মের মূলে কুঠারাঘাত করতে হবে ।
অশেষ কৃতজ্ঞতা সুপ্রিয় ব্লগার।
১৩| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫১
সনেট কবি বলেছেন: কষ্টকর পরিস্থিতি দূর হওয়া দরকার।
০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২০
সেলিম আনোয়ার বলেছেন: সনেট কবি কষ্টে কেষ্ট মেলে ।
দরকার শান্তি। গণতন্ত্র। নাগরিক অধিকার। সুন্দর একটি দেশ। তারজন্য কষ্ট সহ্য করতে হবে ।
নিরাপদ সড়কের আশু সমাধান চাই।
১৪| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার নয়নমণি, যাদুর খনি সালমান বাবাজিরে মন্ত্রি বানাবেন। গাইতে পারেন-
আমার সোনা, চাঁদের কনা, আর কি কি বলব
ডাক্তার উকিল তো নয়, তোকে মন্ত্রী বানাব।
মন্ত্রী বানাবরে তোকে মন্ত্রী বানাব
তারপরে চার পুরুষ বসে বসে খাব।
০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: সে যে কী হয় বা হবে কে জানে।
আগে দেশটা ভাল হোক সুপ্রিয় গিয়াস উদ্দিন লিটন ভাই।
দেশটা রসাতলে গেলে মন্ত্রী কেন< প্রধানমন্ত্রী হলেও কোন লাভ নেই।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
১৫| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৯
প্রামানিক বলেছেন: ভালো লাগল
০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য প্রামানিক ভাই।
১৬| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০০
পদাতিক চৌধুরি বলেছেন: সরি, কবি ভাই। টাইপো আছে। বলতে চেয়েছিলাম , কবির বার্তা পৌঁছে যাক রন্ধ্রে রন্ধ্রে।
০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: ঠিকআছে । অশেষ কৃতজ্ঞতা আবারো ।
১৭| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৪
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৯
সেলিম আনোয়ার বলেছেন: হয় নি বলে হতাশ হয়ে
আমরা বলি আর হবে না
বাদ দে,
লক্ষ তরুণ চেঁচিয়ে বলে
ওদের হাতে ক্ষমতা দিয়ে
পাপ করেছি—পাপ সরাবো
হাত দে।
১৮| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এরাই বোধহয় বাংলাদেশ । আমরা বড়রা দলকানা হয়ে শেষ।
ধন্যবাদ।
০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৮
সেলিম আনোয়ার বলেছেন: হয় নি বলে হতাশ হয়ে
আমরা বলি আর হবে না
বাদ দে,
লক্ষ তরুণ চেঁচিয়ে বলে
ওদের হাতে ক্ষমতা দিয়ে
পাপ করেছি—পাপ সরাবো
হাত দে।
১৯| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সবাই জেগে ওঠলে কোন ভাবেই ঠেকাতে পারবে না। বৃটিশরা বাংলা দুইভাগ করেছিল। কারণ বাঙলা ভাগ না করলে তাদের শাসন শেষ। বাংলার মাুনষ বুকে মাইন পেতে নিয়েছিল এমন সাহসী পৃথবীর কোথাও নেই ।
সুন্দর মন্তব্য করেছেন।
০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।
২০| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০০
ল বলেছেন: আওয়ামী ধারনা:
1. আওয়ামীরা যা বলে তাই ঠিক, বাকী সব গুজব।
2. আওয়ামীরাই চালাক, বাকী সবাই বোকা- কিছুই বুঝে না।
3. আওয়ামীদের নিরাপদ সড়কের দরকার নেই, তাদের আছে পিস্তল-পুলিশ।
4. আওয়ামীরা কখনো সড়ক দূর্ঘটনায় মারা যায়নি, ভবিষ্যতেও মারা যাবে না। (আল্লাহ তাদের হেফাজত করুক)
5. আওয়ামীদের কাছে শিশুরাও শিশু নয়, সবাই বিএনপি-জামায়াত।
6. আওয়ামীরা ছাত্রদের মারেনি/মারে না, হাতুড়ি দিয়ে একটু শাষণ করে মাত্র।
7. আওয়ামীদের কথা (চুমু) যেন একেকটা মধুর বচন, ছাত্রদের পোস্টার হলো গালি।
8. আওয়ামীরাই গনতন্ত্রের কান্ডারী, বাকশাল বলতে কিছুই ছিলনা।
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: তারা বদমাইশি করবে দোষ চাপাবে বিরোধীদলের ঘাড়ে আর নির্লজ্জের মতো মিথ্যাচার করতে থাকে।
প্রপাগান্ডায় তাদের তুল্য সারা পৃথিবীতে কেহ নেই। প্রপাগান্ডা যড়যন্ত্র জালিয়াতি জুলুম এসব তাদের নেচার। পুরো দেশে লুটেপুটে খেলেও তাদের পেট ভরবে না।
২১| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৩
তারেক_মাহমুদ বলেছেন: শিশুরা জাতিকে একটি বিরাট ম্যাসেজ দিতে পেরেছে যা ইলিয়াস কাঞ্চন ২০ বছরেও পারেনি এটাই বড় প্রাপ্তি। কবিতা সুন্দর হয়েছে সেলিম ভাই।
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩২
সোহানী বলেছেন: দেশের শিশুদের কথা ভেবে অসহায় বোধ করি। তাদের ভবিষ্যত চিন্তা করে আতংক বোধ করি।