নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
১। সোনার বাংলাদেশ
অর্ধযুগ ধরে
নিরলস সাধনায়
নিজেকে উজাড় করে—দিয়েছি তোমাদের এইখানে
অপার মায়ায়।
বিনিময় চাইনি কোন-
শত কাঁটার আঘাত হেলায় তুচ্ছ করে— প্রচন্ড উদ্যমে
রাতের পর রাত জেগে
তোমাদের ভালোবাসা-স্নেহ-মায়া— নিয়েছি কেড়ে।
অভিমান রাখিনি কোন এই মনে,
দু'চোখে স্বপ্ন ছিল আর বুক ভরা আশা— মহেন্দ্র এক ক্ষণে
এদেশ সবার সেরা হবে।
অবনীর বুকে সবাই তখন— মোদের কথাই কবে।
হৃদয়ে রেখেছি লিখে সোনার বাংলাদেশ;
আজও প্রতীক্ষায় আমি-আসবে সেদিন কবে
কবে হবে মোর এই প্রতীক্ষার অবসান—
হৃদয়ে লেখেছি লিখে একটি নাম সোনার বাংলাদেশ।
২।
পরাণপাখি
আমার পরাণপাখি— তার তুলনা নাই
শতবেদনায় তার মাঝে — আমার প্রাণে স্বান্তনা খুঁজে পাই
তারে সযতনে বুকে বেঁধে রাখি
তার হাসিতে পৃথিবীটা স্বর্গ যেন—ক্রন্দনে নরক
তার তরে ধরতে পারি খড়গ
সকল বাঁধা তবু করে দেব দূর
মিথ্যে অহংবোধের ঐ পেয়ালা
করে দেব চূর।
তারে বাসে যে ভালো- তারে ভালোবাসি
প্রয়োজনে আকাশের ঐ চাঁদটা পেরে— এনে দেবো তার করে
তবু মুখে তার ফুটোবো যে হাসি—বড্ড ভালবাসি।
কাগজ-কলম
আমি ছুঁইয়ে দিলে - ধন্য হবিরে তুই
কাগজে -কলমে তাইতো তোকে ছুঁই।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় ১ম কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৮
চাঁদগাজী বলেছেন:
অভিনন্দন।
৬ বছর ব্লগারদের জন্য বিরহের কবিতা লিখেছেন, আপনি ব্লগের "বিরহী কবি"।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: বিরহ যার এত পছন্দ তার কবি তো বিরহীই হবে। অশেষ কৃতজ্ঞতা কমেন্টে ।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৯
স্রাঞ্জি সে বলেছেন:
অর্ধ যুগে প্রদার্পণে অভিনন্দন কবি সাহেব।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৭
সেলিম আনোয়ার বলেছেন:
অশেষ কৃতজ্ঞতা। আর নিরন্তর শুভকামনা ।
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩২
জুনায়েদ বি রাহমান বলেছেন: ৬ বছর।
অভিনন্দন কবি।
আরো অনেক অনেক বছর থাকবেন- এই প্রত্যাশা। শুভ ব্লগিং
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৩
সেলিম আনোয়ার বলেছেন:
শুধু কি তাই ।কেউ একজন ৩,২০,০০০ তম ভিজিটর ।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৯
মোছাব্বিরুল হক বলেছেন: অভিনন্দন।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭
সেলিম আনোয়ার বলেছেন:
লালগোলাপ শুভেচ্ছা !! নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৫
রাকু হাসান বলেছেন:
এই নিন কেক কাটুন । সামনের সময় আরও ভাল কাটুক । এ পথচলা আরও দীর্ঘ হোক সেই প্রত্যাশা করছি । অভিনন্দন
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৪
সেলিম আনোয়ার বলেছেন:
আপনাকেও লালগোলাপ শুভেচ্ছা । নিরন্তর শুভকামনা ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫০
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কেক। দারুন ভালো লেগেছে। কতক্ষণে কেক নিয়ে বাসায় পৌছবে কে জানে??? ট্রাফিক কনজেশনে পরলে খবর আছে। নিরাপদ সড়ক হলেও আশার মাত্রাটা বেড়ে যেত ।
অপনাকে অসংখ্য ধন্যবাদ।
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৭
কাওসার চৌধুরী বলেছেন:
সামু ব্লগে প্রিয় কবির অর্ধযুগ পূর্তিতে কবির জন্য চমৎকার সুন্দর একটি পাহাড়ি নদীতে ছোট্ট একটি রুমান্টিক বাড়ি উপহার দিলাম৷যাতে মনের মানুষটিকে নিয়ে বাকী জীবন হেঁসে খেলে কাটিয়ে দিতে পারেন ৷
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার বাড়ি ওখানে থাকলে তো পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ কবিতা লিখে ফেলতাম।
সুন্দর শুভকামনায় অনেক ধন্যবাদ কাওসার চৌধুরী ।
একটা প্রবাদ আছে না?
