নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
মজলুমের গায়ের ঘামে গেছে ভিজে
এই বাংলার পবিত্র মাটি;
বুকের তাজা রক্ত পিয়ে হয়ে গেছে
সে যে সোনার চাইতে খাঁটি।
স্বাধীনতার ঐ ধ্বজা ধরে রুখে দাঁড়িয়েছিল কারা?
হানাদার রাজাকার কাদের ভয়ে হলো দিশেহারা?
আর কেহ নয় এই বাংলার বীর জনতা তারা।
বাংলা ভাষায় কহিতে কথা মরিতে পরওয়া করেনি তারা।
আবার দেশের স্বাধীনতার জন্য
আগ্নেয়গিরির মতো উঠেছিল জেগে
বাংলাদেশী-বীরের জাতি।
দেশের জন্য বুকে তাঁরা বেঁধেছিল মাইন,
তাদের হেয় করতে যারা গড়েছে অযাচিত সব আইন।
রক্ষা হবে না আর তাদের-হবে কঠিন বিচার
জনতার আদালতে।
এবার দেশ ছাড়তে হবে-ছাড়তে হবে গদি,
দেশ ছেড়ে পালাতে হবে তাদের বাঁচতে চায় যদি!!
ঐ দেখো জেগেছে আজ গোটা বাংলাদেশ
স্বৈরাচারের পতন হবে লুটেরারা সব লয় হবে
প্রোপাগান্ডার পৃষ্ঠ পোষক একে একে সবাই হবে শেষ।
আজো কারাগারে বন্দী আছেন গণতন্ত্রের মাতা
তিনি এবার উঠিবেন জেগে হয়ে মোদের ত্রাতা।
২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: তারপরও বাংলাদেশের মানুষ আন্দোলনে বিপ্লব এ অপ্রতিদনডি।
২| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
ব্লগার_প্রান্ত বলেছেন: কারাগারের মাতা উপমাটি আপনি বের করেছেন কবি?
২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: টাইপো ঠিক করে দিলাম।
৩| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই, কবিতার মূল বক্তব্য নিয়ে কিছু বলতে চাইছি না; অনেক ব্লগার আছেন এসব বিষয়ে বলার জন্য। আমি শুধু কবিতা নির্মাণ বিষয়ক দু-একটা কথা লিখি। ক্রিয়াপদের সাধুরূপ গুলো পরিহার করুন; তরে, লাগি, জাগি, মোদের, মোরা শব্দরূপও পরিহার করতে হবে। বিশেষ্যকে ক্রিয়াতে রূপান্তর এখন অবশ্য পরিত্যাজ্য- সৃজিয়া, ভ্রমিয়া, ইত্যাদি। এগুলো যে করা যাবে না, তা না, তার জন্য বিশেষ ক্ষেত্র বিশেষ উপলক্ষ থাকতে হবে, পুরা একটা বইতে একটা/দুটো ইন্সট্যান্স থাকতে পারে। অহরহ না।
'চেতনার ঐ ধ্বজা ধরে রুখিয়াছিল তারা'- 'চেতনার ধ্বজা' কথাটা ইদানীং নেগেটিভ অর্থে অনেক ব্যবহৃত হতে দেখা যায়। এটা বদলে 'স্বাধীনতার চেতনায়' বা 'দেশমাতৃকার রক্ষায়' ব্যবহার করে দেখতে পারেন কেমন লাগে।
ফাইন, গড ফাদার ইংরেজি শব্দগুলো ফিট হয় নাই আমার মতে।
ভালো থাকুন।
ইদ মোবারক।
২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১০
সেলিম আনোয়ার বলেছেন: কয়টি ঠিক করে দিলাম। বাকী অংশ ঠিক করার চেষ্টা করবো। কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন।
৪| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৫
শাহারিয়ার ইমন বলেছেন: ঈদের পরে কেউ আবার কঠোর আন্দোলনের ডাক দিল নাকি
২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: এই সরকার পতনের আগ পর্যন্ত আন্দোলন চলবে। আমার বাংলা র মানুষ আমি চিনি বঙ্গবন্ধু চিনেছিলেন হাসিনা চিনে নাই।
৫| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৬
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। আপনার জন্য নিরন্তর শুভকামনা রইলো।
৬| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৬
নতুন বিচারক বলেছেন: সুমন কর বলেছেন ভালো লিখেছেন।
২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। আপনার জন্য নিরন্তর শুভকামনা রইলো।
৭| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৭
রাজীব নুর বলেছেন: "Stop telling God what to do with his dice."
