নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
হে নিভৃতচারিনী!!! সঙ্গোপনে করছো পাঠ আমার কবিতা জানি,
প্রিয় পোশাকেরই মতন — অনেক যতন করে …
এইখানে তোমার রাজ্যের আহলাদ…পুষ্পরানি;
অদৃশ্য থেকে প্রচ্ছন্ন নয় প্রকট দৃশ্যমান হও — পাঠকের ক্ষুধিত চোখে
প্রস্ফুটিত ফুলের মতো—হওগো বিকশিত,
ভালোবাসার প্রগাঢ় বন্ধন—সবাই বুঝে
আমাদের ভালোবাসা সবাই খোঁজে।।
পথহারা নাবিক যেমন খোঁজে ধ্রুবতারা— নিশীথের অম্বরে,
চাতক যেমন বৃষ্টির জল অন্বেষণে উদগ্রিব—পিপাসার আকাশে উড়ে উড়ে।
শেষ বিকেলে পাখিরা যেমন নীড়ের সন্ধানে উড়ে
আমাদের কাব্যিক ভ্রমন সখা তেমনি করে।
মুক্ত বলাকার মতো অপ্রতিরোধ্য— দূর্বার..
হে নিভৃতচারিনী, তিমির হারার, — অপার ভালোবাসার,
রেখেছি তোমারে যতন করে— এই অন্তরে...
ক্ষুদ্র আমি—তুচ্ছ আমি, আর সবের মতো আমার আছেগো সংশয়
কতটুক আছি তোমার হৃদয় জুড়ে..
তোমারেই শুধাই
তুচ্ছ বালুকণা মহাদেশ গড়ে কেমন করে?
পারবো কি আমি তেমন করে…
ছবি- নেট
৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৫
ওমেরা বলেছেন: ভাল লাগল কবিতা।
৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা ।
৩| ৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৬
খায়রুল আহসান বলেছেন: চমৎকার! কবিতার আবেগ নিভৃতচারিণীর হৃদয় কতটুকু স্পর্শ করবে জানিনা, তবে পাঠকের হৃদয় স্পর্শ করে যাবে।
৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৯
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । টেকনিকাল প্রবলেম এর কারণে উত্তর দিতে বিলম্ব হলো।
পাঠকের রায় পওয়া গুরুত্বপূর্ণ । গণতান্ত্রিক ব্যবস্থায়। আর আপনি তো বিচক্ষণ প্রাজ্ঞ সাহিত্যিক। তার মানে হৃদয় স্পর্শ করার মতো হয়েছে। আমি আপ্লুত আপনার কমেন্টে।
৪| ৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৫
করুণাধারা বলেছেন: নিভৃতচারিণীর এর উদ্দেশ্যে চমৎকার কবিতা! ভালো লাগলো।
৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১০
সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভালোলেগেছে জেনে আমারও ভাল লাগলো।
৫| ৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৮
কাওসার চৌধুরী বলেছেন:
বাহ!! চমৎকার অভিব্যক্তি। সুখপাঠ্য। +++
৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১২
সেলিম আনোয়ার বলেছেন: আপনি দারুন সব পোস্ট করেন।
প্রতিথ যশ ব্লগার হওয়ার সম্ভাবনা আপনার আছে !!!!
৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনার কাছে সুখপাঠ্য হওয়াতে কবিতা অনেক খানি স্বার্থক আমি বলতে পারি!!
৬| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর সেলিম ভাই।
৭| ৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
আরোগ্য বলেছেন: দারুণ ! মনোমুগ্ধকর !
৮| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৬
নজসু বলেছেন: দারুণ রোমান্টিক কবিতা।
পাঠে তৃপ্তি আছে।
৯| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মনোমুগ্ধকর !
১০| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ২:২০
মনিরা সুলতানা বলেছেন: ভালো লেগেছে কবিতা।
১১| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৯
সামিয়া বলেছেন: সুন্দর উপলব্ধি
১২| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৪
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: আমার ভাল লাগা রেখে গেলাম বালু কনার মতো
১৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: মনোরম।
+++++
১৪| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৯
নীলপরি বলেছেন: খুব সুন্দর লিখেছেন ।++
শুভকামনা
১৫| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০১
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
না পারার তেমন কিছু নেই । তেমন যতন করে রাখলে এক নিভৃতচারিনীও হৃদয়ে সরব পদচারিনী হয়ে উঠতে পারে ।
কবিতায় ঊঠে আসা এমন বাসনাটি ভালো লাগলো ।
কবিতা ভালো হয়েছে ।
১৬| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩১
শিখা রহমান বলেছেন: কোন এক নিভৃতচারিণী কবিতা পড়ে বলেই কবিতা লিখছেন আর আমরা এমন সুন্দর সব কবিতা পড়ার সুযোগ পাচ্ছি।
কবিকে আর সেই নিভৃতচারিণীকে কবিতার জন্য ধন্যবাদ। শুভকামনা কবি।
১৭| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:২৫
অপু দ্যা গ্রেট বলেছেন: তোমারেই শুধাই
তুচ্ছ বালুকনা মহাদেশ গড়ে কেমন করে?
আমি কি পারব তেমন করে
দারুন !!!!
১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫
প্রথমকথা বলেছেন: ভীষণ সুন্দর লেখা, মুগ্ধ প্রিয় ।
১৯| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনাকে ধন্যবাদ, মনোমুগ্ধকর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
২০| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৫
বিজন রয় বলেছেন: আপনার খবর কি?
কোথায় গেলেন??
২১| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৫
অব্যক্ত কাব্য বলেছেন: ভালো লাগা জানবেন কবি
২২| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৭
সেলিম আনোয়ার বলেছেন: সময় করে প্রত্তুত্তর দেয়া হবে। দেরি হবার জন্য সরি!!!
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: হে নিভৃতচারিণী !! থেকো নাকো দূরে , রেখোনাকো অপর করে । ধরা দাও হে প্রিয়তমা । নইলে এ যাতনা সইবো কেমনে ।
প্রেমের আখ্যান দারুন হয়েছে।
শুভকামনা প্রিয় কবির ভাইকে ।