পরাজয়ে ডরে না বীর
সত্যের ঝান্ডা হতে যে লড়ে যায়, পৃথিবীর
বুকে সেই চরম কাম্য -একদিন বিজয়ী হবে
একদিন স্বপ্নজাল বাস্তবতায় বাঁধিবে বাসা
নশ্বর পৃথিবীতে মসনদের ম্যুহে যার জীবন যাবে
তার নেই কোন দাম স্রষ্টার কাছে
একদিন সততার জয় হবে —মরণের আগে এবং পরে।
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০১
মানুষ বলেছেন: দশ বছর যাক। তখন ব্লগের আবেগ ভালবাসা ইত্যাদি ভাল ভাল জিনিষের উর্ধ্বে চলে যাবেন।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কাজের চাপে কমেন্টের প্রতিউত্তর দিতে দেরি হচ্ছে। সুপ্রিয় মানুষ আপনি তো জড় হয়ে যাবার কথা। আপনার ব্লগ বয়স ১০ পেরিয়ে গেছে। দারুন কমেন্টে । তবে ভাল জিনিসের উর্দ্ধে চলে গেলে তো মহা মশকিল।
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২০
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা ।
১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৯
বাকপ্রবাস বলেছেন: সমৃদ্ধ ব্লগিং
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। আসলে অনেক সহযোগী ব্লগার আমাকে এই অবস্থানে নিয়ে এসেছে। তাদের অনেকেই এখন আর ব্লগে আসেন না। আবার অনেকে আসেন। শিপু ভাই, কান্ডারী অথর্ব, ঘুড্ডির পাইলট,মামুন রশিদ ভাই, আমিনুর ভাই,স্বপ্নবাজ অভি, স্নিগ্ধ শোভন, ইমরুজ কবির মুন, আরজু পনি,মেহজাবিন জুন, শায়মা ,সোনাবীজ ও ধূলোবালি ছাই, ড়শহ? প্রিয়তমেষু,অনিন্দিতা আমি, লেজ কাদা বান্দর , আমি তুমি আমরা আরো কত!! বেশির ভাগই চলে গেছেন। আসলে সবাই চলে যায় অথবা যেতে হয়।ঠিক ধরণীর মত ধরণীতে যেমন সবাই ক্ষণস্থায়ী আমরাও ব্লগে তেমন ।
আপনার ব্লগিং সমৃদ্ধ হোক সেই কামনা থাকলো ।
১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন ও শুভকামনা প্রিয় কবিবর
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: শুভসকাল।
আশা করি ভালো আছেন।
আপনার অভিনন্দন ও শুভকামনায় অশেষ কৃতজ্ঞতা থাকলো ।
আপনার জন্য একরাশ শুভেচ্ছা। ব্লগে ৫ বছর পার করা পিএইচডি করার মত। তবে ১০ বছর আগে ব্লগ উদ্বোধন করে আজকে আভির্ভূত হলে হবে না কিন্ত।
১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:১৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
শুভেচ্ছা নিবেন । ভালো থাকুন আর অবসরে লিখুন ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: খাবারটা চেনা যাচ্ছে না। পলান্ন মনে হচ্ছে। প্রথমে ভেবেছিলাম সেমাই। আচ্ছা গ্রামের হাতে কাটা সেমাই কিন্তু অনেক সুস্বাদু। ব্লগের বিশিষ্ট রাধুণী কিন্তু হাতে কাটা সেমাই বিষয়ক পোস্ট দেন নি কখনো। আমি দেখিনি । হাতে কাটা সেমাই বাঙালির ঐতিহ্য ।সংস্কৃতির অংশ। আর খেতেও দূর্দান্ত। যাই হোক খাবারের জন্য ধন্যবাদ।
