নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ওরা বাংলার সন্তান—
ওরা আমাদেরই অনুজপ্রাণ।
ওরা তখনো বুঝে ওঠেনি
বড়োদের নিরবতা— কেন?
ওরা বুঝেনি তাদের শঠতা
ওরা দাবী নিয়ে এসেছিলো
কারণ ওরা ভেবেছিল বড়োরা বুঝেনি
অথবা ওরা ভেবে ছিল বড়োরা দূষিত
বাস্তবতার কাছে মাথা নীঁচু করে থেকে
বড়োদের নতজানু জীবন্
ওরা মেনে নিতে পারেনি
ওরা ক্রীতদাসের হাসিতে— উৎফুল্ল হয় না
ওরা জানে ১৯৭১—
ওরা জানে ভাষা আন্দোলন
ওরা জানে বীর মুক্তিসেনা—জয়বাংলা
পরাজয় জানেনি তখন।
ওরা জানতো আমরা বীরের জাতি
তাই ওরা রেগেছিল
তাই ওরা জেগেছিল
ভোরের নিষ্কলুস সূর্যের মতো
ওরা বুঝে গেছে— এইবার
ওরা দেখিয়ে দিয়েছে
কি হওয়া উচিৎ—আর কি হচ্ছে?
ওরা এখন শিখছে —পড়ছে
বড়োদের মতামত।
ওরা জাগবে আবার—ওরা বুঝে গেছে এইবার
ওরা করিবে জয় —নিশ্চয়—নিশ্চয়
ওরা নহে হারবার ।
০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২১
সেলিম আনোয়ার বলেছেন: ওরা সোনার বাংলাদেশ গড়বে। আমিও সেই প্রত্যাশায়।
২| ০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
এ.এস বাশার বলেছেন:
আমরা বীর
চির উন্নত মম শির..
কবিতাই ভাল লাগা জানবেন....
০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।
৩| ০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
চাঁদগাজী বলেছেন:
আগামী ঢেউ তুলবে কিন্ডারগার্টেনের বাবুরা, কবিকে ব্যস্ত রাখবে এরা
০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: সমস্যা হলো নিরাপদ সড়ক চেয়ে।
অন্যদিকে নজর দিলে
যেদিকেই তাকাবে অনিয়ম দেখলে মাঠে নামবে....
তাহলে কচি কাচারা লেখাপড়া করবে কখন ।
৪| ০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
অচেনা হৃদি বলেছেন: অনেক ভালো হয়েছে ভাইয়া। আমরা আশায় বুক বাঁধতে পারি।
০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০২
সেলিম আনোয়ার বলেছেন: তা ঠিক।
ওরা আলোকবর্তিকা দিয়ে জ্বেলে
আমাদের ব্যর্থতায় তদের তৃতীয় নয়ন
গিয়েছে খোলে
এবার ঠেলা সামলা ।
৫| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৮
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! সুন্দর কবিতা হয়েছে। ++
শুভকামনা জানবেন ।
০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা ।
৬| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৩
ল বলেছেন: চরম সত্য কথা বলেছেন
ওরা নহে হারবার।
বড়রা সবাই জানোয়ার।
০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
৭| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৫
আলআমিন১২৩ বলেছেন: অনেক ভালো লাগলো। তাই যেনো হয়। অন্যথায় আশা মরে যাবে।
০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৮| ০৮ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৪৩
উদাসী স্বপ্ন বলেছেন: চাঁদগাজী বলেছেন:
আগামী ঢেউ তুলবে কিন্ডারগার্টেনের বাবুরা, কবিকে ব্যস্ত রাখবে এরা
এপিক কমেন্ট
০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা কেমন হয়েছে।
কিন্ডারগার্টেনের বাবুদের জন্য সবার ব্যস্ত থাকা লাগবে।
তারাই আমাদের পৃথিবী।
নরকের দুনিয়ার এক টুকরো স্বর্গ ।
৯| ০৮ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:০২
কলাবাগান১ বলেছেন: হাসিনাকে গদি থেকে নামাতে পারে নাই....এতেই ওরা পরাজিত!!!!!
০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
নিরন্তর শুভকামনা ।
১০| ০৮ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:০৪
কলাবাগান১ বলেছেন: ওরা করবে জয়!!!!!!! জয়ের ডেফিনেশন ওদের কাছে নিরাপদ সড়ক কিন্তু কিছু ব্লগারদের কাছে জয় মানে হাসিনার পতন
০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: দেখেন তো কলাবাগান১ তারাতো নিরাপদ সড়ক চেয়েছে। এটা কী অন্যায়???
হাসিনা নির্বাচনে জিতলে থাকবেন হারলে থাকবেন না। সেটা তো আলাদা বিষয় ।
১১| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৬
রাজীব নুর বলেছেন: আমি একজন আপনার ভক্ত।
সামুতে আপনার মতো সুন্দর করে আর কেউ কবিতা লিখে না।
০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ ধন্যবাদ।
আপনার কমেন্টে আমি অনুপ্রাণিত।
কবিতা কেমন লিখি ?