(Niels Bohr )
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনাদের জন্য ।
৮| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২০
খায়রুল আহসান বলেছেন: জনতার আদালতের বিচার সাধারণতঃ কঠিনই হয়ে থাকে; নিকট অতীতেই এর অনেক উদাহরণ রয়েছে।
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:০০
সেলিম আনোয়ার বলেছেন: বিজ্ঞ ব্লগার বিচক্ষণ মন্তব্যে অনেক ধন্যবাদ।
৯| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:১৬
ঢাবিয়ান বলেছেন: বিএনপি আশায় আছে যে ছাত্ররা রাজপথে রক্তদিয়ে, জীবন দিয়ে সরকারের পতন ঘটাবে এবং উনারা আবার ক্ষমতায় গিয়ে লুটপাঠের রাজত্ব কায়েম করবে। এদের লোভলালসা কুৎসিতভাবে দৃষ্যমান।
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:০৭
সেলিম আনোয়ার বলেছেন: ভুল ধারণা। বিএনপি রাজনৈতিক দল। গণতন্ত্র খেকো নয়। স্বৈরাচার দল নয়। জাপা আর বাকশালের মত। ক্ষমতায় নিশ্চয়ই ছাত্ররা আসবে না। একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে। জনগন যাকে ভোট দিবে সে আসবে। সবার আগে গনতন্ত্র। তাহলে জনগনের অধিকার আদায় হবে। পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করে গণতন্ত্র হত্যা করে যার মসনদে বসে তারা মানুষের কোন কথা শুনতে বাধ্য নয়।
সবার আগে দরকার গণতন্ত্র নাগরিকের অধিকার। তাহলে কোটা নিরাপদ সড়ক হবে।
আর তা না হলে কিছুই হবে না। স্বৈরাচার জনগণের কথা শুনবে না ।গুম খুন ধর্ষণ গ্রেফতার এসব করতে। আগে সরষের ভেতরে ভুত তাড়াতে হবে। তারপর দেখা যাবে।
আপনার ভাল লাগলে আবারও শেখহাছিনারে ক্ষমতার মসনদে বসাইয়েন। আপনার কোটা জেলখানার ভিতরে ভরে আপনারে ফুটা কইরা দেবে ।
১০| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪০
ঢাবিয়ান বলেছেন: বিএনপি ক্ষমতায় গিয়ে জনগনের সেবা করবে, এই কথা পাগলেও বিশ্বাস করে না। ছাত্ররা রক্ত দিয়ে যদি এই স্বৈরাচারী সরকারের পতন ঘটায় তবে তারাই নির্ধারন করবে এই দেশের ভবিষ্যত।
আজকের ২০/২২ বছরের ছাত্ররা খুব ভাল করেই জানে যে হাসিনা খালেদা একই মুদ্রার এপিঠ ওপিঠ। তাদের লড়াই সুসাশন প্রতিষ্ঠার লড়াই, এক দুর্নীতিবাজকে সরিয়ে আরেক দুর্নিতিবাজকে ক্ষমতায় বসানোর লড়াই নয়।
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: আওয়ামীলীগতো বাকশাল গঠন করেছে ৭৫ সালে তাদের আর ক্ষমতায় না আনলেও চলতো তাদের কেন আনা হয়েছে। নতুন তো কেউ নে ই শেখ হাছিনা একা সৎ হলে হবে না। এখন সেও সৎ নাই ।
