নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
পশুত্বের হোক কুরবানী
সীমাহীন লোভের হোক অবসান,
স্বৈরাচারের বুক চিড়ে বীরদর্পে হোক আগুয়ান
গণতন্ত্রের এই অভিযান।
ধরলা নদীর বুকে সেতুর উপর দাঁড়িয়ে
দুচোখে দেখি বিমুগ্ধ তাকিয়ে
নদীটা চলছে ছোটে সময়েরই মতো-অবিরত।
থেমে সেতো থাকে না ---জীবন টাও তেমনি।
পার্থক্য একটাই, জীবনের শেষ আছে
মরণের মাঝে তার সমাপ্তি লেখা আছে।
সৎকাজের প্রতিদান মরণের পরেও থাকে
অসৎকাজও তেমনি ক্ষত রেখে যায়
অবণীর বুকে।
ক্ষণিকের জীবনে অহঙ্কার করতে মানা
তাই বলি মন
ভালোবেসে জীবনটা উপভোগ করো ষো
ল আনা।
ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থেকে অশান্তি করোনা কোন
নিজে ভালো তো জগৎ ভালো
তাতে আঁধার ঘরটাও হতে পারে আলোয় আলো। তাই বলি
ভালোবাসার প্রদীপ জ্বেলে ধরাটারে দানো আলো।
ষড়রিপুর কুরবানী দিয়ে
ত্যাগের মহীমায় উজ্জীবিত হয়ে
বিশ্ব মানবতার সেবায়
জীবনটারে উৎসর্গ করো
মহান আল্লাহর রাহে ক্ষমা প্রার্থনা করো।
মনের ভেতরের পশুটারে সবার আগে
কুরবানী করো
আমার দেয়া কষ্ট গুলো
আমার অক্ষমতা ভেবে তোমারা সবে ক্ষমা করো
২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১১
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
২| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কবিতা উপহার দিয়েছেন কবিবর, ভালো লাগলো।
ভালোবেসে যা'রে মন দুনিয়ার মোহ ভুলে,
দেখবি তৃপ্তি সাধন হয়েছে এপার ওপারে।
২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ কবি।
ভালো থাকবেন সবসময় নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
৩| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
স্বপ্ন কুহক বলেছেন: কথাগুলো সুন্দর
২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন।
৪| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
কাওসার চৌধুরী বলেছেন:
কোরবানি হয় নিরীহ পশু, বাকি রয়ে যায় আমার পশুত্ত্ব
দামী পোষাকে, বিলাসী আয়জনে, সুগন্ধির মৌ মৌ গন্ধে
ঢেকে যায় যত কালিমা, মুখোশ কিংবা কালো টাকায় কেনা গরুটা ৷৷
২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৫
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট সুপ্রিয় ব্লগার।
অনেক ধন্যবাদ আপনাকে কমেন্টের জন্য।
৫| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সবাইকে অগ্রিম ঈদ মোবারক। কুরবানী র ঈদের চাঁদ কি বেশ পুরো। কুরবানী একটু বড় জিনিস কে দিতে হয়।
৬| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৫
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
* ষোলা আনা লাইটি ভেঙে গেছে।
২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৫
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক করে দেয়া হবে সুমন কর। ঈদের শুভেচ্ছা ।
৭| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩২
নীলপরি বলেছেন: খুব সুন্দর লিখেছেন । ++
২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। আপনার জন্য নিরন্তর শুভকামনা রইলো।
৮| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: পরে ঠিক করে দেবো সুমন কর।
নীল পরি কমেন্ট ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন।
৯| ২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১২
রাজীব নুর বলেছেন: খুব খুব সুন্দর।
২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৭
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
কথার ফুলঝুরি! বলেছেন: উত্তম কথা বলেছেন ভাইয়া, মনের ভেতরের পশুটাকে আগে কোরবানি করা উচিত । কবিতার বার্তাটি ভাবনার বিষয় ।