নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কাজল নেবেনা, কবিতা নেবে?
রংধনু চোখে
টেনে দেবে বৃষ্টির সমাপ্তি রেখা-
অতঃপর রবির আলোয় উচ্ছ্বসিত হয় চারিদিক,
ব্যস্ত শহর- ব্যস্ত শালিক
স্মৃতিমন্থন মুখরিত ক্ষণ-এক কাপ কালো চা।
ভিন্ন মত ভিন্ন পথ তবু যেন অভিন্ন সত্তা সব
সন্ধ্যা নেমে এলো শহরে বুকে।
অট্টালিকার গা ঘেষে উঠেছে পূর্ণিমা চাঁদ
নিতান্তই ক্ষুদ্র আমি দাড়িয়ে ছাঁদে.....
নষ্টালজিক মনে - ঐতো তুমি অদ্ভুত সুন্দর
চাঁদ হয়েই এলে তবে
!!! -
বুক পকেটে আছে কাজল
ললাটে দিলাম টিপ
এখনই বলবে লোকে- কলঙ্ক লেগেছে গায়!!!
আমরা নেমে গেছি রাস্তায়
একি প্রাণের উচ্ছ্বাস!!!
-অতপর এক কাপ দুধ চা পান,
আমরা চলছি পথে-আমাদের ঠিকানায়
কলঙ্কের কালিমা দিয়েছি মেখে
ঐ ভরা পূর্ণিমার চাঁদে- আমরা জোছনা মাখা
প্রিয়তমা,
কাজল নেবে না?
কবিতা নেবে ?
তোমার তৃষিতো ঠোঁটে,
রক্তজবায়.....
২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: আমার চেহারা ভালো না.....আমি ক্ষেত্তি
ফরীদির জন্মসাল ৫২ আমার বাবারো, ফরীদি আল বেরুনী হলে থাকতেন আমার বাবাও্ । বাবাকে জিজ্ঞাসা করতাম বাবা হুমায়ুন ফরীদির সঙ্গে দেখা হয় নাই। বাবা বলতেন না। পরে জানলাম ফরীদির লেখাপড়ার ৫ বছর লস । বহেমিয়ান লাইফ। কালকে
একজন ব্লগার বললেন আমার চেহারা নাকি ফরীদির মতই!!! আসলে কি তাই
আমি ফরীদির অভিনয়ের ফ্যান। মুগ্ধ হয়ে দেখতাম তার অভিনয়।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০২
বিজনদাদা বলেছেন: হুম্ শুভ কামনা থাকলো
২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ধন্যবাদ।
ভালোথাকবেন সবসময় ।।।
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৯
কুঁড়ের_বাদশা বলেছেন:
আমার বলার কিছু ছিল না
না-গো আমার বলার কিছু ছিল না
চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে চলে
তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম
আমার বলার কিছু ছিল না
এমন গান আর কত দিন......... !!!!!!!!!!
আমরা সবাই শোকহত........... আহা কবি !!!!!!!!!!!
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।।
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪২
সাইন বোর্ড বলেছেন: বেশ আবেদনময় !
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: সাইন বোর্ড আপনাকে প্রথম দেখলাম। কথা বলার সুযোগ হলো না।
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৭
রাজীব নুর বলেছেন: মুখে দেখে মানুষ আর লেখা দেখে কবি চেনা যায় না।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৭
ল বলেছেন: রাজীব ভাই যথার্থ বলেছেন।
সবাই ইউনিক যার যার মতো করে।
মুগ্ধতা কবিতার নায়ক।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২১
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,
জানি যদিও
কথা ছিলো তোমায় ভালোবাসার,
জানো তা তুমিও!
তাই তৃষিত ঠোটে
নেবে কি আমার যতো কবিতা,
সব চেটেপুটে ?
যদিও তুমি
রংধনু চোখে ডাইনী মনোহর,
অধরা চাঁদ যেন এক আকাশের!
এমন আবেগী কবিতার সারমর্ম কবিতাতেই দিলুম।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: আহমেদ জিএস ভাই,
আপনার কমেন্ট বরাবরই অসাধারণ!!
প্রথমবার আপনাকে দেখলাম। খুব ভালো লেগেছে।
আপনি দারুন লিখেন!!!
৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৬
সাইন বোর্ড বলেছেন: আমারও কথা বলার ইচ্ছে ছিল আপনার সাথে, কিন্তু আমি আসলে প্রথমে সেভাবে খেয়াল করতে পারিনি আপনাকে । সম্ভব হলে আপনার ফেসবুক আইডি দিয়েন । আর সেটা আমার কোন লেখার মন্তব্যের ঘরে দিলেই পেতে সুবিধা হয় ।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: Selim Anwar
ফেবু আইডি.......
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা ।
৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৭
প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল। ধন্যবাদ
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪১
নজসু বলেছেন:
হুমায়ূন ফরিদীর খোলশ থেকে বের হয়ে আসা কবির আসল রূপ দেখে খুশি হয়েছি।
কবিতায় কবির মনোবাসনা পূর্ণ হোক।