খালেদার সততা আছে। জন সমর্থন আছে। তিনি আপোষহীন। আবার তারেক রহমান আগের ভুল থেকে শিক্ষা নিয়েছেন। তিনি হালের চোরদের চেয়ে ভাল আছেন। আর মানুষ নানা চড়াই উৎড়াই পেরিয়ে নেতা হয় । ছাত্ররা একসময় পরিণত হয়ে নেতা হবে।
পরিবর্তন খুব গুরুত্ব পূর্ণ বিষয়। পরিবর্তন আনতে হবে। প্রয়োজনে পিঠ বদলাতে হবে।
না হলে মানুষদের তুচ্ছ তাচ্ছিল্য কথা আরও বলবে ।
বিএনপি গ্রেফতারি হয়রানির মধ্যে ছাত্রদের কোটা নিরাপদ সড়ক আন্দোলন পূর্ণ সমর্থন জানিয়েছে। কৌশল গত কারণে এটা বুঝতে হবে। তারােআন্নদলনে ঝাপিয়ে পড়লে ব্রাশ ফায়ারে মরতে হতো সবার।
রাজনীতি খুব কঠিন জিনিস।সবচেয়ে দূরূহ। রাজনীতিবিদরা আদর্শবাদি হলে দেশের উন্নয়ন হবে জাতির উন্নয়ন।
ছাত্ররা কি করবে? তারা পড়ালেখা করবে। ক্যারিয়ার গড়বে। কেউ কেউ নেতা হবে। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এটা ভাবতে পারলে সব ঠিক। আওয়ামীগরে নির্বাসনে দিয়ে আত্নশুদ্ধির পথে ছাড়তে হবে। আর বিএনপিকে সুযোগ দিয়ে দেখতে হবে তারা কতটুকু সংশোধিত। কিন্তু ক্ষমতা জনসাধারণের রাখতে হবে। তাই গণতন্ত্রের জন্য লড়তে হবে ।
সবার আগে গনতান্ত্রিক সরকার হঠিয়ে জনগনের রায়ে প্রতিনিধিত্বমূলক নির্বাচন নিষ্চিৎ করতে হবে। তার জনগণ নির্ধান করবে কে কি করবে ।ক্ষমতায় না রাজপথে। হেলমেট বাহিনী,হাতুরী বাহিনি ধর্ষক বাহিনি স্বৈরাচার বাহিনীকে হঠাতে হবে রূখতে হবে । তারপর দেখা যাবে ।
২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪০
সেলিম আনোয়ার বলেছেন: আপনার আর কী দোষ?
দেশ চালায় মন্দলোক
খুন ধর্ষণ অযাচিত গ্রেফতার
কিছু বাদ রাখেনি আর
প্রপাগান্ডায় গুয়েবলস মেনেছে হার
গণতান্ত্রিক প্রক্রিয়ার—পথ দিয়ে রুদ্ধ করে
দেশে মানুষ ভালো তাই নাকি
এদেশে দরকার স্বৈরাচার।
এসব বলেই স্বৈরাচারি
১৫৪ এর কলংক গায়ে মেখে
বিরুধী প্রধানকে বিশেষ দূত বানিয়ে
হারামী কোথাকার....
তারা রাষ্ট্র পরিচালনা করলে
তারেক রহমান, আপনি কেন
দূরে থাকবেন আর।
তাদের পাপের তুলনায়
আপনি তো দুধের শিশু
গণতন্ত্র রক্ষার আন্দোলনে
আপনি হতে পারেন যিশু।
গণতন্ত্রের মাতাকে মুক্ত করে
নেতৃত্বের ভার দিবেন তার করে
অপশক্তির বিনাশ হলে তবে
বাংলার বীরজনতা মুক্ত হবে
দাসত্বের শৃঙ্খল থেকে
জনাব তারেক রহমান
এগিয়ে আসুন—গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে
দেশকে উন্নতির শেখরে পৌছে দিতে।
কবিতা কেমন হলো ????
©somewhere in net ltd.
১| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
বর্ণা বলেছেন: কতবার জেগে উঠল। কিন্তু নিপীড়ন নতুন নতুন ভাবে ফিরে আসে।