নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
দজ্জাল তার অনুসারীদের জান্নাত দিবে
আর যারা তাকে মানবে না তাকে
দিবে জাহান্নাম
পৃথিবীতে জান্নাত জাহান্নাম
দেবার মত ঘটনা
সেই ঘটাবে।
অথচ তার জাহান্নামীরা স্বর্গসুখ লাভ করবে
আর জান্নাতিরা নরকযন্ত্রণা।
তথাকথিত জান্নাত জাহান্নাম দানকারী দজ্জাল
আখেরি জমানার সবচেয়ে বড়ো ফেতনা
অতঃপর ঈসা আঃ তাকে বধ করবেন।
২| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০৪
আরোগ্য বলেছেন: আল্লাহ আমাদের দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন।
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: আমিন।
৩| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১৫
চাঁদগাজী বলেছেন:
এগুলো কি গ্রীক মিথোলোজী থেকে নেয়া হয়েছে?
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১৯
সেলিম আনোয়ার বলেছেন: না গ্রীক নয়।পাথর মার্কা কবিতা লিখলাম।রসুল সাঃ দাজ্জাল সম্পর্কে বলে গেছেন।
৪| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ২:০৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
সেলিম ভাই, অনেকদদিন পর আসলাম! আপনি কেমন আছেন?
এই সম্পর্কে ড.আব্দুর রহমান আরিফির "মহাপ্রলয়" নামক বইয়ে খুন সুন্দরভাভাবে ব্যাখ্যাসংবলিত এক লেখা পড়েছিলাম। আজ ঐগুলোকে অতি সহজ ভাষায় আপনার কবিতায় টাই দিয়েছেন দেখে ভালই লাগলো।
প্লাস+++
১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৫| ১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৭
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
সুন্দর কবিতা।
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সবাই কি ভেবেছে আমি জানিনা। আখেরি জমানার সবচেয়ে বড় ফেৎনা হলো কানা দজ্জাল। একচোখা দজ্জাল শুধু নিজের দল তোষণ আর বিরোধীদের শোষণ করবে। এখনকার পৃথিবীটা কানা দজ্জালের মতো। সবা্ই কানার মত এক চোখ দিয়ে দেখে । আমার দৃষ্টিতে এটাই সবচেয়ে ক্ষতিকর দেশের জন্য দশের জন্য প্রতিষ্ঠানের জন্য। স্থার্থ আছে যেখানে আমরা আছি সেখানে। একমাত্র মহান স্রষ্টার আলোকিত পথ পারে এই ফেৎনা থেকে বাচাতে।
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০৪
আরোগ্য বলেছেন: আল্লাহ আমাদের দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন।