নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
লালসবুজের পতাকা উড়ছে বাংলার বুকে,
উড়ছে বাংলা মন
মহাকাব্যিক উল্লাসে মাতোয়ার চারিদিকে আজ
উৎসবমুখর ক্ষণ।
হে যুদ্ধবিজয়ী বীর!!
চির উন্নত তব শির
আজ শ্রদ্ধাঞ্জলী তোমাদের তরে
আঠারো কোটি বাঙালির।
দেশকে ভালোবেসে হেসে হেসে
যারা উৎসর্গ করেছো প্রাণ
জী্বনবাজি রেখে যারা রক্ষা করেছো
বাংলাদেশের সম্মান;
তোমাদের আজো ভুলি নাই--- ভুলবো না কোনদিন
অনন্তকাল ধরে এই অবনীর পরে
বিজয়ীর পতাকা বাংলার বুকে থাকবে উড্ডীন
সদা এই কামনা করি।
দেশের তরে প্রয়োজনে আবারো লড়বো
তবু রক্ষা করবো স্বদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব
অত্যাচার বৈষম্য করবো দূর দুঃশাসন হবে চূড়
সে প্রতিশ্রুতি নিয়ে উড়বে পতাকা এইদিন।
মহান ষোলই ডিসেম্বর, পৃথিবীর বুকে
তোমার তুলনা নাই-
তুমি স্বর্ণালী ইতিহাস বাংলার মানুষের বুকে
শ্রদ্ধাবণতচিত্তে তোমায় স্বাগত জানাই
ছবি: সামু ব্লগকর্তৃপক্ষ। খুব সম্ভবত জাদিদের সৃষ্টি। তিনি দারুন প্রচ্ছদ তৈরি করেন। সামুর কভার ফটু অসাধারণ হয়েছে।।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে বিজয়ের শুভেচ্ছা। এই দিন এসেছিল বলেই বাংলায় লিখছি ভালো চাকুরী করছি। এই দিন না আসলে কি করতাম কে জানে?? হানাদারে অত্যাচারে হয়তো মারা্ই পরতাম ।
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৬
কাওসার চৌধুরী বলেছেন:
আসুন বিজয়ের গৌরবে আমরা সবাই মাথা উঁচু করে দাঁড়াতে জালিমদের বিরুদ্ধে আবারো সোচ্চার হই এবং ষোলই ডিসেম্বর যে দেশটির বিজয় সূচিত হয়েছিল, তাকে আবার বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করি। যেন আবারও মুক্তকন্ঠে বলতে পারি। আমার দেশ স্বাধীন দেশ, বাংলাদেশ।
প্রিয় কবির বিজয় দিবসের কবিতায় ভাল লাগা রইলো।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৮
সেলিম আনোয়ার বলেছেন: উদয়ের পথে শুনি কার বাণী
ভয় নাই ওরে ভয় নাই
নিঃশেষে প্রাণ
যে করিবে দান
ক্ষয় না্ই তার ক্ষয় নাই........
ভোট বিপ্লব ছাড়া কোন পথ খোলা নেই.....
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৯
হাবিব বলেছেন: বিজয়ের শুভেচ্ছা জানিয়ে গেলাম.......
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও বিজয়দিবসের শুভেচ্ছা।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: আজ আমাদের স্বপ্নপূরণের দিন। আজ বাংলাদেশের মানুষের হাজার বছরের বহুল কাঙ্খিত দিন।
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
মহান বিজয় দিবসে আপনাকে জানাচ্ছি বিজয়ের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও বিজয় দিবসের অভিনন্দন। এবং নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৪
ল বলেছেন: বিজয়ের শুভেচ্ছা প্রিয় কবি।