আপনিও ভাল থাকুন। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:১৩
চাঙ্কু বলেছেন: অর্ধযুগ পূর্তিতে শুভেচ্ছা। আশা করি আরও কয়েক দশক আপনাকে ব্লগে পাব!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২
সেলিম আনোয়ার বলেছেন: শুভেচ্ছা সাদরে গৃহীত হলো। আপনি অনেকদিন ধরে ব্লগে আছেন। আপনারও দীর্ঘ ব্লগ জীবন কামনা করছি।
১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:১২
পদাতিক চৌধুরি বলেছেন: অর্ধযুগ পূর্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন। আগামীর পথ হয়ে উঠুক মসৃণতায় পূর্ণ ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। আপনাদের শুভকামনা আমার ব্লগ জীবনে চলার গতি সুরক্ষিত রাখতে। আপনাদের গঠন মূলক কমেন্ট আমাকে সংশোধনীর পথ দেখিয়েছে।
১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২২
অক্পটে বলেছেন: শুভেচ্ছা কবি।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২
সেলিম আনোয়ার বলেছেন: আপনার শুভেচ্ছাকে স্বাগতম ।
১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৮
সনেট কবি বলেছেন: অর্ধ যুগের অফুরন্ত শুভেচ্ছা।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ সনেট কবি। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১০
রাজীব নুর বলেছেন: বাংলা কবিতার ইতিহাসে ছন্দ হলো সোনার শিকল। তার আলো যেমন আপনাকে আনন্দ দিবে ঠিক তেমনি ভাবে আপনাকে অবরুদ্ধও করে রাখবে। কিন্তু মানুষের মনতো এমন না। তাকে নানা দিকে নানা ভাবে ছড়িয়ে আনন্দে রাখুন।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা কেমন হলো রাজীব নূর??
সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ। আপনি কবিতা পছন্দ করেন তাই নিচের কবিতা।
ময়ূরকন্ঠী
দোহাই লাগে তোমার
সোনার রূপে জন্মেছো তাই স্তুতি করি বিধাতার।
ভুল করো না গো
আফ্রিকার জঙ্গলে-রেখোনা চরণ আর।
কথায় আছে কামার পাড়া গেলে
আর কিছু না মিলুক-কয়লা ঠিকই মেলে।
স্বর্গীয় উদ্যানে বানরের খেলা
দৃষ্টিকটু ভীষণ—মনে লাগে জ্বালা।
এইখানে সব আছে যাহা কিছু চাও
সবার অগোচরে প্রিয়া আমায় বুকে টেনে নাও।
কোলেতে বসিয়ে তোমায় করিবো আদর
কথা দিলাম মনে তোমার বেদনা দেবনা আর।
১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪০
সৈয়দ ইসলাম বলেছেন: বিস্কুট দিয়ে রাখলাম এই শুভদিনে। মুরুব্বি মানুষ, কেমন চা পান করেন জানি না, চিনি কম হবে নাকি দুধ চলবে?
