নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমায় কাজল করে রেখো
অথবা আলতা করে মেখো—তোমার কোমল পায়।
কর্মব্যস্ত জীবন —ব্যস্ত রাজপথ চলছে সবি আপন মহিমায়
নামছে মানুষ নতুন আশার প্রদীপজ্বেলে
মনে তাদের আছে সাহস—যায়নি তারা
মহান একাত্তরের গৌরবান্বিত ইতিহাস ভুলে…
আমায় তুমি লিপস্টিক করে একো ঠোঁটে
যেমন অস্তরবি পড়ন্ত বিকেলে লালটকটকে..
রেখো হাসি ঠোটের কোণে
ডাকলে আমায় কাছে পাবে—এক পলকে।
আমায় না হয় পারফিউম ভেবে রেখো মেখে তোমার কোমল সফেদ গায়
আমি কুশিকাঁটা তুমি উল— শীতের সোয়েটার বুনতে পারো হেমন্ত দিনে
স্বপ্নজাল যেমন বুনে ভোরের শিশির শীতের আগমনিগান গাইছে দেখো।
আমায় না হয় বুকের গভীরে লুকিয়ে রেখো
মনের গভীরতা স্রষ্টা জানে
দেহটাতো সাড়ে তিনহাত— ইঞ্চিনদী খুব সীমিত
হৃদয়ে করলে বাস—ঠিক সময়ে ওঠবে চাঁদ ভরা পূর্ণিমার রূপোলী রাতে
হবে জোছনার প্লাবন—ভিজে যাবো দুজনাতে কবিতা লিখে মায়ার রাতে
এখন দেখি জেগেছে মানুষ রাজপথে ভোরের রবির কিরণ যেন
মেঘের রং আঁধার কেটে —এবার বোধ হয় রোদ ঝলমলে রৌদ্রৌজ্জ্বল দিন হবে…
আমায় না হয় নক্শা করে রেখো নখে সযতনে —আনমনে....
ছবি: গুগল।।।
১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: ব্যস্ততা বেশি নয়.....সামান্যই .....জীবনটা এমনই.....
জীবনান্দদাশ কি আর সবাই হয়.....??? আমার তার কবিতা ভাল লাগে......
২| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
কথাকথিকেথিকথন বলেছেন:
কবিতার বুনন চমৎকার। ভাল লেগেছে।
১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার কবিতা।
১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৪| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
নীলপরি বলেছেন: বাহ। খুব সুন্দর লিখেছেন কবি । ++
শুভকামনা
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
সনেট কবি বলেছেন: সুন্দর+
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা।
৬| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
নজসু বলেছেন:
বিমুগ্ধ।
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা এবং নিরন্তর শুভকামনা ।
৭| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৯
রাজীব নুর বলেছেন: সুখ যখন অতিথি হয়ে দরজায় এসে দাঁড়ায়, তখন তার কাঁধে থাকে এক বিরাট ঝোলাভর্তি দুঃখ ! এটা যে জানে না, জীবন তাকে প্রতি পদে পদে তা জানিয়ে দেয়, তবু সে সেটা বুঝতে চায় না।
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ রাজীব নুর। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো।
৮| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮
ঋণাত্মক শূণ্য বলেছেন: কসমেটিক্স পোষ্টের পাশে কসমেটিক্সের বিজ্ঞাপন! একি শুধুই কো-ইন্সিডেন্স? নাকি তথ্যের অবাধ পাচার?
কবিতা ভালো হয় নাই। শব্দের গভীরতা অনেক কম। তার চাইতে এই জঘন্য দর্শণ লিপিষ্টিকও ভালো ছিলো।
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৯| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪১
সুমন কর বলেছেন: এতোভাবে কি রাখতে পারবে.......... হাহাহাহা
ভালো লাগা রইলো। +।
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০১
সেলিম আনোয়ার বলেছেন: রাখতে পারলে মন্দ হতো না। কমেন্টে অশেষ ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১০| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৫
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা অনেক লিখেছেন+++
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: তা ১৫০০ তো হবেই। কমেন্টে অশেষ ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১১| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬
কিরমানী লিটন বলেছেন: নান্দনিক ভালোলাগার- চমৎকার কবিতা ...।
শুভকামনা প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই ।
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: অনেকদিন পর!! ব্লগে সুস্বাগতম।
১২| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১:১১
আকতার আর হোসাইন বলেছেন: অসম্ভব ভালো লেগেছে। ফেসবুকে শেয়ার করার জন্য কপি করে নিলাম প্রিয়..
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
১৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
ফারিহা হোসেন প্রভা বলেছেন: সুন্দর হয়েছে।
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
ওমেরা বলেছেন: আপনি কি অনেক ব্যস্ত আগের মত আর আপনাকে দেখা যাচ্ছে না? কবিতা ভাল হয়েছে কিন্ত আপনি মানুষ থেকে কসমেটিক্স হলেন কবে?