নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কাউকে নিখাদ ভালোবাসার পরেও
একটি প্রশ্ন বারে বারে মনের গহীনে
সঙ্গোপনে—দেয় হানা।
তোমাকে আমার ভালোবাসা কী মানা?
তোমাতে আমার অগাধ বিশ্বাস—
বার বার সারা পৃথিবীকে
বলার পরেও নিজেকে—— প্রশ্ন করি
শেষ পর্যন্ত আমার বিশ্বাস
রাখবে তো সযতনে আর সব তুচ্ছ করে?
যে যাই বলুক যাবে না তো— কখনো আমায় ছেড়ে ??
হয়তো তুমি বিরক্ত হও
তবু বারে বারে বলার সাধ জাগে
বসন্তেরই অনুরাগে—
I love You! ভালোবাসি তোমাকেই।
যতই কাছে থাকো অথবা দূরে
তবু ভয় হয় কখনো
চলে যাবে নাতো—আমায় ছেড়ে…।
জানি এসব অবান্তর প্রশ্ন..
কেন যে বার বার দেয় হানা
আমার অনুভূতি প্রবণ এলাকায়
হয়তো তোমায় —প্রচন্ড ভালোবাসি— তাই
ভালোবাসা নয়তো মানা—দুটি প্রাণের আরাধনা।
তোমাকে বার বার—ভালোবাসিবার হয় সাধ
এ নহে ভুল কোন—হলেও ভালোবাসিবার অপরাধ;
করিয়ো ক্ষমা—ওগো নিরোপমা, ভালোবেসে ধন্য করো
আমার ভালোবাসিবার সাধ।রাজ্যের আহলাদ।
তুমি আমার সাত জনমের আরাধানা-ভালোবাসার শেষ সীমা
ভালোবাসার কবুতর-সুপ্রিয় মাংসের কলি-রক্তজবাফুল
ভালোবেসে দিয়োগো সিক্ত অধর- ভিজবো দু’জনে ভালোবাসা স্নানে
আমার লাগে না ভালো— জোস্না রাতের আলো, তুমি ছাড়া ঐ পূর্ণিমা চাঁদ।
সাগর সৈকতে গোধূলীর আলোয় রঙিন শাড়িতে সমুদ্রসঙ্গমে তুমি আমি
আমার কলমে তোমার কাগজে সোনার হরফে হবে লেখা অমর কবিতা
ভেবে দেখো।আর কেহ পারবে কি তা? ঘুঘুর ফাঁদ থেকে এসেছি বেড়িয়ে
ধরেছি তোমার প্র্রেম আদরে জড়িয়ে— সব বাঁধা এড়িয়ে, তুমি চাইলেই বৃষ্টি হবে
তুমি চাইলেই ঝড়- আবারো বলি ভালোবাসার খেলাতে নেই কোন ডর ।
তোমাকেই চাই—আমার এই খানে—আমি তুলিবো পাল তোমার ভালোবাসার জানালায়
তুমি নদী আমি নৌকো— তুমি জমি আমি সোনালি ধান আমি চুন তুমি পান।
সুন্দর হে! করিতেছি আহবান। স্বপ্নলোক থেকে বাস্তবে
প্রচন্ড পরাভবে—চলো গড়ি দোসর-ভালোবাসাতে সখি নেই ডর।
চলো গড়ি, স্বর্গের পৃথিবী— দুজনে মিলে; স্বর্গের নহর।
চলে যেতে হয় সবে চলে যায়— ক্ষণিকের বসুন্ধরায়
চলে যেতে নাহি চায় —নাহি চায় এই প্রাণ।
থেকে যায় কবিতা—ভালোবাসার সবিতা।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
ল বলেছেন: থেকে যায় কবিতা ----ভলবাসার সবিতা
আসাধারণ
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১১
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা লিখতে থাকলাম-শেষ হতে চায়। মনে হয়েছিল কবিতার নাম দিই অসম্পূর্ণ !!!
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
তারেক ফাহিম বলেছেন: ভালোলাগা +
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৮
সেলিম আনোয়ার বলেছেন: ভালোলাগায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৭
আরোগ্য বলেছেন: ভালোবাসায় ভরপুর।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৬
সুমন কর বলেছেন: প্রথমে ছোট ছোট লাইন পরে আবার বড় বড়......সব মিলিয়ে মোটামুটি লাগল।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১১
সেলিম আনোয়ার বলেছেন: আসলে কবিতা এমনই হয়, নদী আর নারীও প্রেমও। কখনো ছোট কখনো বড় বড় । এটাই কবিতা।
আমরা কবিরা কবিতাকে সুবিন্যস্ত করি মাত্র। আসলে কবিতারা এমনই হয়। কবিতা ছন্দ মাত্রা আরোপ করা হয় ।সেগুলো আরোপিত কবিতা ।
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৬
নজসু বলেছেন: ভালোবাসায় হারানোর ভয় যেমন থাকে
প্রাপ্তির আনন্দও তেমনি থাকে।
তবুও সংশয়ে দিন কাটে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সুন্দর হে! করিতেছি আহবান। স্বপ্ন লোক থেকে বাস্তবে প্রচন্ড পরাভবে—
চলো গড়ি দোসর-ভালোবাসাতে সখি নেই ডর।
চলো গড়ি, স্বর্গের পৃথিবী— দুজনে মিলে; স্বর্গের নহর।
ভালবাসা শুধু নিজ স্বার্থে হবে না , বৃহত্তর স্বার্থে ব্যবহার করতে হবে
তবে ই না দুজনে স্বর্গ গড়তে পারবো ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
সুন্দর ভাবনা, ভালোবাসা অফুরন্ত
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা ।
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৬
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
হুম.... যতো আপদ এই ভালোবাসাবাসিতে !
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০
সেলিম আনোয়ার বলেছেন: একেবারে যথার্থ বলেছেন।
আহমেদ জী এস, আপনার মন্তব্য প্রেরণা দায়ক ।
৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৮
অচেনা হৃদি বলেছেন: বাহঃ
আপনার কবিতা ভালো লেগেছে।
বিরহী কবি কি শুধুই কবিতা লিখবে? তাঁর কি কখনো মিলনের কবিতা লিখার সুযোগ হবে না?
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কোথায় আমার বান্ধবী শায়মা??
এখন তো দেখি দারুন বৃস্টি বজ্রসহ ।
১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৬
স্রাঞ্জি সে বলেছেন:
ঠিকাছে কবিতায় প্লেস নেন।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা ।
১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৭
জুন বলেছেন: আপনার ভালোবাসা নিখাদ সেলিম আনোয়ার। কবিতায় ভালোলাগা রইলো।
+
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।চমৎকার কমেন্টে এবং পাঠে । ভালোলাগায়।
১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৫
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ভালোলাগা রেখে গেলাম!
১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫০
রাজীব নুর বলেছেন: সমুদ্র সৈকতের বালুতে কোনো বালক বালিকা যত্ন করে নিজের নাম লিখে ।আর তা মুছে দেয় ঢেউ এসে ।
১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১১
শাহরিয়ার কবীর বলেছেন:
প্রতি শব্দ যেন ভালোবাসায় ভরপুর!
কবিতা ভালো হয়েছে+++
১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৪
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালোবাসা নিয়ে খুব সুন্দর কথা লিখেছেন। শুভরাত্রি।
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
সনেট কবি বলেছেন: সুন্দর+