নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
মিষ্টি রৌদ্দর — শিশির ভেজা ঘাস;
পাখির কলতান- উত্তরে হাওয়া,
শীতের আমেজ, দারুন উচ্ছ্বাস —আজিকে আমার প্রাণে,
সকালটা এমনই ছিল আজ।
জীবনের মানে নদী জানে, ঝর্ণা জানে
আর জানে ঐ দূরের আকাশ—আমিও জানি কিছুটা——
তোমার কি জানা আছে?
তোমার গন্তব্য একটাই —সুনীল সাগর .. এই খানে
মাঝখানে তার বন্ধুর পথ— বন্ধুর মত সঙ্গী হলেও
—কষ্টের শিকড় বিছিয়ে পায়ে শ্রান্ত গায়।
ভর দুপুর আমি একেলা— কতো কথা মনে করিতেছে খেলা
ছলনা শেষ কথা নয়; কালোমেঘ কেটে যায়
বর্ষার নবধারা জলে ভেসে যায় আবর্জনা —ভালোবাসা নয়
ভালোবাসা বাঙময়।ভালোবাসা বৃষ্টি হয়ে ঝরে জমিনের বুকে,
ভালোবাসা থেকে যায প্রতিকূলতা জয় করে হেরে যায় প্রহসন
তাইতো সতেজ ভ্রুন—মহেন্দ্র ক্ষণ।
আকাশ কাঁদতে জানে—আমিও জানি কিছুটা
তোমার কি জানা আছে তা——
আকাশ না কাঁদলে….কি হবে ভেবেছো কি কখনো?
ভূমিটা মরুভূমির মতো শুকনো! শীতের ঝরা পাতা!!
আজকের দিনটা অনবদ্য
মনে রেখো জীবনটা নয় মুক্তগদ্য—তোমার গন্তব্য,
একটাইআমার বুকে— এই চাতক ঠুঁটে…
আর সব ছাড়ো—
এখনো আছে ঢের অবশেষ—আকাশের মতই অশেষ…
খেই হারিয়ে ফেলবে—সামলাতে পারবে না
হেরে যাবে প্রতিবার—জানোতো কবিরা হারেনা
হারতে জানে না—
ঋতু পরিক্রমার মতোই আসে ফিরে—বসন্ত যেমন আসে!
যেমন এসেছে শীত!!
শীতের শিশির—মিষ্টি রৌদ
উত্তরে হাওয়া... জেনে যাও এই ক্ষণে, তোমার জীবনের মানে
আমাকে কাছে পাওয়া —ফুলের জন্য যেমন ভ্রমর।
জানে ঐ দূরের আকাশ—জানে ঐ ধ্রুবতারা
আমারো জানা আছে কিছুটা
তোমার কি জানা হলো তা—
হৃদয়ের গভীর থেকে বলো-আজকের সকালে ভোরের শিশির
করিতেছিলো টলোমলো—তুমি কি জানো তা?
..
বি: দ্র: আমার কাছে কবিতা সেটা যেটা শেষ হতে চায়না. যার রেশ থেকে যায়.।
২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১১
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
২| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫
পদাতিক চৌধুরি বলেছেন: শীতের মিষ্টি রোদ্দুর ও শিশির ভেজা ঘাসে স্রোতস্বিনীর মতোই বহমান কবিতাটিতে মুগ্ধতা রেখে গেলাম ।++
শুভকামনা প্রিয় কবিবরকে।
২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫
অগ্নি সারথি বলেছেন: কবিরা হারে না, হারতে জানে না।
শুভকামনা কবি!
২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৪| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮
জাহিদ অনিক বলেছেন:
আহা ! আজকের দিনতি সত্যিই সুন্দর ছিল।
সুন্দর +
২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৫| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: কবিতাটাও অনবদ্য।
৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা। কবিতা একটু আপডেট করেছি..
মিষ্টি রৌদ্দর — শিশির ভেজা ঘাস;
পাখির কলতান- উত্তরে হাওয়া,
শীতের আমেজ, দারুন উচ্ছ্বাস —আজিকে আমার প্রাণে,
সকালটা এমনই ছিল আজ।
জীবনের মানে নদী জানে, ঝর্ণা জানে
আর জানে ঐ দূরের আকাশ—আমিও জানি কিছুটা——
তোমার কি জানা আছে তা ?
তোমার গন্তব্য একটাই —সুনীল সাগর .. এই খানে নীলার্দ্রতা,
মাঝখানে তার বন্ধুর পথ— বন্ধুর মত সঙ্গী হলেও
—কষ্টের শিকড় বিছিয়ে পদতলে শ্রান্ত তনুর ক্লান্তি মাখা।
ভর দুপুর আমি একেলা— কতো কথা মনে করিতেছে খেলা
ছলনাই শেষ কথা নয়; কালোমেঘ কেটে যায়
বর্ষার নবধারা জলে ভেসে যায় আবর্জনা —ভালোবাসা নয়
ভালোবাসা বাঙময়।
ভালোবাসা বৃষ্টি হয়ে ঝরে জমিনের বুকে,
ভালোবাসা থেকে যায় সকল প্রতিকূলতা জয় করে অবশেষে- হেরে যায় প্রহসন,
তাইতো জমিন বর্ষার জলে ভিজে গজিয়ে দেয় আর্দ্র সতেজ ভ্রুন—
সৃষ্টিসুখের উল্লাসে আসে সেই মহেন্দ্র ক্ষণ।
আকাশ কাঁদতে জানে—আমিও জানি কিছুটা
তোমার কী জানা আছে তা——
আকাশ না কাঁদলে….কি হবে ভেবেছো কী কখনো?
ভূমিটা মরুভূমির মতো শুকনো! নির্জীব শীতের ঝরা পাতা!!
আজকের দিনটা অনবদ্য
মনে রেখো জীবনটা নয় মুক্তগদ্য—তোমার গন্তব্য,
একটাই আমার এই ব্যথাভরা বুকে— এই চাতক ঠুঁটে…
বাকী সব ছাড়ো—
এখনো আমার আছে ঢের অবশেষ—আকাশের মতই অশেষ…
খেই হারিয়ে ফেলবে—ওগো শেষ বিকেলের মেয়ে সামলাতে পারবে না
হেরে যাবে প্রতিবার—জানোতো কবিরা হারেনা, হারে না কলম
হারতে জানে না— হলো কী তোমার ক্ষণিকের মতিভ্রম!!
ঋতু পরিক্রমার মতোই আসে ফিরে—বসন্ত যেমন আসে!
যেমন এসেছে শীত!!
আমরা তো মানুষ- জীবনের নিয়মে থাকি বেঁচে
কষ্ঠি পাথরে যেচে- আমাদের মিথোজীবিতা,ওগো মোর কবিতা
কত ঢঙে রামধনুর সাতরঙে-ফেলো না মুছে তা-অযথা অকারণে
বৃথা চেষ্টা করো না আর,তার চেয়ে ঢের ভালো ফিরে এসো এই বুকে
আমার তাজা কলমে,ভীষণ আর্দ্র্রতামাখা। এই নাও কলম!! কবিতা, তোমাকে সঁপেছি তা..
শীতের শিশির—মিষ্টি রৌদ
উত্তরে হাওয়া... জেনে যাও এই ক্ষণে, তোমার জীবনের মানে, আর কিছু নয়
কেবল আমাকেই কাছে পাওয়া ভালোবাসার বিশুদ্ধ ত্রিভুজে অতন্দ্র প্রহরীর মত
—ফুলের জন্য যেমন ভ্রমর চিরন্তন শ্বাশত।
জানে ঐ দূরের আকাশ—জানে ঐ ধ্রুবতারা হয়োনা দিশেহারা,
আমারো জানা আছে কিছুটা
তোমার কি জানা হলো তা—
হৃদয়ের গভীর থেকে বলো-আজকের সকালে ভোরের শিশির
করিতেছিলো টলোমলো—তুমি কী জানো তা? কবিতা.....
..
কবিতা শব্দজাল বুনেই চলছে...।
৬| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০২
ফেইরি টেলার বলেছেন: দারুন ! +++++++
৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৭| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৮
শাহরিয়ার কবীর বলেছেন: মিষ্টি কবিতা লিখেছেন+++
৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: মিষ্টি রৌদ্দর — শিশির ভেজা ঘাস;
পাখির কলতান- উত্তরে হাওয়া,
শীতের আমেজ, দারুন উচ্ছ্বাস —আজিকে আমার প্রাণে,
সকালটা এমনই ছিল আজ।
জীবনের মানে নদী জানে, ঝর্ণা জানে
আর জানে ঐ দূরের আকাশ—আমিও জানি কিছুটা——
তোমার কি জানা আছে তা ?
তোমার গন্তব্য একটাই —সুনীল সাগর .. এই খানে নীলার্দ্রতা,
মাঝখানে তার বন্ধুর পথ— বন্ধুর মত সঙ্গী হলেও
—কষ্টের শিকড় বিছিয়ে পদতলে শ্রান্ত তনুর ক্লান্তি মাখা।
ভর দুপুর আমি একেলা— কতো কথা মনে করিতেছে খেলা
ছলনাই শেষ কথা নয়; কালোমেঘ কেটে যায়
বর্ষার নবধারা জলে ভেসে যায় আবর্জনা —ভালোবাসা নয়
ভালোবাসা বাঙময়।
ভালোবাসা বৃষ্টি হয়ে ঝরে জমিনের বুকে,
ভালোবাসা থেকে যায় সকল প্রতিকূলতা জয় করে অবশেষে- হেরে যায় প্রহসন,
তাইতো জমিন বর্ষার জলে ভিজে গজিয়ে দেয় আর্দ্র সতেজ ভ্রুন—
সৃষ্টিসুখের উল্লাসে আসে সেই মহেন্দ্র ক্ষণ।
আকাশ কাঁদতে জানে—আমিও জানি কিছুটা
তোমার কী জানা আছে তা——
আকাশ না কাঁদলে….কি হবে ভেবেছো কী কখনো?
ভূমিটা মরুভূমির মতো শুকনো! নির্জীব শীতের ঝরা পাতা!!
আজকের দিনটা অনবদ্য
মনে রেখো জীবনটা নয় মুক্তগদ্য—তোমার গন্তব্য,
একটাই আমার এই ব্যথাভরা বুকে— এই চাতক ঠুঁটে…
বাকী সব ছাড়ো—
এখনো আমার আছে ঢের অবশেষ—আকাশের মতই অশেষ…
খেই হারিয়ে ফেলবে—ওগো শেষ বিকেলের মেয়ে সামলাতে পারবে না
হেরে যাবে প্রতিবার—জানোতো কবিরা হারেনা, হারে না কলম
হারতে জানে না— হলো কী তোমার ক্ষণিকের মতিভ্রম!!
ঋতু পরিক্রমার মতোই আসে ফিরে—বসন্ত যেমন আসে!
যেমন এসেছে শীত!!
আমরা তো মানুষ- জীবনের নিয়মে থাকি বেঁচে
কষ্ঠি পাথরে যেচে- আমাদের মিথোজীবিতা,ওগো মোর কবিতা
কত ঢঙে রামধনুর সাতরঙে-ফেলো না মুছে তা-অযথা অকারণে
বৃথা চেষ্টা করো না আর,তার চেয়ে ঢের ভালো ফিরে এসো এই বুকে
আমার তাজা কলমে,ভীষণ আর্দ্র্রতামাখা। এই নাও কলম!! কবিতা, তোমাকে সঁপেছি তা..
শীতের শিশির—মিষ্টি রৌদ
উত্তরে হাওয়া... জেনে যাও এই ক্ষণে, তোমার জীবনের মানে, আর কিছু নয়
কেবল আমাকেই কাছে পাওয়া ভালোবাসার বিশুদ্ধ ত্রিভুজে অতন্দ্র প্রহরীর মত
—ফুলের জন্য যেমন ভ্রমর চিরন্তন শ্বাশত।
জানে ঐ দূরের আকাশ—জানে ঐ ধ্রুবতারা হয়োনা দিশেহারা,
আমারো জানা আছে কিছুটা
তোমার কি জানা হলো তা—
হৃদয়ের গভীর থেকে বলো-আজকের সকালে ভোরের শিশির
করিতেছিলো টলোমলো—তুমি কী জানো তা? কবিতা.....
-----------------------------------
কবিতা একটু পরিবর্তন এনেছি । এবার কেমন হলো সময় হলে পড়ে দেখতে পারেন।
৮| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০১
অর্ক বলেছেন: অনাগত প্রতিটি দিন এরকম হোক- এই শুভকামনা রাখলাম ভাই। সত্যি আপনার কাব্য প্রতিভা অতুলনীয়। চর্চার পর্যাপ্ত সময় পেলে আপনি জীবদ্দশায়ই কিংবদন্তি হবেন।
শুভেচ্ছা নিরবিচ্ছিন্ন।
৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২২
সেলিম আনোয়ার বলেছেন: মিষ্টি রৌদ্দর — শিশির ভেজা ঘাস;
পাখির কলতান- উত্তরে হাওয়া,
শীতের আমেজ, দারুন উচ্ছ্বাস —আজিকে আমার প্রাণে,
সকালটা এমনই ছিল আজ।
জীবনের মানে নদী জানে, ঝর্ণা জানে
আর জানে ঐ দূরের আকাশ—আমিও জানি কিছুটা——
তোমার কি জানা আছে তা ?
তোমার গন্তব্য একটাই —সুনীল সাগর .. এই খানে নীলার্দ্রতা,
মাঝখানে তার বন্ধুর পথ— বন্ধুর মত সঙ্গী হলেও
—কষ্টের শিকড় বিছিয়ে পদতলে শ্রান্ত তনুর ক্লান্তি মাখা।
ভর দুপুর আমি একেলা— কতো কথা মনে করিতেছে খেলা
ছলনাই শেষ কথা নয়; কালোমেঘ কেটে যায়
বর্ষার নবধারা জলে ভেসে যায় আবর্জনা —ভালোবাসা নয়
ভালোবাসা বাঙময়।
ভালোবাসা বৃষ্টি হয়ে ঝরে জমিনের বুকে,
ভালোবাসা থেকে যায় সকল প্রতিকূলতা জয় করে অবশেষে- হেরে যায় প্রহসন,
তাইতো জমিন বর্ষার জলে ভিজে গজিয়ে দেয় আর্দ্র সতেজ ভ্রুন—
সৃষ্টিসুখের উল্লাসে আসে সেই মহেন্দ্র ক্ষণ।
আকাশ কাঁদতে জানে—আমিও জানি কিছুটা
তোমার কী জানা আছে তা——
আকাশ না কাঁদলে….কি হবে ভেবেছো কী কখনো?
ভূমিটা মরুভূমির মতো শুকনো! নির্জীব শীতের ঝরা পাতা!!
আজকের দিনটা অনবদ্য
মনে রেখো জীবনটা নয় মুক্তগদ্য—তোমার গন্তব্য,
একটাই আমার এই ব্যথাভরা বুকে— এই চাতক ঠুঁটে…
বাকী সব ছাড়ো—
এখনো আমার আছে ঢের অবশেষ—আকাশের মতই অশেষ…
খেই হারিয়ে ফেলবে—ওগো শেষ বিকেলের মেয়ে সামলাতে পারবে না
হেরে যাবে প্রতিবার—জানোতো কবিরা হারেনা, হারে না কলম
হারতে জানে না— হলো কী তোমার ক্ষণিকের মতিভ্রম।
ঋতু পরিক্রমার মতোই আসে ফিরে—বসন্ত যেমন আসে!
যেমন এসেছে শীত!!
আমরা তো মানুষ- জীবনের নিয়মে থাকি বেঁচে
কষ্ঠি পাথরে যেচে- আমাদের মিথোজীবিতা,ওগো মোর কবিতা
কত ঢঙে রামধনুর সাতরঙে-ফেলো না মুছে তা-অযথা অকারণে
বৃথা চেষ্টা করো না আর,তার চেয়ে ঢের ভালো ফিরে এসো এই বুকে
আমার তাজা কলমে,ভীষণ আর্দ্র্রতামাখা। এই নাও কলম!! কবিতা, তোমাকে সঁপেছি তা..
শীতের শিশির—মিষ্টি রৌদ
উত্তরে হাওয়া... জেনে যাও এই ক্ষণে, তোমার জীবনের মানে, আর কিছু নয়
কেবল আমাকেই কাছে পাওয়া ভালোবাসার বিশুদ্ধ ত্রিভুজে অতন্দ্র প্রহরীর মত
—ফুলের জন্য যেমন ভ্রমর চিরন্তন শ্বাশত।
জানে ঐ দূরের আকাশ—জানে ঐ ধ্রুবতারা হয়োনা দিশেহারা,
আমারো জানা আছে কিছুটা
তোমার কি জানা হলো তা—
হৃদয়ের গভীর থেকে বলো-আজকের সকালে ভোরের শিশির
করিতেছিলো টলোমলো—তুমি কী জানো তা? কবিতা.....
..
বি: দ্র: আমার কাছে কবিতা সেটা যেটা শেষ হতে চায়না. যার রেশ থেকে যায়.।
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯
কাওসার চৌধুরী বলেছেন:
শীতের মিষ্টি রোদের ঝকজকে একখান কবিতা। +++