নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আর কিছু নাহোক, মশকি হয়ে আসিতে তো পারো
এক ফোটা রক্ত শোষণ করতে না হয়!
আমি তাতে হতাম আনন্দে আত্নহারা—
এক বেলার খাবার জোটাতে পেরে- তোমার মুখে অন্ন তুলে দিতে পেরে;
আমার মশারির ভিতর জায়গা দিতে পেরে;
আমার গায়ে বসতে দিতে পেরে, পারি নাতো হায়!!
করছো তুমি কি শীতের বিছানায়?
লেপের ভিতর আমিও আছি—স্বপ্নজাল বুনে ভেবেছো কভু কি আমায়?
নাকি এখনো ভাবছো কেবল-ছলনার হিসেব কষে কষে-খাঁটিয়ায় হেলান দিয়ে বসে?
কিভাবে আরো দূরে থাকা যায়;
নাকি ভাবছো এখন কেমন করে, উষ্ণ আদরে আমায় পাওয়া যায়?
হতাম যদি তোমার শীতের চাদর!
শীতে রাতে তোমার কুসুম কোমল আদর — ভাবতেই কেমন মনটা ভরে যায়!!
শীত লেগেছে গায়; শীত লেগেছে মনে
তোমার ভালোবাসার উষ্ণতা চায় মোর প্রাণ— ঘোর লাগা এই ক্ষণে...
আদুরি
আসবে কাছে কী? ভালোবাসার মন্ত্র যপে আমারে টানবে কাছে কী?
আমার গায়ে জ্বর — এই কলিজার ভিতর
উষ্ণতা পুরবে তুমি কী? তোমার মায়ার বনে, কুসুমে কাননে—
তোমার ভালোবাসার ছোট্ট ঘরে, ওগো দাও না আমারে উষ্ণ কোমল আদর....
দূরে থাকা কেমন ভালোবাসা? ভালোবেসে কাছে আসা চাই
সকল ব্যথার হবে গো উপশম- তোমায় কাছে যদি পাই!!!
--------------------
ছবি-নেট
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১:২২
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেনেট অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনায়।
২| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১:২৫
শাহরিয়ার কবীর বলেছেন:
কবির এমন আকুতি তার কানে পৌছে যাক! কবির মনে বাসনা পূরুন হোক !
কবিতা ভালো লিখেছেন সেলিম ভাই, মন থেকে বলছি।
কবিতায় এবার গোল্ডেন এ+
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে েএবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৪১
চাঁদগাজী বলেছেন:
কবি কি পাথরের সাথে কথা বলে চলেছেন?
২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। শহরের মানুষগুলো ইট পাথর হতে আর বাকী নেই।
৪| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৪৭
রানার ব্লগ বলেছেন: আসাধারন !!!! ভালো লেগেছে অনেক !!!!
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভালেলেগেছে জেনে ভালো লাগলো।+
৫| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৮
আর্কিওপটেরিক্স বলেছেন: এত্ত ভালোবাসা পেলে আসতেই হবে
চমৎকার....
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৫
সেলিম আনোয়ার বলেছেন: যৌক্তিক কমেন্ট। আমার কবিতা অনেক সুন্দর হে!!!
এই কবিতা না!!!
কবিতা আসবে.....
৬| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৬
নীল আকাশ বলেছেন: শেষ ২ লাইনই বলে দিচ্ছে কবির ভালোবাসার আকুতি......
বিরহের শীতলতা প্রেমিকার হাহাকরে ভরা......
চমৎকার কবিতা।
শুভ কামনা রইল!
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনায়। অনেক ভলো থাকবেন আপনিও!!!
৭| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৬
হাবিব বলেছেন: অসাধারন কবিতা...... খুব ভালো লাগলো
২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৮| ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪
জোছনাস্নাত রাত্রি বলেছেন: মন ছুয়ে গেল।খুব ভালো লিখেছেন।
২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৯| ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১০| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৯
ল বলেছেন: মশকি হয়ে আসিতে তো পারো---------------------দারুন
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪০
সেলিম আনোয়ার বলেছেন: আমিও তো তাই বলি।
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪২
সেলিম আনোয়ার বলেছেন: এই কবিতা লিখার পরের রাতে কম করে হলেও অর্ধ ডজন মশকি আমার রক্ত খেয়ে টসটসে হয়েছে!!!
১১| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩০
ল বলেছেন: সরকারে কোন দল আসছে ?
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সরকারে তো সরকারি দল বসাই আছে। দল আসার চেয়ে সুষ্ঠু নির্বাচন হবে কি না সেটা বড় প্রশ্ন। যারা ক্ষমতা আকড়ে থাকে মৃত্যুর আগ পর্যন্ত তাদের সরানো কঠিন কাজ বটে।
১২| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১০
কথার ফুলঝুরি! বলেছেন: এমনিতেই হৃদয়ে প্রেমে আর ভালোবাসার ছড়াছড়ি, আমার অবস্থা মরি মরি তার উপর এমন সুন্দর এক খানা প্রেমের কবিতা পড়ে হৃদয় আমার যাচ্ছে ভাসিয়া প্রেমের বানের জলে
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ছোট বেলায় খেলতে গিয়ে ব্যথা পেলে, রাস্তার আশেপাশে কোনো একটা গাছের পাতা মুখে নিয়ে, চিবিয়ে সেই পাতার রস আঘাতপ্রাপ্ত স্থানে লাগিয়ে দিতাম। ক্ষত শেষ। কিন্তু সেই গাছের নামটি জানি না।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:২২
সেলিম আনোয়ার বলেছেন: হা হা হা। নাম না জানা কোন অন্যায় নয় ।সবুজ ঘাস। দূর্বাঘাস চিবিয়ে দিলেও হয় ।
১৪| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৩
অর্ক বলেছেন: ব্যথার উপশম হোক সেলিম ভাই... আর কতো এই বিরহিত অপেক্ষা! মশকি হয়ে আসুক, রক্ত পান করুক, তাও কিছু একটা করুক।
ভরপুর শুভেচ্ছা রইলো ভাই। ১৯ সালে নির্ঘাত সফল হবেন। মন বলছে। মশকি রক্ত পান করার জন্যে হলেও আসবে, ধরা দিবে আর কি।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:২৪
সেলিম আনোয়ার বলেছেন: মশকি হয়ে এসে রক্ত চোষে ডেঙ্গু বানিয়ে দিয়ে গেছে ্ আর মশকি নয় এবার প্রেমিকা হিসেবে আসুক। আবার এডিস কামড়ে দিলে নির্ঘাত মৃত্যু ।
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১:১৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতার ভালোবাসায় টইটুম্বুর!
ভালো লেগেছে।