আপনার বান্ধবী নয়নতারা কেমন আছে?
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০০
সেলিম আনোয়ার বলেছেন: দুধ চিনি চা আমার পছন্দ। বান্ধবী সাবিহা চৌধুরি ভালো আছে নয়ন তারার কি অবস্থা জানিনা !
১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪২
আশাবাদী অধম বলেছেন: আপনি আমার একজন প্রিয় ব্লগার। শুভকামনা রইল। আর হুমায়ুন ফরিদী আপনার মনে হয় অনেক প্রিয়?
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২০
সেলিম আনোয়ার বলেছেন: আমার ব্লগিং শুরুর পিছনে তার মৃত্যু অন্যতম কারণ।বা একমাত্র কারণ। সুবর্ণা মুস্তফার অসভ্যতা একজন ফরিদীকে মেরে ফেলল।একজন লিজেন্ডকে শেষ করে দিল!!খাটি প্রেম পরাস্ত। মৃত্যু তখন অবধারিত। অথবা বেঁচে থাকা মৃতের মত। ফরীদি আসলে বিচ্ছেদের দিন মরে গিয়েছিলেন। যার আত্নসম্মানবোধ প্রবল তার ললাটে এহেন অসম্মান মৃত্যুর নামান্তর।তার আনুষ্ঠানিক ভাবে তিনি একদিন মরে গেলেন। তার অভিনয় মিস করতাম। আর কিছু দেখার আগ্রহ ছিলনা। মনে হয়ে গেল যেন বেকার হয়ে গেলাম। সময় কাটোনো মানে তখন ব্লগিং। সুবর্ণাকে হেয় করে পোস্ট দেয়া আর ফরীদির মাহাত্ম প্রচার এভাবে সময় কাটছিল। সেজন্য ফরীদির ছবি ব্যবহার করি। আমার ব্লগ তার ব্লগ বিশ্বে বেঁচে থাকার একটা উপায় হয়ে থাকলো । এমনিতেও তিনি নিজ কর্মগুণে অভিনয়গুণে অনেক মানুষের মনে জায়গা করে নিয়েছেন।
২০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০২
সোহানী বলেছেন: শুভকামনা প্রিয় কবি ব্লগার......... আরো অনেক বছর হোক এক সাথে পথ চলা..........।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক অভিনন্দন সুপ্রিয় ব্লগার। আমিও তাই চাই সোহানী আপুর ব্লগ জীবন আরো ঋদ্ধ হোক সমৃদ্ধহোক সুদীর্ঘ হোক!!!
২১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫
কথার ফুলঝুরি! বলেছেন: অর্ধযুগ পূর্তিতে অভিনন্দন প্রিয় সেলিম আনোয়ার ভাইয়া এবং আপনার পরানপাখির জন্য ভালোবাসা । দোয়া করি সামুতে আপনার সফল আরও এক অর্ধযুগ পূরন হয়ে এক যুগ হোক আর সাথে সাথে এই কথার ফুলঝুরির অর্ধযুগ
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কথার ফুলঝুরি কয়েক যগ পূরণ করুক।
শুভকামনায় অসংখ্য ধন্যবাদ।
২২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৩
মলাসইলমুইনা বলেছেন: অবিরল বৃষিট জলের ধারায় কবিতা চর্চা চলুক .....
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার উইশ। কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২১
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: শরৎ শুভেচ্ছা জানবেন। আমি আপনাদের মাঝে নবীন বলা যায়। , ব্লগের সবার প্রেরণা আমার চলার পথের পাথেও
২৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০১
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সুন্দর কবিতা।
২৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০১
অচেনা হৃদি বলেছেন: ছয় বছ!!
যে লোক ৬ বছর সামুতে কাটাতে পারেন তিনি তো অবশ্যই সামুকে ভালোবাসেন। নইলে কি এতদিন কেউ পাশে থাকে?
