নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আজ আমি ভাবছি অরিত্রীদের কথা
দু’চোখে যার ঘোর স্বপ্ন লাগারকথা—
খুশি আর আনন্দে সারা গৃহ যার— মাতিয়ে রাখার কথা
আজ শূন্য সেই ঘর!! বিরাণ হলো ঘর
শোকসন্তপ্ত মনে বলছি সেই খবর..
আজ ভাবছি কেমন করে তিলে তিলে
তার শৈশব পেরিয়ে কৈশরে পদার্পন
বাবা মায়ের মাথার ঘাম পায়ে ফেলে
কতো আদরে তারে বড়ো করার কথা
আজ ভাবছি —তার বাবা মায়ের মনে
— পাহাড়সম ব্যথা!
অরিত্রী মানে বাবার কাঁধে সন্তানের লাশ!
সন্তানহারা জননী; বেদানার অথৈ পাথার!!
ভাবিলে ডুকরে ডুকরে কাঁদে প্রাণ
ভাবছি তারি কথা—লিখছি তারি কথা
— শোকগাঁথা!!
আজ ভাবছি কতটুকু ভুল করেছিল সে!
আর কতটুকু মাশুল তার গুনতে হয়েছে
কতটুকু ভুলে মরতে হলো —ভাবছি সেই কথা
হয়তো নিজের অপমানে— অতটুকু পায়নি ব্যথা
যতটুকু লেগেছে প্রাণে তার- বাবা মায়ের অপমান
তারি পরিনামে আজিকের বিয়োগ ব্যথা।
ভাবছি সেই কথা!
শিক্ষকের কাছে এখন কী তবে শিক্ষার্থীরা সন্তান তুল্য নয়
আমার প্রাণে আজ লাগিতেছে ঘোর সংশয়
অরিত্রীরা কি তবে এখন বিপন্ন প্রজাতি!
ভাবছি তারি কথা।
শিশুরাতো ফুলের মতো নিষ্পাপ
অতটুকু ভুলে কি এখন আকাশ ভেঙে পরে?
ভাবছি সেই কথা...
অরিত্রী মরেনি তাকে হত্যা করা হয়েছে
অপমান সহিতে না পেরে সে বেছে নিয়েছে আত্নহনন
অরিত্রীরা এখন মোটেই নিরাপদ নয়
ভাবছি তারি কথা— অরিত্রী নয় আজ মরণ হয়েছে বিবেকের
মানবতার চরম বিপর্যয় ভাবছি তারি কথা—যে বিয়োগ ব্যথা সহিবার নয়
শোকগাঁথা যেন সেই কারবালা মরুর পরে,
অরিত্রীদের পাশে দাঁড়ান-অরিত্রীদের বাঁচান
আজ অরিত্রী অরিত্রী বলে কাঁদিতেছে ধরিত্রী
অরিত্রী! অরিত্রী!! তোমার প্রতি হয়েছে অবিচার!!!
অরিত্রী তুমি আজি ক্রন্দন রোল—আর্ত চিৎকার,
বেদনাহত মনে— উত্তরে হাওয়ায়—শিশির ভেজা ঘাসে-কুয়াশার চাদরে ঢাকা
—বাংলার আকাশে, ভাবছি সেই কথা!!
দোষী ব্যক্তিদের চাহিতেছি—দৃষ্টান্তমূলক বিচার- সুতীব্র নিনাদে।
আজ ভাবিতেছি অরিত্রীদের কথা—
দুঃখ ভারাক্রান্ত মনে করিতেছি নালিশ
বিচার চাই!!—বিচার চাই!!!
বিচারপতি করো তার বিচার...
০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৩
সেলিম আনোয়ার বলেছেন: আজ বিবেকের মরণ হয়েছে....
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বড়ই বেদনাদায়ক অরিত্রির এভাবে চলে যাওয়া।
বাস্তবিক কথামালায় সুন্দর কাব্য গড়েছেন শ্রদ্ধেয় কবি। ভালো লাগলো ভারাক্রান্ত হৃদয় থেকে ঝরা কাব্য কথা।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কি আর বলবো আমি মর্মাহত। তাইতো ঘুম আসে না । বিনিদ্র রজনী মনে প্রচন্ড ব্যথা।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৫৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যাই হোক, আত্মহত্যা সমাধান নয়। সবাইকে বলছি, আত্মহত্যা করো না, এই পৃথিবী অনেক সুন্দর...
০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭
সেলিম আনোয়ার বলেছেন: আত্নহত্যা মহাপাপ!! আত্নহনন সমাধান নয়। যাদের কারণে হলো তাদের কি শাস্তি হওয়া উচিৎ!!!!
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৫
রাজীব নুর বলেছেন: অনেকদিন পর চোখে জল এলো।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
সেলিম আনোয়ার বলেছেন: চোখে জল আসার মতো ঘটনা।জল আসা উচিৎ!!
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৮
চাঙ্কু বলেছেন:
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
সেলিম আনোয়ার বলেছেন: চাঙ্কু ব্লগে স্বাগতম।
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কোন ক্ষমা নেই। দুঃখিত আমি ক্ষমা করতে পারছি না। শিক্ষকের কাজ আর কসাইয়ের কাজ এক নয়। উনারা যোগ্যতায় কসাইয়ের চেয়েও নিম্নতর। তাদের অতিরিক্ত অহমিকা আমাকে ব্যথিত করেছে। উনাদের কঠোর শাস্তি এক প্রাপ্য হয়ে গেছে। উনাদেরকে শাস্তি দেয়া এখন দেশ ও সমাজের কর্তব্য হয়ে গেছে।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০
সেলিম আনোয়ার বলেছেন: তাদের শাস্তি হওয়া উচিৎ ।
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০২
হাবিব বলেছেন: এর দায়ভার শিক্ষকদেরকেই নিতে হবে
০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সহমত।
৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৫
অপু দ্যা গ্রেট বলেছেন:
আপনার কি মনে হয় বিচার পাবো ?
আমি তো আশা করতে পারি না ।
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫৫
ল বলেছেন: বাস্তবিক কথামালা----------+++