নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

একতা— প্রেমের লাগি

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৮



শ্বাপদ সংকুল বন
পদে পদে ওত পেতেছে—মরণফাঁদ
করিসনে আর নতুন কোন ভুল—এখন।

চারিদিকে ষড়যন্ত্রের জাল— আছে পাতা
খতরনাক আর বিষাক্ত কাঁটা পোঁতা
তাই বলি একসঙ্গে চলরে সবাই
মতভেদ থাকতে পারে—তাতেতো কোন ক্ষতি নাই।

অতীতে সব বিবেধ ভুলে
আবারো গর্জে ওঠতে হবে
একসাথে -কাঁধে কাঁধ মিলাতে হবে
মানব তো নয় দানব ওরা
রক্তাক্ত হাত—আমার ভাইয়ের রক্তে মাখা
আমাদের প্রেমে দেয় বাঁধা।

যে যাই ভাবো ভাবতে পারো—গোলক ধাঁধাঁ
যার যার নীতি আদর্শ আকড়ে ধরো
তাতেতো নেই কোন বাঁধা ।

একটি ইস্যু আছে এখন
রাক্ষুসীর চাই যে পতন
আমার প্রেমে বাগড়া দেয়
সাহস কতো!! আদিখ্যেতা।
তাদের নেই বিবেক কোন
সবি তারা করতে পারে
পাগলের প্রলাপ বকে—কারোরই নেই জবাবদিহিতা
আড়ালে তারা তীর্যক হাসি হাসে
পাপিষ্ঠ সব বর্বরতা করছে তারা।

এদের থেকে বাঁচতে হলে
একতার নেই বিকল্প কোন—
প্রিয়তমা দেখো ভেবে— কত বাঁধা!!
তোমার আমার মিলন গানে
আমরা কিন্তু সোনায় সোহাগা—দুটি দেহ একটি প্রাণে
এমনা জোড়া মিলবে না আর অন্যখানে।

দূরাচারীর চক্রান্তে কোথায় আজি আছি মোরা
তাইতো বলি একতার নেই
বিকল্প কোন—যে কোন শর্তে
দেশের লাগি—বীর জনতা উঠরে জাগি।

মনে রেখো ওরাতো সব পাষণ্ড-বর্বর
লোলুপ দৃষ্টি থেকে নারী বাঁচতে নারি
রক্ত মাখা আল্পনা দেখি অসহায় চোখে
দূর্ণীতির লেবাসে রেকর্ড গড়া
ওদের থেকে বাঁচতে হলে
এখনই দোসর গড়তে হবে
পাতিসনে পা ওদের পাতা ফাঁদে কোন।

একসঙ্গে লড়তে হবে—তবেই হবে
এবার ওদের রূখতে হবে;
এর বিকল্প নেই কোন আর
কোন কিছুর লোভ করিসনে আর
আগে মোদের দেশটা বাঁচা।

আমার প্রিয়ার লাল ঠোঁটে
আমার ওষ্ঠ দেবো মেখে—খুব আাদরে
মায়াবতী মায়াভরা দু’চোখে
এনে দেনা হাসির ছটা
দু’জনের একি হাল
থাকতে দূরে পারি না আর
একতা— অথবা সম্মিলিত প্রয়াস, ভালোবাসার
এক কবিতা —দেশের তরে দশের তরে
আবার না হয় রক্তে রাঙা স্বদেশ
বীর একাত্তরের মতো,
তবেই তোরা স্বার্থক হবি
বুক ফুলিয়ে দম্ভ করে বলতে পাবি
একাত্তরের মত মহাকাব্য কোন
নতুন করে লিখতে পাবি ।

আয়না প্রিয়া এবার খেলি হা-ডু-ডু— লুডু
ভালোবাসার এক পেয়ালা চা
রঙিন অথবা দুধ শাদা
করবো পান লাল-সবুজ প্রেমের লাগি।


ছবি নেট থেকে

মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩০

রাজীব নুর বলেছেন: এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না,. শুধু সুখ চলে যায়।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় রাজীব নূর....আমি হলাম কবিদের রাজা। দেখেন তার কমেন্ট । আমার কবিতা নাকি ভাল হয়না অনেক চেষ্টা সত্ত্বেও। এটা লিখলাম দশ মিনিটে। পারলে কেউ লেখুক এমন কবিতা ।

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । :)

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬

জাহিদ অনিক বলেছেন: সুন্দর +

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: আর মাত্র একখানি লিখলে ১০০০ পোস্ট হয়ে যাবে ।

কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা কবি।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫

জাহিদ অনিক বলেছেন: এক হাজার !! এতো এক মাইলফলক।
অগ্রিম শুভেচ্ছা হে প্রেমের কবি।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন: আবারো অজস্র ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬

এখওয়ানআখী বলেছেন: কবিদের রাজাকে এককথায় কি বলে আমি জানিনা। অভিবাদন হে মহান কবিরাজ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কবিরাজ??? ওয়াক কবিরাজ ডাক্তার রোগী নিয়ে ওদের কারবার। সুস্থ মানুষ তাদের জন্য নয় । X(

সুস্থ মানুষ করিবে প্রেম অসুস্থ জনে নয়
সুন্দর দুটি মনের মাঝে ভালোবাসা হয় । :P

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: এই রকম কবিতা কবি গুরুও লিখতে পারে নাই। কবিগুরুকে আইনস্টাইন বিজ্ঞানী বললেও এই কবিতা একজন বিজ্ঞানীর কবিতার। এটা ছোট পরিসরের মস্তিষ্ক দিয়ে বুঝা যাবে না । যেমন আমার তিনি বুঝেন না । #:-S

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: ডাক্তার ব্লগার রেগে গেল কিনা?

আমি এমনি বললাম। অনেক নাম করা ব্লগার বোধ হয় ডাক্তার। তারা আমার পরম শ্রদ্ধেয় । আহমেদ জিএস ভাই য়ের কমেন্ট ছাড়া পোস্টই অপূর্ণ। ওমেরা আপু বোধ হয় ডাক্তার । আরও অনেক ডাক্তার আছেন। মইনুদ্দিন মইনুল ভাই কি তা আমি জানি না। ডাক্তার খুব সম্মান জনক পেশা। কবিরাজও ।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: আজকে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে কলমটা লাফিয়ে ওঠেছে.....কাগজে কবিতায় সয়লাব হওয়ার ক্ষণ এসেছে.... :`>

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৪

ঋতো আহমেদ বলেছেন: 'খতরনাক'.. হাহাহা.., দারুণ ! ++

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সুপ্রিয় রাজীব নূর....আমি হলাম কবিদের রাজা। দেখেন তার কমেন্ট । আমার কবিতা নাকি ভাল হয়না অনেক চেষ্টা সত্ত্বেও। এটা লিখলাম দশ মিনিটে। পারলে কেউ লেখুক এমন কবিতা ।

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

এই যে আপনার আত্মবিশ্বাস এটাই আমি উপভোগ করলাম। গ্রেট।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা সু্প্রিয় ব্লগার ।

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

সাইন বোর্ড বলেছেন: বাস্তব অনুভব, ভাল লেগেছে ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৪২

বলেছেন: আসলেই আপনি কবিদের রাজা

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনুপ্রাণিত।

নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

জুন বলেছেন: হাজারতম পোষ্টের জন্য অভিনন্দন সেলিম আনোয়ার । কবিতাগুলোও অসাধারন । নামটিও দারুন বৃষ্টির চোখে জল ।
আমিতো সেই 264 পোষ্টেই অদ্যাবধি আটকে আছি :( কবে যে এমন একটা পোষ্ট দিতে পারবো :)
অনেক অনেক শুভকামনা জানবেন ।
+

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: জুনাপি এটাতো ৯৯৯ তম পোস্ট।

কমেন্ট ঠিক জায়গায় হয়নি। তারপরও বহুদিন পর ব্লগে সুস্বাগম। নিরন্তর শুভকামনা ।

১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

জুন বলেছেন: স্যরি আমি আপনার হাজারতম পোষ্টে মন্তব্য করতে চেয়েছিলাম সেলিম আনোয়ার :)
তবে এই কবিতাটি পাঠেও মুগ্ধ ভালোলাগা রইলো ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনার মত সেলিব্রিটি ব্লগারের বেশি কমেন্ট পেয়ে বেশি ভাল লাগলো ।

বুঝাই যাচ্ছে কবিতা পড়ে আপিনি বিস্মিত বিমুগ্ধ আর তাতেই এমন বিপত্তি ।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

আরোগ্য বলেছেন: শুধু রাজা না সাহসী রাজা। "রাক্ষুসীর চাই যে পতন। "

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। সৎসাহস আমার আছে।

পরোয়া করি না বুলেট বোমা
অন্যায়ের নেই ক্ষমা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.