আপনার পথচলা মসৃণ ও সুন্দর হোক। এই কামনা করি।
২ নং এর বাবুটা কি সালমান? ও তো আরও একটু বড়, এই ছবি কি আগের?
২৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০১
ওমেরা বলেছেন: অনেক অনেক অভিনন্দন ও শুভ কামনা আপনার জন্য ।
২৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
শাহরিয়ার কবীর বলেছেন: অর্ধযুগ পূর্তিতে শুভেচ্ছা।
বেঁচে থাকবেন শত শত বছর আপনার সৃষ্টির মধ্যেই লিখতে থাকুন কবিতা, গল্প, গান।
শুভকামনা।
২৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অভিনন্দন নিন কবি।
২৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০১
ভুয়া মফিজ বলেছেন: বিরহের কবিকে সামুতে অর্ধযুগ পূর্তির শুভেচ্ছা।
আপনার জন্য কবিতা। আমি লিখি নাই , কোন এক পথহারা পথিক লিখেছেন,
বিরহের কবিকে সামুতে অর্ধযুগ পূর্তির শুভেচ্ছা।
আপনার জন্য কবিতা। আমি লিখি নাই , কোন এক পথহারা পথিক লিখেছেন,
৩০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৯
ল বলেছেন: অসাধারণ লেখনী----অর্ধযুগ পূর্তিতে শুভেচ্ছা
৩১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৮
প্রামানিক বলেছেন: ব্লগে অর্ধযুগ পার করায় আন্তরিক শুভেচ্ছা রইল।
৩২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
অর্ধযুগ ধরে
নিরলস সাধনায়
নিজেকে উজাড় করে—দিয়েছি তোমাদের এইখানে
অপার মায়ায়।
সে মায়ার বন্ধনে আবদ্ধ থেকে আপনার "অর্ধযুগ" যেন "শতযুগ"এ পৌঁছে যায় !
৩৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০
সেলিম আনোয়ার বলেছেন: তোমার মাঝে আমার স্বর্গ আছে
আর কোথাও নেই—
পাশ দিয়ে হেঁটে গেলে দু'নয়ন মুদি
তোমার আবেশেই।
একটু সুখ কী দেবে আমায়?
নাকি থাকবে তফাতেই —
তুমি যেন কাশফুলের শাদা কোমলতা— শরতের শাদা মেঘ
আমার মাঝেও তুমিই পাবে
বেহেশতের খুশবু—স্বর্গীয় উদ্যান কীসের এত উদ্বেগ?
তাই বলি করোনা আর ধরাকে সরা জ্ঞান
উপত্যকার ফাটল বেয়ে নেমে আসে প্রেরণার ঝর্ণাধারা
তার প্রেমে আমি যেন আকাশের ঐ ধ্রুবতারা
তোমার ঐ শরাবুন তহুরা আর মখমলের গালিচা
রাশি রাশি পুষ্প দিয়ে করা যেন জান্নাতের বাগিচা
আমি কেবল স্বপ্নজাল বুনি—তুমি-আমি মিলে লিখি ভালোবাসার কবিতা।
দাও কাগজ আছে মোর কলম এখনই লিখবো তা ।
৩৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
সুমন কর বলেছেন: অভিনন্দন !!
৩৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬
ঠাকুরমাহমুদ বলেছেন: সেলিম আনোয়ার ভাই, আমার শেষ পোষ্টটি আপনাকে উৎসর্গ করা, আশা করি আপনার ভালো লাগবে ।
৩৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৮
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সুন্দর......
৩৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫
এ.এস বাশার বলেছেন: অভিনন্দন !! আমি পুচকে আশির্বাদ দিন।
পরে মন্তব্য করার জন্য দুঃখিত.....
শ্রোদ্ধ বিনম্র......
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কাগজ-কলম খুব সুন্দর।
অসাধারণ ব্লগিং
অভিনন্দন প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই