নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
পাতানো
বিধাতা কী কেবল —তোমাদের করে
দিয়েছেন দায়ভার?
তোমরা তাই রেফারি!—তোমরাই খেলোয়াড়!!!
খেলার আগে ম্যাচ পাতিয়ে দিয়ে
—প্রমোদ গুণ;
প্রতিপক্ষের বিরুদ্ধে এভাবে তোমাদের
লড়াই করিতে— নেই সংশয় কোন।
দূর্ণীতির টাকায় পকেট ভর
কড়ায় গণ্ডায় হিসেব কষে
ক্ষমতার মসনদে বসে—
তোমাদের চোখে— জনতার
নেই কোন অধিকার ।
পারিবে না তারা কোন কথা বলিতে
রায় দূর্লভ—জগৎশেঠ করে বাস
—তোমাদের ঝুলিতে; জনতার
মাথা ঘুরে তাদের প্রলাপ বুলিতে।
তোমাদের ক্ষমতাচ্যুত না করলে
তোমাদের দাঁড় করানো যাবে না আর
বিচারের কাঠগড়াতে—প্রতিপক্ষের দফরফা
তোমরা করেছো—নিজো স্বার্থ চারিতার্থে
বিচারপতিকে চাকুরীচ্যুত করেছো
বিনা বিচারে অগণিত মানুষ—তোমরা জেলে ভরেছো।
এক নেতা এক দেশ— নেই গণতন্ত্রে
জনতার অধিকার প্রতিষ্ঠিত করতে দিয়ে
উজ্জীবিত হও— গণতন্ত্রের মন্ত্রে ।
প্রতনু ও প্রত্যাশা
একজন রাজা ভাগ্যবান
তার দুই রানী —জানের জান।
একজন ক্ষমতার মসনদে বসলে
অন্যজন থাকে প্রিজন সেলে—
রাজার ললাটে একজনের
বিয়োগ ব্যথা অন্যজনের ভালবাসা মেলে।
দুই জনকে একসাথে যেন ভালোবাসা মানা!!
এ কেমন প্রেম—রাজার মনতো মানে না।
একজন রূপে সেরা তো— অন্যজন কর্মগুণে;
রাজার মনে—
দু’ জনেই ময়না পাখি—সমানে সমানে।
এক জন রাজা শ্রেষ্ঠ কবি
রানী যেন বুঝে না —বুঝে শুধু পদবী।
রাজা হলেন শৌর্যে বীর্যে সবার সেরা
কে পারে রুখিতে তার অগ্রযাত্রা।
রাণীদের বাণীতে ভালোবাসার হাতছানিতে
কত মধু মাখা যে—
সময়ের মহেন্দ্র প্রহরে
একদিন রাজা করবেন আরোহন
ক্ষমতার স্বর্ণ শিখরে-
তাদের ভালোবাসার পদ্মাসনে রাজাই বসবেন
বাকী সব প্রহরী—
আর কেহ পারবে না গড়িতে মধুমাখা সুর লহরী —
শত চেষ্টাতে, এ আমোঘ সত্য
রাজার ভাগ্য স্রষ্টার নিজ হাতে গড়া যে।
নিরাপদ ভালোবাসা
আমাকে নিরাপদ ভালোবাসা দাও
আমাকে সম্ভ্রমের সঙ্গে— কাছে টেনে নাও।
লোক দেখানো ভালবাসা ভালো নয়
ভালোবাসা পাখি— সঙ্গোপনে মধুরতরো হয়।
কে এল কে দেখলো কার ঈর্ষায়
সবকিছু ভেস্তে গেলো—এসবের হিসেবে
ভালোবাসা মেলে না—মেলে শুধু বিচ্ছেদ।
কামনার জঘনে মহেন্দ্র লগনে
তুলিবো পাল—অনেক যতনে
আমরা যে মাণিকজোড়—মেধা আর মননে
দৈহিক গড়নে—ভালোবাসা বুননে।
অযাচিত সন্দেহের করো হে শিরোচ্ছেদ।
ছবি- নেট
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: ক্ষুদ্র। নবীশ ও বলতে পারেন। কিংবা আমি অথবা আমজনতা ।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩
নজসু বলেছেন: তিনটি কবিতাই পাঠকের প্রত্যাশা পূরণ করবে।
আমার ভালো লেগেছে।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনি একজন বিজ্ঞ পাঠক। আপনার নিকটা অদ্ভুত। ভালো থাকবেন সবসময়।নিরন্তর শুভকামনা থাকলো ।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩
বাকপ্রবাস বলেছেন: ৩~১~২ ভাল লাগার ক্রমান্বয়
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।পাঠকের পছন্দের ক্রমের ভিত্তিতে এই তিনের সেরা নির্ধারন করবো।
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩
বিজন রয় বলেছেন: তা কি করে হয়?
প্র-তনু, তাহলে তনু মানে কি?
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: তনু তো কায়া। প্রতনু মানে নজসু বলে দিয়েছেন। কমেন্টে অশেষ ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪
নজসু বলেছেন: বিজন দা, প্রতনু মানে বিণ. অতি ক্ষুদ্র বা সূক্ষ্ম বা সরু।
এখানে প্র আর তনু আলাদা করে কিছু বুঝায় না।
প্র হচ্ছে ভাবসূচক অব্যয়।
তনু শব্দের অর্থ হচ্ছে কৃশ, ক্ষীণ, কমনীয়, কোমল ও সুন্দর।
প্রতনুর সাথে যা মিলে যায়।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: দারুন বিশ্লেষণ ধর্মী কমেন্ট। ভাল থাকবেন সব সময় নিরন্তর শুভকামনা থাকলো।
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কবিতা ভালো লেগেছে।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২
এ.এস বাশার বলেছেন: সেলিম ভাই কেমন আছেন........?
২,১,৩ ভালো লাগার ক্রমন্বয়। "বর্তমানের প্রেক্ষাপট" কবিতা গুলো অসাধান হয়েছে......
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮
সেলিম আনোয়ার বলেছেন: দারুন ভালো....সালমানকে দেখলে মনটা ভালো হয়ে যায়।
৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০২
মাহমুদুর রহমান বলেছেন: কিছু....... বলব না।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: আমি বলি প্রথমটি বিএনপি কে উৎসর্গ করা হলো....২য়টি জনসাধারণ....আর তৃতীয়টি আমার ব উ।
পাঠে এবং কিছু না বলায় অনেক ধন্যবাদ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: আমি বলি প্রথমটি বিএনপি কে উৎসর্গ করা হলো....২য়টি জনসাধারণ....আর তৃতীয়টি প্রিয়তমা।
পাঠে এবং কিছু না বলায় অনেক ধন্যবাদ।
৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৮
সাইন বোর্ড বলেছেন: সব সত্য বলতে নেই ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০
সেলিম আনোয়ার বলেছেন: মিথ্যাও নয়। মিথ্যা বললেন তো মরে গেলেন। সতত সর্বোত্তম পন্থা ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: মিথ্যাও নয়। মিথ্যা বললেন তো মরে গেলেন। সততা সর্বোত্তম পন্থা ।
১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৩
ওমেরা বলেছেন: ভাল !
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: আজকের কবিতায় বৃষ্টি হয়েছে ।
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৬
জাহিদ অনিক বলেছেন: নিরাপদ ভালোবাসা ভালো লাগলো।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: ওটাই নিরাপদ কবিতা । ভালোলাগাতে নেই কোন ঝুঁকি।
অশেষ কৃতজ্ঞতা কবিতা পাঠে ও কমেন্টে ।
১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
সুমন কর বলেছেন: অর্থবহ এবং ভালো হয়েছে।
+।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮
বিজন রয় বলেছেন: প্রতনু মানে কিন?