নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
পায়জামা পাঞ্জাবি করে পরিধান-
গায়ে মেখে আতর লোবান-
আজি ঈদগাহে যাবেন সবে করিতে প্রার্থনা;
ইব্রাহীম খলিলুল্লাহর ত্যাগের কথা
জানি আছে সবার জানা।
আল্লাহ তায়ালা তাহার ত্যাগে খুশি হয়ে
সাজিয়েছেন এই দিন উৎসবে পার্বনে।
ধনী গরীব সবার মাঝে
আজ আনন্দ বাদনা বাজে
আজি ভূখা নাঙা কেহ যেনো আর থাকবেনা।
তবু একই প্রশ্ন জাগিছে প্রাণে
কুরবানির মূলমন্ত্রগানে আজি উদ্বুদ্ধ কয়জনা?
মনের পশু কুরবানি করে মহান স্রষ্টার তরে
নিবেদিত প্রাণ হয়েছেন যে কয়জনা।
----------
সবাইকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা। সবার কুরবানি মহান আল্লাহ তায়ালার দরবারে কবুল হোক। সবার দোয়ারে শান্তির সুবাতাস বইতে থাকুক। গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করুক। সকল প্রকার অন্যায় অত্যাচার বন্ধ হোক। সত্যের জয় হোক। সবার তরে নিরন্তর শুভকামনা রইলো। ধরলা নদীর তীর থেকে----
২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: ঈদ মোবারক
২| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৭
বাকপ্রবাস বলেছেন: মনের পশুর কথা বলা হয়, পশুরা তাদের পশুত্বের একটা সীমাদ্ধতা আছে সেটা তাদের জীবন রক্ষা ও খাওয়া দাওয়ার ব্যাপার মাত্র, এটা ছাড়া পশুদের আর কোন অমঙ্গল জনক কাজকারবার নাই, যেটা করে সেটাও তাদের নেচার বা প্রকৃতি।
অথচ মানুষ এতো যুদ্ধ বিগ্রহ হাঙ্গামা অবিচার ব্যাভিচার কেন করে তার কোন যুক্তি নাই, তবুও আমরা বলি মনের পশু দুর করার কথা, মানুষের চাইতে বিপদ আপদ জঘন্য আর কেউ হতে পারেনা তবুও পশুকে কেন ছোট করা হয়
২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: মনের পশু আর পশু আলাদা জিনিস। পশুরা উপকার করতে পারে। মনের পশু সবসময় ক্ষতি করে। ওটার কুরবানী হ ওয়া আবশ্যক।
৩| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০১
অচেনা হৃদি বলেছেন: সেলিম ভাইয়াকেও শুভেচ্ছা!
২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।
৪| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৪
জোকস বলেছেন: ঈদ মোবারক।
২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
সেলিম আনোয়ার বলেছেন: ঈদ মোবারক। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
৫| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৯
সেলিম আনোয়ার বলেছেন: সবাইকে ঈদ মুবারক।
৬| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: পশু এখানে পশু নয় মানুষের ভিতরের খারাপ সবকিছু বুঝানো হয়েছে।
৭| ২২ শে আগস্ট, ২০১৮ ভোর ৪:২০
মোছাব্বিরুল হক বলেছেন: ঈদ মোবারক
২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
সেলিম আনোয়ার বলেছেন: ঈদমোবারক।
৮| ২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:০২
Mohammad Israfil বলেছেন: ঈদ মোবারক
২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: ঈদ মোবারক।
৯| ২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৪৭
স্রাঞ্জি সে বলেছেন:
@প্রীশু নিবেন। ঈদ মোবারক।
২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও প্রীশু ।ঈদ মোবারক।
১০| ২২ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২৮
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক
২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: ঈদ মোবারক কবি।
©somewhere in net ltd.
১| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৭
রাজীব নুর বলেছেন: আই অ্যাম অ্যাফেড....