নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
দূরে থাকায় কী স্বার্থকতা?
তুমি কী কেবলই পূর্ণিমা রাতে ভেসে আসা
রূপোলী চন্দ্রকথা?
তন নেই মন নেই কল্পনার পরাবাস্তবতা
কেন তুলবে পাল সেখানেই।
প্রতিদিন কতফুল ফুটে— কত ভ্রমর ছুটে— তায়
এভাবেই বসুন্ধরায়— সঞ্জীবনী সুধা বিস্তরায়।
নতুনের আগমনে— নতুনের সাতকাহনে
বিচ্ছুরিত আলোকচ্ছটা—পৃথিবীর নিকষ আঁধারে
মানুষ মেতে থাকে কৃত্রিমতায়— শান্তির নীড় একদিন হয় যদি বিরচন
সম্মিলিত প্রয়াসে –প্রত্যাশা চেয়ে থাকে তীর্থের কাকের মতন।
ভালোবাসা হবে কি উড্ডীন— প্রতিদিন, ক্লান্তিহীন ।
ব্যস্ততার বুক চিড়ে- ব্যস্ততার আভরণ ভেদ করে
চাতকের ডানায় আমরাও কি তখন হবো উড্ডীন!
একটি পাখা তুমি— একটি পাখা আমি
আমাদের উড়ে চলা অপ্রতিরোধ্য সীমাহীন—বন্ধুর অবনীতে।
ছবি: নেট থেকে নেয়া
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় খায়রুল আহসান ।কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । টাইপো ঠিক করে দেয়া হলো। অনেক ধন্যবাদ মনোযোগ সহকারে পড়ার জন্য। একটা ব্যপার শেয়ার না করে পারছিনা। একটা সময় কবিতায় ইচ্ছা কৃত ভুল ঢুকিয়ে দিতাম। উৎসাহী ও বিজ্ঞপাঠক যাতে কমেন্ট করতে পারেন। ভুল ধরিয়ে দিতে পারেন।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে সেলিম ভাই।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫
কথার ফুলঝুরি! বলেছেন: অনেক দিন পর প্রিয় কবির কবিতা পেলাম
একদম ঠিক বলেছেন ভাইয়া, বন্ধুর অবনীতে উড়ে চলা যায় সীমাহীন । তবে সবাইকে তো বন্ধু বানানো যায়না
কবিতায় অনেক অনেক ভালোলাগা
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: এই বন্ধুর সেই বন্ধুর নয়। এটা প্রতিবন্ধকতা অসমান প্রতিকূল অর্থে বন্ধুর।
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। তবে হ্যা আমার অনেক বন্ধু আছে।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভালবাসা সীমাহীন, এ জীবন সীমাহীন নয়তো.................।
সুন্দর কাব্যকথন।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২
সৈয়দ ইসলাম বলেছেন:
"একটি পাখা তুমি— একটি পাখা আমি
আমাদের উড়ে চলা অপ্রতিরোধ্য সীমাহীন—বন্ধুর অবনীতে।
বুঝলাম না! আহমেদ জী এস ভাইয়ের কবিতার শেষটা খুবই ভাল হইলো, আর আপনারটার শেষেও আমি সার্থকতা পেয়েছি।
কবিতায় প্লাস।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: বুঝলাম না! আহমেদ জী এস ভাইয়ের কবিতার শেষটা খুবই ভাল হইলো, আর আপনারটার শেষেও আমি সার্থকতা পেয়েছি।
আহমেদ জিএস বিজ্ঞ ব্লগার। তার পোস্ট গুলো অসাধারণ । সে তুলনায় আমি নবীশ ও অযোগ্য।
কবিতার শেষে স্বার্থকতা পেয়েছেন জেনে ভালো লাগলো ।
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় কবিভাই,
কবিতায় একরাশ মুগ্ধতা। তবে বেশ ইন্টারেস্টিং লাগলো আপনি ইচ্ছা টাইপো করে কবিতার মধ্যে একটি খেলার ব্যবস্থা রেখেছেন। হা হা হা, আমিও একটি টাইপো পেয়েছি। পৃথিবীর নিকষ আঁধারে । আধার ও আঁধার ভিন্ন অর্থ বলে জানি।
শুভকামনা প্রিয়কবিভাইকে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট। অন্যের ভুল ধরাতে দারুন আনন্দ। নিজেকে যথেষ্ট বিচক্ষণ ও সতর্ক মনে হতে পারে। এক ধরণের আত্নতৃপ্তি হয়তো কাজ করে। টাইপো ঠিক করা হলো।
আপনার জন্যও অনেক শুভকামনা ।
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩১
মাহমুদুর রহমান বলেছেন: একটি পাখা তুমি— একটি পাখা আমি
আমাদের উড়ে চলা অপ্রতিরোধ্য সীমাহীন—বন্ধুর অবনীতে।
অসাধারন।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: দূরে থেকেও ভালোবাসা যায় কাছে থেকেও।
মিলনেও ভালোবাসা বিরহেও ভালোবাসা । শরীর মিথ্যে বলে না। মানুষের যোগ্যতা আছে। ভালোবাসা যদি সাদরে গৃহীত হয় ভালোবাসার মানুষ একজন মানুষকে সাফল্যের চূড়ায় উঠতে সাহায্য করে । আবার ব্যর্থতায় পর্যবসিত করতে পারে। ভালোবাসা পাওয়া গর্বের বিষয়। বাসার পোষা প্রাণীর ভালোবাসাও অনেক গুরুত্ব রাখে।
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৯
খায়রুল আহসান বলেছেন: টাইপো ঠিক করে দেয়া হলে - আসল জায়গাটাতেই ঠিক করেন নি, শিরোনামে। নাকি, সেটা পাঠক আকৃষ্ট করার জন্য এখনো রেখে দিয়েছেন?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনি তো দু্ই বার আসলেন।
আসল জায়গা ঠিক করা হলো।
আরো কী টাইপো আছে?
দুই কমেন্টে ডাবল কৃতজ্ঞতা সুহৃদ। অনেক ভালো থাকবেন এই শুভকামনা থাকলো ।
৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬
কাওসার চৌধুরী বলেছেন:
কবিতায় ভাল লাগা রইলো। আপনার টাইপো ধরা আমার যোগ্যতার বাইরে। +++
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮
সেলিম আনোয়ার বলেছেন: আপনি অসাধারণ সম্ভাবনাময় ব্লগার। আপনার কমেন্ট আমাকে সম্মানিত করেছে।
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০২
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়ে ভালো লেগেছে+
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪
সেলিম আনোয়ার বলেছেন: বহুদিন পর আপনাকে ব্লগে পাওয়া গেল। কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর। বিশেষ করে শেষ লাইন দু'টি।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩
রাকু হাসান বলেছেন:
৪র্থ স্তবকে মুগ্ধতা। ভালোবাসা নিন কবি ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে একরাশ রজনী গন্ধা শুভেচ্ছা।
১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৯
ওমেরা বলেছেন: ঘটনা কি আপনাকে যে বেশী দেখা যাচ্ছে না। কবিতা ভাল হয়েছে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা লিখতে মানা।
কবিতা ভাল হয়েছে জেনে ভাল লাগলো ।
১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৯
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৪
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার কিছু শব্দ এসছে কবিতায় !
ভালোলাগা ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা ।
১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৪
ইব্রাহীম আই কে বলেছেন: দুইটা পাখা যদি সমান্তরালে না চলে তাহলে বন্ধুর অবনীতে বিচরণ করবে কিভাবে!
লেখাটা পড়ার আমন্ত্রণ রইলঃ ধর্ষণ কেন হয়?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২
সেলিম আনোয়ার বলেছেন: আরেকটি কবিতা চেষ্টা পড়তে পারেন।
I wanted you
I adore only you—
You also do the same
Some puzzles came
In your disturbed mind
You got so many obstacles
In your brain-
Everything washed away
But there I remain,
At the eleventh hour
Cats and dogs— its rain
Your heart chanting my name
O my beloved you know
Love is magic-not a game
In the blink of an eye
It eliminates –mountains of pain
During sunset during sunrise
You feel the sense of life
It is not foolish but wise
Life is so short love is not
Poem will remain in soul
Generation after generation
People will recite our love
Day after day- you should feel
Proud of it that someone really love you
You are in the chest of a king.
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৭
চাঙ্কু বলেছেন: আপনার কবিতা পড়তে লাগে ২-৫ মিনিট কিন্তু এরপরে ভাবা লাগে ১০-১৫ মিনিট!! এইডা কুন কথা হল!!
আপনার কবিতা ভাবতে শিখায়!! আফসুস
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো ।
১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৯
শিখা রহমান বলেছেন: "একটি পাখা তুমি— একটি পাখা আমি
আমাদের উড়ে চলা অপ্রতিরোধ্য সীমাহীন—বন্ধুর অবনীতে।" --- লাইন দুটো ভালো লেগেছে।
কবিতাটায় শব্দেরা বাতাসে ডানা মেলেছে। শুভকামনা কবি।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ও শুভকামনা। কমেন্টে এবং পাঠে ।
১৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫০
আরজু পনি বলেছেন: দাগ থেকে যদি দারুণ কিছু হয় তবে দাগই ভালো।
তুমিময় কবিতারা পাখা মেলুক আরো বেশি বেশি।
শুভেচ্ছা রইলো।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
সেলিম আনোয়ার বলেছেন: লিখে ফেলেছি আরেকটি তুমিময় কবিতা । কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
২০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০১
শামছুল ইসলাম বলেছেন: এক পাখা তুমি,ন্দর আরোক পাখা আমি,
দুই পাখার সম্মিলিত অপ্রতিরোধ্য গতিই হোক সংসারের চলার পাথেয় ।
কবি, আমার বোঝার ভুল হয়ে থাকলে শুধরে দিয়েন ।
অনেক সুন্দর লিখেছেন ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: একদম ঠিক বলেছেন।
ভাল থাকবেন সবসময়—এই শুভকামনা থাকলো ।
২১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
প্রথম দু'টি স্তবক বেশি ভালো লেগেছে ।
আকাশে পাখা মেলেছে আপনার কবিতা ।
"একেক্কে এক, এক যোগ এক -দুই
আমরা অপ্রতিরোধ্য বন্ধু যুগল হই । "
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক ঠিক
অপ্রতিরোধ্য বন্ধু মিলে বেদনারে তুচ্ছ করে আনন্দে মেতে রই ।
২২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫
সামিয়া বলেছেন: বেশ আশাবাদী কবিতা------
উড়ে চলা অব্যাহত থাকুক ।।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭
জাহিদ অনিক বলেছেন: একটি পাখা তুমি— একটি পাখা আমি
আমাদের উড়ে চলা অপ্রতিরোধ্য সীমাহীন—বন্ধুর অবনীত----------- বাহ ! চমৎকার
২৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৬
সূর্যালোক । বলেছেন: ভালো লাগছে
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫২
খায়রুল আহসান বলেছেন: কবিতার শেষের লাইনদুটো খুব ভাল লাগলো। + +
তবে "অপ্রতিরুদ্ধ" কথাটা অপ্রতিরোধ্য হবে কি?