সেটা আপনারাই ভাল বলতে পারবেন।
আমি চাই আমার লেখা বিবেকের কড়া নাড়ুক ।
আমি চাই কবিতা লিখা শিখতে।
আমি চাই সবার সেরা কবি হতে।
পারবো কীনা স্রষ্টা জানে ।
১২| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা উপরে একজন বলে ফেলেছেন।
আপনার রিয়্যাকশনটা এবার একটু দেখি। ৬ বছর ধরে কবিতা লিখছেন। আপনার প্রথম কবিতা আর শেষ কবিতার সাথে একটু তুলনা করে দেখুন তো, ইম্প্রুভমেন্ট কতখানি হয়েছে।
মন খারাপ কইরেন না। যেহেতু বই অলরেডি একটা বের হয়ে গেছে, আগামীতেও বেরোবে, এজন্য আরেকটু ঘষামাজার দরকার আছে।
ভালো থাকুন প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।
০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
রি অ্যাকশন একটু পরে দিচ্ছি।
আমি তো শুধু লিখে যাচ্ছি।
০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: ফারিহান ভাই আমি এখনো শিখছি। শুরুতে কবিতা সম্বন্ধে এতটা পড়াশোনা ছিলনা। প্রতিনিয়ত জানছি। আর পারিপার্শ্বিকতা আমাকে দিয়ে কবিতা লিখিয়ে নিচ্ছে। প্রতিনয়ত বয়স বাড়ছে। অভিজ্ঞতা বাড়ছে সময়ের সমানুপতে। সে দিক দিয়ে বিবেচনায় কবিতার মান সময়ের সঙ্গে বেটার হওয়া প্রাসঙ্গিক বা উচিৎ।
আপনারা যারা আমার সিনিয়র ও শ্রদ্ধাভাজন তাদের আশীর্বাদ আর পরামর্শ আমার সঙ্গে আছে।
বিশেষ করে ব্লগ কর্তৃপক্ষ আমাকে দারুন ভাবে ফোকাস করেছে এদিক দিয়ে আমি ঈর্ষনীয়ভাবে ভাগ্যবান। আর প্রেরণা দিয়েছেন ব্লগার বৃন্দ।
কবিতার গুণগত উৎকর্ষ হয়েছে।মনে হয়।
আমার অতৃপ্তির শেষ নেই। একদিন হয়তো পরিপূর্ণভাবে তৃপ্ত হবো । সেই দিন বলবো আমি কবিতা লিখেছি। বা আমার কাব্যিক ভ্রমন কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পেরেছে।
আপনি কবিদের নিয়ে জরিপ করেছিলেন। সেখানে প্রথম দশে আমার নাম ছিল। এখন তাদের অনেকেই নেই। যদিন তেমন কোন পোস্ট করেন তবেই আরও বুঝতে পারবো। এখন কোথায় আছি, কোথায় পৌছতে পারবো?
আপনার জন্য নিরন্তর শুভকামনা সুপ্রিয় সোনাবীজ ও ধূলিবালি ছাই ভাই।
১৩| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মনোগতভাবে আপনি খুব বিনয়ী ও হৃদয়বান। এটা ধরে রাখা জরুরি। সমালোচনাকে সাদরে গ্রহণ করে তা থেকে নিজেকে উপকৃত করার প্রবণতা আছে আপনার মধ্যে। এটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে।
ব্লগে সাহিত্যের প্রশংসাই হয়, আলোচনা বা সমালোচনা হয় না বললেই চলে। সমালোচনার বিপদ হলো- লেখক তেড়ে ওঠেন। তেড়ে উঠলেন তো জায়গাতেই থেমে গেলেন।
যাই হো, বাচ্চাদের আন্দোলনের একটা বিরাট পজিটিভ ইম্প্যাক্ট হলো ব্লগ আবার সরগরম হয়ে উঠেছে। অনেক লেখা আসছে, অনেক কমেন্টও হচ্ছে। নিজেকে উৎরে নেয়ার এটা একটা ভালো সময়।
ব্লগ কর্তৃপক্ষের উচিত প্রতিশ্রুতিশীলদের পর্যাপ্ত ফোকাস করা।
ভালো থাকুন প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।
০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে আবারো অশেষ ধন্যবাদ ।
আমি নিজেই অতৃপ্ত থাকি। শব্দ পরিবর্তন করতে থাকি যতক্ষণ আমার ভালো না লাগে। কেউ পরামর্শ দিলে আমি চেষ্টা পরামর্শ মেনে নিতে। সমালোচনা বেশি উপকারি প্রশংসার চেয়ে।
মানুষতো ভুলের উর্দ্ধে নয় । ভুল বুঝতে পারলে সংশোধন যত দ্রুত সম্ভব করা উচিৎ। আপনার মতো অভিজ্ঞ গুরুজন হলেতো কথাই নেই ।
সেটাই যার সম্ভাবনা বেশি পটেনশিয়ালিটি বেশি যে পোস্ট বেশি সমৃদ্ধ সেটি প্রাধান্য পাওয়া উচিৎ। এতে ব্লগের মানের গুণগত উত্তরণ ঘটে। নিম্নমানে কোন লেখা একজন অনেক সিনিয়র কিংবা বিখ্যাত কেউ লিখলেই সেটা প্রতি হামলে পড়া ঠিক নয় ।
অর্থবহ ও দিকনির্দেশনামূল সমালোচনা আমি পছন্দ করি।
ভালো থাকবেন সুপ্রিয় ফারিহান ভাই ।
১৪| ১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো ।
১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
করুণাধারা বলেছেন: ওরা করিবে জয়- নিশ্চয়- নিশ্চয়
ওরা নহে হারবার।
ওরা নতুন দিন নিয়ে আসবে, সেই প্রত্যাশায় রইলাম।